Bollywood Gossip: সন্তান বয়ে আনছে বিরাট ভাগ্য! দীপিকা-রণবীরের জীবনে বিরাট বদল, সকলে ধন্য ধনে করছেন

Last Updated:
পরের মাসেই সন্তান আসছে, তার আগে গুড নিউজ দিলেন হবু বাবা-মা
1/7
সন্তান আসছে আগামী মাসে৷ তার আগে বিরাট খবর দিলেন দীপিকা-রণবীর৷ বলিউডের তারকা দম্পতির এত বড় লগ্নির কথা শুনে সকলে তাজ্জব৷
সন্তান আসছে আগামী মাসে৷ তার আগে বিরাট খবর দিলেন দীপিকা-রণবীর৷ বলিউডের তারকা দম্পতির এত বড় লগ্নির কথা শুনে সকলে তাজ্জব৷
advertisement
2/7
বলিউডের তারকা দম্পতি রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোনের ১০০ কোটি টাকারও বেশি মূল্যের নতুন বাড়ির কাজ শীঘ্রই শেষ হতে চলেছে। তার নতুন ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর তা নিয়ে ফের আলোচনা শুরু হয়। এটি শাহরুখ খানের বাড়ি 'মন্নত'-এর খুব কাছে এবং মুম্বইয়ের সবচেয়ে আভিজাত এলাকায়। দু’ বছর আগে এই বিল্ডিংয়ে একটি অ্যাপার্টমেন্ট বুক করেছিলেন রণবীর ও দীপিকা। তখন থেকেই কাজ চলছিল। সেপ্টেম্বরে দীপিকা মা হতে চলেছেন৷ স্বামী এবং সন্তানকে নিয়ে এই নতুন বাড়িতে চলে আসবেন তাঁরা।
বলিউডের তারকা দম্পতি রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোনের ১০০ কোটি টাকারও বেশি মূল্যের নতুন বাড়ির কাজ শীঘ্রই শেষ হতে চলেছে। তার নতুন ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর তা নিয়ে ফের আলোচনা শুরু হয়। এটি শাহরুখ খানের বাড়ি 'মন্নত'-এর খুব কাছে এবং মুম্বইয়ের সবচেয়ে আভিজাত এলাকায়। দু’ বছর আগে এই বিল্ডিংয়ে একটি অ্যাপার্টমেন্ট বুক করেছিলেন রণবীর ও দীপিকা। তখন থেকেই কাজ চলছিল। সেপ্টেম্বরে দীপিকা মা হতে চলেছেন৷ স্বামী এবং সন্তানকে নিয়ে এই নতুন বাড়িতে চলে আসবেন তাঁরা।
advertisement
3/7
ইনস্টাগ্রামে এই বিল্ডিংয়ের ভিডিও শেয়ার করার সঙ্গেই এটি ভাইরাল হতে শুরু করে। সকলের একটাই প্রশ্ন, 'পুরো বিল্ডিং কি তাঁদের? যেভাবে শোনা গিয়েছে যে এখানে দীপিকা-রণবীর এবং তাঁদের সন্তান থাকবে৷ মাত্র ৩জনের জন্য এত বড় একটা বাড়ি,ভেবেই সকলে অবাক হচ্ছেন৷
ইনস্টাগ্রামে এই বিল্ডিংয়ের ভিডিও শেয়ার করার সঙ্গেই এটি ভাইরাল হতে শুরু করে। সকলের একটাই প্রশ্ন, 'পুরো বিল্ডিং কি তাঁদের? যেভাবে শোনা গিয়েছে যে এখানে দীপিকা-রণবীর এবং তাঁদের সন্তান থাকবে৷ মাত্র ৩জনের জন্য এত বড় একটা বাড়ি,ভেবেই সকলে অবাক হচ্ছেন৷
advertisement
4/7
রণবীর এবং দীপিকা এই জায়গাটির জন্য ১১৯ কোটি টাকা ব্যয় করেছেন। বিল্ডিংয়ের ১৬, ১৭, ১৮ এবং ১৯ তলায় থাকা ফ্ল্যাটগুলিকে দেশের সবচেয়ে ব্যয়বহুল আবাসিক চুক্তিগুলির মধ্যে একটি বলে মনে করা হয়৷ অ্যাপার্টমেন্টটির মোট ১১,২৬৬ বর্গফুট। এছাড়াও রয়েছে ১৩০০ বর্গফুটের এক্সক্লুসিভ টেরেস। এছাড়া ভবনের ভেতরে ১৯টি পার্কিং স্পেস রয়েছে।
রণবীর এবং দীপিকা এই জায়গাটির জন্য ১১৯ কোটি টাকা ব্যয় করেছেন। বিল্ডিংয়ের ১৬, ১৭, ১৮ এবং ১৯ তলায় থাকা ফ্ল্যাটগুলিকে দেশের সবচেয়ে ব্যয়বহুল আবাসিক চুক্তিগুলির মধ্যে একটি বলে মনে করা হয়৷ অ্যাপার্টমেন্টটির মোট ১১,২৬৬ বর্গফুট। এছাড়াও রয়েছে ১৩০০ বর্গফুটের এক্সক্লুসিভ টেরেস। এছাড়া ভবনের ভেতরে ১৯টি পার্কিং স্পেস রয়েছে।
advertisement
5/7
ফ্ল্যাটে রয়েছে বিশেষ সুবিধা, জানলে চমকে যাবেন! জানা গিয়েছে এই দম্পতির অ্যাপার্টমেন্টের জন্য ১১৮.৯৪ কোটি টাকা ব্যয় করেছেন। এছাড়াও ৭.১৩ কোটি টাকা স্ট্যাম্প ডিউটি ​​দিয়েছেন। এর ফলে টেরেস এরিয়া বাদে প্রতি বর্গফুটের হার ১.০৫ লক্ষ টাকা।
ফ্ল্যাটে রয়েছে বিশেষ সুবিধা, জানলে চমকে যাবেন! জানা গিয়েছে এই দম্পতির অ্যাপার্টমেন্টের জন্য ১১৮.৯৪ কোটি টাকা ব্যয় করেছেন। এছাড়াও ৭.১৩ কোটি টাকা স্ট্যাম্প ডিউটি ​​দিয়েছেন। এর ফলে টেরেস এরিয়া বাদে প্রতি বর্গফুটের হার ১.০৫ লক্ষ টাকা।
advertisement
6/7
এই সম্পত্তির সুবিধাগুলিও খুব বিশেষ। এছাড়াও রয়েছে একটি ব্যক্তিগত জিম, সুইমিং পুল, বিনোদনের জায়গা, যা তাদের পেশাগত জীবনের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে।
এই সম্পত্তির সুবিধাগুলিও খুব বিশেষ। এছাড়াও রয়েছে একটি ব্যক্তিগত জিম, সুইমিং পুল, বিনোদনের জায়গা, যা তাদের পেশাগত জীবনের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে।
advertisement
7/7
সেপ্টেম্বরে মা হতে চলেছেন দীপিকা পাড়ুকোন২৯ ফেব্রুয়ারি ইনস্টাগ্রামে ভক্তদের সুসংবাদ দিয়েছিলেন দীপিকা এবং রণবীর৷ সেপ্টেম্বরে তাঁদের ঘরে আসবে নতুন অতিথি৷ এরই মধ্যে দীপিকাকে এদিক ওদিক দেখা গিয়েছে৷ সম্প্রতি রটে গিয়েছিল যে দীপিকা পুত্র সন্তানের জন্ম দিয়েছেন, তবে এটি একটি গুজব।
সেপ্টেম্বরে মা হতে চলেছেন দীপিকা পাড়ুকোন২৯ ফেব্রুয়ারি ইনস্টাগ্রামে ভক্তদের সুসংবাদ দিয়েছিলেন দীপিকা এবং রণবীর৷ সেপ্টেম্বরে তাঁদের ঘরে আসবে নতুন অতিথি৷ এরই মধ্যে দীপিকাকে এদিক ওদিক দেখা গিয়েছে৷ সম্প্রতি রটে গিয়েছিল যে দীপিকা পুত্র সন্তানের জন্ম দিয়েছেন, তবে এটি একটি গুজব।
advertisement
advertisement
advertisement