পুরুষত্ব নিয়ে প্রশ্ন, পা কেটে ফেলার মতো পরিস্থিতি ! কঠিন সময়ে ছেড়ে যান স্ত্রীও, এই নায়কের গল্প শুনলে চোখে জল আসবে

Last Updated:
তিনি দীপক পরাশর। একাধারে মডেল এবং জনপ্রিয় অভিনেতা। সত্তরের দশকে বলিউডে পা রাখেন। ‘নিকাহ’ ছবিতে তাঁর অভিনয় রীতিমতো আলোড়ন ফেলে দিয়েছিল। ‘পুরানি হাভেলি’, ‘তবায়েফ’, ‘নিকাহ’, ‘ইনসাফ কা তরাজু’, ‘চন্দ্রমুখী’, ‘নীম নীম শহদ শহদ’, ‘কভি কভি’, ‘কানুন’, ‘চন্দ্রকান্তা’, ‘আন্ধিয়াঁ’-এর মতো একাধিক জনপ্রিয় সিনেমায় চুটিয়ে অভিনয় করেছেন।
1/6
দেশের প্রথম ‘মিঃ ইন্ডিয়া’ খেতাব জিতেছিলেন তিনিই। বলিউডের সবচেয়ে গ্ল্যামারাস নায়িকার সঙ্গে প্রেম ছিল। তবে বিয়ে হয় অন্য মহিলার সঙ্গে। স্ত্রীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ করেছিলেন। দাবি করেছিলেন, স্ত্রী সব টাকাপয়সা নিয়ে পালিয়ে গিয়েছেন। একসময় তাঁর পুরুষত্ব নিয়ে মুচমুচে খবরে ভরা থাকত পেজ থ্রি-এর পাতা।
দেশের প্রথম ‘মিঃ ইন্ডিয়া’ খেতাব জিতেছিলেন তিনিই। বলিউডের সবচেয়ে গ্ল্যামারাস নায়িকার সঙ্গে প্রেম ছিল। তবে বিয়ে হয় অন্য মহিলার সঙ্গে। স্ত্রীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ করেছিলেন। দাবি করেছিলেন, স্ত্রী সব টাকাপয়সা নিয়ে পালিয়ে গিয়েছেন। একসময় তাঁর পুরুষত্ব নিয়ে মুচমুচে খবরে ভরা থাকত পেজ থ্রি-এর পাতা।
advertisement
2/6
তিনি দীপক পরাশর। একাধারে মডেল এবং জনপ্রিয় অভিনেতা। সত্তরের দশকে বলিউডে পা রাখেন। ‘নিকাহ’ ছবিতে তাঁর অভিনয় রীতিমতো আলোড়ন ফেলে দিয়েছিল। ‘পুরানি হাভেলি’, ‘তবায়েফ’, ‘নিকাহ’, ‘ইনসাফ কা তরাজু’, ‘চন্দ্রমুখী’, ‘নীম নীম শহদ শহদ’, ‘কভি কভি’, ‘কানুন’, ‘চন্দ্রকান্তা’, ‘আন্ধিয়াঁ’-এর মতো একাধিক জনপ্রিয় সিনেমায় চুটিয়ে অভিনয় করেছেন। এখন ৭২ বছর বয়সে একাকী জীবন কাটাচ্ছেন অভিনেতা।
তিনি দীপক পরাশর। একাধারে মডেল এবং জনপ্রিয় অভিনেতা। সত্তরের দশকে বলিউডে পা রাখেন। ‘নিকাহ’ ছবিতে তাঁর অভিনয় রীতিমতো আলোড়ন ফেলে দিয়েছিল। ‘পুরানি হাভেলি’, ‘তবায়েফ’, ‘নিকাহ’, ‘ইনসাফ কা তরাজু’, ‘চন্দ্রমুখী’, ‘নীম নীম শহদ শহদ’, ‘কভি কভি’, ‘কানুন’, ‘চন্দ্রকান্তা’, ‘আন্ধিয়াঁ’-এর মতো একাধিক জনপ্রিয় সিনেমায় চুটিয়ে অভিনয় করেছেন। এখন ৭২ বছর বয়সে একাকী জীবন কাটাচ্ছেন অভিনেতা।
advertisement
3/6
১৯৫২ সালের ২ এপ্রিল এক পঞ্জাবি হিন্দু পরিবারে জন্ম হয় দীপকের। দিল্লি ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন। ছোট থেকেই শরীরচর্চার শখ ছিল। ভারতের প্রথম ‘মিঃ ইন্ডিয়া’-ও হন। এরপর শুরু করেন মডেলিং। সেখান থেকে পা রাখেন রূপালি পর্দায়। বিগ বস-এর প্রথম সিজনের প্রতিযোগিও ছিলেন তিনি। বলিউডে অনীতা রেড্ডি এবং জীনাত আমনের সঙ্গে নাম জড়িয়েছিল দীপকের। তবে ফিল্ম ইন্ডাস্ট্রির কোনও অভিনেত্রীর সঙ্গে সংসার করার ইচ্ছা ছিল না তাঁর। মা-ও রাজি হননি। তাই এই সম্পর্ক আর বিয়ে পর্যন্ত গড়ায়নি।
১৯৫২ সালের ২ এপ্রিল এক পঞ্জাবি হিন্দু পরিবারে জন্ম হয় দীপকের। দিল্লি ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন। ছোট থেকেই শরীরচর্চার শখ ছিল। ভারতের প্রথম ‘মিঃ ইন্ডিয়া’-ও হন। এরপর শুরু করেন মডেলিং। সেখান থেকে পা রাখেন রূপালি পর্দায়। বিগ বস-এর প্রথম সিজনের প্রতিযোগিও ছিলেন তিনি। বলিউডে অনীতা রেড্ডি এবং জীনাত আমনের সঙ্গে নাম জড়িয়েছিল দীপকের। তবে ফিল্ম ইন্ডাস্ট্রির কোনও অভিনেত্রীর সঙ্গে সংসার করার ইচ্ছা ছিল না তাঁর। মা-ও রাজি হননি। তাই এই সম্পর্ক আর বিয়ে পর্যন্ত গড়ায়নি।
advertisement
4/6
সিদ্ধার্থ কাননকে দেওয়া সাক্ষাৎকারে দীপক বলেন, সরিতা নামের তাঁর এক ফ্যান মায়ের সঙ্গে অটোগ্রাফ নিতে এসেছিলেন। তাঁকে দেখেই প্রেমে পড়ে যান অভিনেতা। পরে বিয়ের প্রস্তাব দেন। মাত্র ২ মাসের মধ্যে দীপক ও সরিতার বিয়ে হয়। কোল আলো করে সন্তানও আসে। বিয়ের আড়াই বছরের মাথায় ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে পড়েন অভিনেতা। দাঁড়ানোর ক্ষমতা ছিল না। অপারেশন হয়। পায়ে ১৮৩টা সেলাই পড়ে। চিকিৎসকরা বলেছিলেন, পা বাদ দিতে হবে। কোনওরকমে সুস্থ হন। কিন্তু এই দুর্ঘটনায় দীপকের জীবনের মোড় ঘুরিয়ে দেয়। তাঁকে ছেড়ে চলে যান স্ত্রী।
সিদ্ধার্থ কাননকে দেওয়া সাক্ষাৎকারে দীপক বলেন, সরিতা নামের তাঁর এক ফ্যান মায়ের সঙ্গে অটোগ্রাফ নিতে এসেছিলেন। তাঁকে দেখেই প্রেমে পড়ে যান অভিনেতা। পরে বিয়ের প্রস্তাব দেন। মাত্র ২ মাসের মধ্যে দীপক ও সরিতার বিয়ে হয়। কোল আলো করে সন্তানও আসে। বিয়ের আড়াই বছরের মাথায় ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে পড়েন অভিনেতা। দাঁড়ানোর ক্ষমতা ছিল না। অপারেশন হয়। পায়ে ১৮৩টা সেলাই পড়ে। চিকিৎসকরা বলেছিলেন, পা বাদ দিতে হবে। কোনওরকমে সুস্থ হন। কিন্তু এই দুর্ঘটনায় দীপকের জীবনের মোড় ঘুরিয়ে দেয়। তাঁকে ছেড়ে চলে যান স্ত্রী।
advertisement
5/6
মেয়ের বয়স তখন ৭ মাস। দীপকের অভিযোগ, ওই কঠিন সময়ে স্ত্রী মেয়ে, টাকা, গয়না এবং সমস্ত মূল্যবান জিনিসপত্র নিয়ে তাঁকে ছেড়ে চলে যান। আজও তিনি জানেন না, স্ত্রী কোথায় আছেন। মেয়েরও কোনও খোঁজখবর পান না। দীপকের অনুমান, মেয়ের এখন ৩৪ বছর বয়স হবে।
মেয়ের বয়স তখন ৭ মাস। দীপকের অভিযোগ, ওই কঠিন সময়ে স্ত্রী মেয়ে, টাকা, গয়না এবং সমস্ত মূল্যবান জিনিসপত্র নিয়ে তাঁকে ছেড়ে চলে যান। আজও তিনি জানেন না, স্ত্রী কোথায় আছেন। মেয়েরও কোনও খোঁজখবর পান না। দীপকের অনুমান, মেয়ের এখন ৩৪ বছর বয়স হবে।
advertisement
6/6
এই ঘটনার পর বিয়ের উপর থেকে বিশ্বাস উঠে গিয়েছে দীপকের। ১৬ বছর লিভ ইন-এ ছিলেন। ২০২০ সালে তাঁর লিভ ইন পার্টনার নীরজার মৃত্যু হয়। একসময় তাঁর পুরুষত্ব নিয়ে প্রশ্ন উঠেছিল। কেউ তাঁকে ‘সমকামী’ বলতেন। আবার কেউ দাগিয়ে দিতেন ‘হোমোসেক্সুয়াল’ বলে। জুম চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এই বিতর্কেরও জবাব দিয়েছেন দীপক, “আমি সমকামী নই। এক সাংবাদিক চটকদার হেডলাইন তৈরির জন্য আমাকে ফাঁসিয়েছিলেন।”
এই ঘটনার পর বিয়ের উপর থেকে বিশ্বাস উঠে গিয়েছে দীপকের। ১৬ বছর লিভ ইন-এ ছিলেন। ২০২০ সালে তাঁর লিভ ইন পার্টনার নীরজার মৃত্যু হয়। একসময় তাঁর পুরুষত্ব নিয়ে প্রশ্ন উঠেছিল। কেউ তাঁকে ‘সমকামী’ বলতেন। আবার কেউ দাগিয়ে দিতেন ‘হোমোসেক্সুয়াল’ বলে। জুম চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এই বিতর্কেরও জবাব দিয়েছেন দীপক, “আমি সমকামী নই। এক সাংবাদিক চটকদার হেডলাইন তৈরির জন্য আমাকে ফাঁসিয়েছিলেন।”
advertisement
advertisement
advertisement