ওয়েব সিরিজে ডেবিউ দেবলীনা দত্তের, কালিম্পংয়ে ‘ক্রাইম’-এ জড়িয়ে পড়লেন অভিনেত্রী!
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
Debolina Dutta in Kalimpong Crimes: 'কালিম্পং ক্রাইমস' একটি থ্রিলারধর্মী ওয়েব সিরিজ। আগামী ৬ অগাস্ট মুক্তি পাবে এই সিরিজ।
ওয়েব মাধ্যমে ইনিংস শুরু করতে চলেছেন দেবলীনা দত্ত ও সৃজনী মিত্র মুস্তাফি। ক্লিক-এর নতুন ওয়েব সিরিজ 'কালিম্পং ক্রাইমস'-এর মুখ্য চরিত্রে দেখা যাবে তাঁদের। এই সিরিজের পরিচালক তপন সাহা। দেবলীনাকে দেখা যাবে সিআইডি তদন্তকারী সায়নী ব্রহ্মর চরিত্রে। তাছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন অর্জুন চক্রবর্তী, পায়েল মুখোপাধ্যায়, ত্রম্বক রায়চৌধুরী, রানা বসু ঠাকুর। Story: Arunima Dey
advertisement
advertisement
advertisement
একটি ছবির শ্যুটিং-এর দল কালিম্পং পৌঁছয়। তারপরই ঘটে যায় নানা ঘটনা। কালিম্পংয়ের কুয়াশাচ্ছন্ন ডেলো'তে একটি পুরনো ব্রিটিশ ট্যুরিস্ট লজে শুরু হয় ঘটনাপ্রবাহ। এই দলে রয়েছেন দুজন নায়িকা, একজন প্রযোজক, একজন প্রযোজকের ভাই, একজন নায়ক, একজন সিনেমাটোগ্রাফার, একজন পরিচালক, একজন ম্যানেজার, একজন চিত্রনাট্যকার, একজন খলনায়ক ও দু’জন সহকারী পরিচালক।
advertisement
এরই সঙ্গে এক বিচিত্র ডাক্তার রায়চৌধুরী এসে ডেলোয় পৌঁছয়, যার পুরোনো দিনের অস্ত্র সংগ্রহের শখ রয়েছে। একদিকে গল্পের ভেতরে তৈরি হওয়া ছবির নায়ক, দুই অভিনেত্রীর সঙ্গে ঘনিষ্ঠ হতে থাকে। অন্যদিকে প্রযোজক দয়াল ও সায়রা নামে এক অভিনেত্রীর মধ্যেও কুৎসিত বিবাদ শুরুর হয়। দুই নায়িকা, মল্লিকা এবং সায়রার মধ্যে জটিলতা বাড়তে থাকে। সেই রাতেই অস্বাভাবিক মৃত্যু হয় সায়রার।
advertisement
ঘটনাস্থলে, নিহারিকা সেন নামে একজন গোয়েন্দার আবির্ভাব হয়। তিনি তদন্ত শুরু করেন। পুলিশ একজন বিশেষ তদন্তকারীকে এই মামলায় নিযুক্ত করে। একজন মহিলা সিআইডি অফিসার - সায়নী ব্রহ্ম। তারপরই নিকটবর্তী নদীতে একটি ভাসমান মৃতদেহ হিসাবে ডাক্তারের দেহ পাওয়া যায়। সন্দেহ ও পাল্টা সন্দেহে - গল্পের প্রতিটি চরিত্রেরই 'সন্দেহজনক উদ্দেশ্য' রয়েছে বলে মনে হতে থাকে। এমনকি প্রযোজককেও রহস্যজনকভাবে হত্যা করা হয়। কে আসল খুনি? সায়নী কি পারবে তদন্তের কিনারা করতে? জানতে দেখুন এই সিরিজ।