Debolinaa Nandy: 'কেন আমায় বাঁচাল...'? হাসপাতালে শুয়ে ফের মুখ খুললেন দেবলীনা, শেষ মুহূর্তে বাঁচতে কাকে ফোন করেছিলেন? জানুন
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
Debolinaa Nandy: লাইভে দেবলীনা জানিয়েছেন, ‘আমি অনেক চেষ্টা করলাম, কিন্তু পারলাম না, সব কিছুর একটা সীমা আছে...’। এরপরেই চরম কিছু ঘটানোর সিদ্ধান্ত নেন। যদিও এই মুহূর্তে দেবলীনার শারিরীক অবস্থা স্থিতিশীল। দেবলীনার প্রিয় বন্ধু ও জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার এবং অভিনেতা সায়কের ফেসবুক লাইভে জানিয়েছেন দেবলীনার কথা।
*সোশ্যাল মিডিয়ায় রবিবার রাতে সঙ্গীতশিল্পী দেবলীনা নন্দীর অসুস্থতার খবর প্রকাশ্যে আসতেই তীব্র আলোড়ন পড়ে যায়। নানা জল্পনা ছড়িয়ে পড়ে, শুধু শারীরিক অসুস্থতা নয়, মানসিক চাপে তিনি চরম সিদ্ধান্ত নেওয়ার পথে এগিয়েছিলেন বলে দাবি অনেকের। নিজেও সোশ্যাল মিডিয়ায় লাইভ করে সংসার ও ব্যক্তিগত জীবনের অশান্তির কথা প্রকাশ করেন। অসুস্থ হওয়ার পরে তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তি করতে হয়।
advertisement
advertisement
*লাইভে দেবলীনা স্পষ্ট জানিয়েছেন, ‘আমি অনেক চেষ্টা করলাম, কিন্তু পারলাম না, সব কিছুর একটা সীমা আছে...’। এরপরেই চরম কিছু ঘটানোর সিদ্ধান্ত নেন। যদিও এই মুহূর্তে দেবলীনার শারিরীক অবস্থা স্থিতিশীল। দেবলীনার প্রিয় বন্ধু ও জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার এবং অভিনেতা সায়কের ফেসবুক লাইভে জানিয়েছেন দেবলীনার কথা। এরপর তাঁর ভিডিওতেই মুখ খোলেন দেবলীনা নিজেও। স্পষ্ট করে জানান, রবিবার রাতে ঠিক কী ঘটেছিল।
advertisement
advertisement
advertisement
*অন্য এক অভিনেতার লাইভে এসে দেবলীনা জানান, "আমি হাফ কাজ করতে চাইনি, পুরো কাজ করতে চেয়েছিলাম। দরকার ছিল না এই সেকেন্ড চান্সের। মরে গেলে সব ল্যাটা চুকেই যেত।" দেবলীনা বলেন, "যখন সব ওষুধ খাওয়া হয়ে গিয়েছে। তখন প্রথমে মনে হয়েছিল, প্রবাহকে মেসেজ করি, কিন্তু জানতাম ওই মেসেজের উত্তর আসবে না। তারপর সায়ককে মেসেজ করি সব জানিয়ে মেসেজ করি। চোখ জুড়িয়ে আসছিল ঘুমের ওষুধ খেয়ে। তখনও ভগবানকে বলছিলাম, সব ঠিক করে দাও। আর কোনও সমস্যা হবে না। ভাবতেই পারি না একসময়। মা নয় সংসার, নয় স্বামী এরকম প্রশ্নের সম্মুখীন হব। সবটা উল্টে গেল, বিয়ের আগে আমি নিজেকে, গানকে, মাকে, সবচেয়ে বেশি ভালবেসেছি। বিয়ের পর সবচেয়ে বেশি ভালবাসি স্বামী প্রবাহকে। তারপর মা, গান এবং আমি। পুরোটাই যেন বদলে গেল।"
advertisement
advertisement
advertisement
*চন্দননগরের ছেলে, দার্জিলিংয়ের সেন্ট পলস স্কুল থেকে পড়াশোনা। এই মুহূর্তে এয়ার ইন্ডিয়া বিমান সংস্থার সঙ্গে যুক্ত পাইলট প্রবাহ নন্দী। কেরিয়ারের শুরুতে মুম্বইয়ে কাটিয়েছেন। তারপর কলকাতা। সূত্রের খবর, দেবলীনার সঙ্গে প্রবাহের পরিচয় সোশাল মিডিয়া সূত্রেই। তারপর বন্ধুত্ব, ভাললাগা, প্রেম এবং বিয়ে। ২০২৪ সালে সাত পাকে বাঁধা পড়েন।
advertisement
((DISCLAIMER:This news piece may be triggering. If you or someone you know needs help, call any of these helplines: Aasra (Mumbai) 022-27546669, Sneha (Chennai) 044-24640050, Sumaitri (Delhi) 011-23389090, Cooj (Goa) 0832- 2252525, Jeevan (Jamshedpur) 065-76453841, Pratheeksha (Kochi) 048-42448830, Maithri (Kochi) 0484-2540530, Roshni (Hyderabad) 040-66202000, Lifeline 033-64643267 (Kolkata))









