Debina Bonnerjee: ওজনের জন্য 'ছোট হাতি', 'মিনি হাতি' তকমা! নিজেকে নিয়ে বিস্ফোরক বাঙালিনী দেবিনা

Last Updated:
Debina Bonnerjee: ছিপছিপে মেদহীন চেহারা না হলেই উড়ে আসে নানা ধরনের তির্যক মন্তব্য। দেবিনা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রেও ব্যতিক্রম হয়নি। ওজন নিয়ে একাধিক কটূক্তির শিকার হতে হয়েছে তাঁকে। সম্প্রতি সেই বিষয়েই কথা বললেন তিনি।
1/5
ওজন নিয়ে তারকাদের কটাক্ষ নতুন কিছু নয়। ছিপছিপে মেদহীন চেহারা না হলেই উড়ে আসে নানা ধরনের তির্যক মন্তব্য। দেবিনা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রেও ব্যতিক্রম হয়নি। ওজন নিয়ে একাধিক কটূক্তির শিকার হতে হয়েছে তাঁকে। সম্প্রতি সেই বিষয়েই কথা বললেন তিনি।
ওজন নিয়ে তারকাদের কটাক্ষ নতুন কিছু নয়। ছিপছিপে মেদহীন চেহারা না হলেই উড়ে আসে নানা ধরনের তির্যক মন্তব্য। দেবিনা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রেও ব্যতিক্রম হয়নি। ওজন নিয়ে একাধিক কটূক্তির শিকার হতে হয়েছে তাঁকে। সম্প্রতি সেই বিষয়েই কথা বললেন তিনি।
advertisement
2/5
দেবিনা বলেন, "তোমরা আমাকে ছোট হাতি, মিনি হাতি বলে কটাক্ষ করো। কিন্তু এই কথাগুলো আমার কানে সঙ্গীতের মতো। আমি শুধু মনে করি, পরিশ্রম থামানো উচিৎ নয়।"
দেবিনা বলেন, "তোমরা আমাকে ছোট হাতি, মিনি হাতি বলে কটাক্ষ করো। কিন্তু এই কথাগুলো আমার কানে সঙ্গীতের মতো। আমি শুধু মনে করি, পরিশ্রম থামানো উচিৎ নয়।"
advertisement
3/5
দেবিনা জানান, ট্রোল-কটাক্ষ নিয়ে তিনি বিশেষ ভাবিত নন। নানা সময় একাধিক কটূক্তির মুখে পড়তে হয় অভিনেত্রীকে। কিন্তু সেগুলিকে তিনি ইতিবাচক বলেই মনে করেন। নিজেকে আরও উন্নত করে তোলার জন্য পরিশ্রম করেন।
দেবিনা জানান, ট্রোল-কটাক্ষ নিয়ে তিনি বিশেষ ভাবিত নন। নানা সময় একাধিক কটূক্তির মুখে পড়তে হয় অভিনেত্রীকে। কিন্তু সেগুলিকে তিনি ইতিবাচক বলেই মনে করেন। নিজেকে আরও উন্নত করে তোলার জন্য পরিশ্রম করেন।
advertisement
4/5
ওজন বেড়ে যাওয়ার জন্য অনেক সময় ঢিলে পোশাক পরেন দেবিনা। তবে তিনি মোটেই এমনটা করতে চান না। তিনি বলেন, "আমি আবার বিকিনি পরতে চাই। যেমন মলদ্বীপে পরেছিলাম। আমি সেটারই স্বপ্ন দেখি। তার জন্য পরিশ্রমও করছি।"
ওজন বেড়ে যাওয়ার জন্য অনেক সময় ঢিলে পোশাক পরেন দেবিনা। তবে তিনি মোটেই এমনটা করতে চান না। তিনি বলেন, "আমি আবার বিকিনি পরতে চাই। যেমন মলদ্বীপে পরেছিলাম। আমি সেটারই স্বপ্ন দেখি। তার জন্য পরিশ্রমও করছি।"
advertisement
5/5
প্রথম সন্তান জন্ম দেওয়ার চার মাসের মধ্যে দ্বিতীয় সন্তান আসার খবর জানিয়েছিলেন গুরমিত এবং দেবিনা। এত অল্প সময়ের ব্যবধানে ফের অন্তঃসত্ত্বা হয়ে পড়ায় কম কটাক্ষ ধেয়ে আসেনি অভিনেত্রীর দিকে! তবে নেতিবাচকতাকে তোয়াক্কা করেননি তিনি।
প্রথম সন্তান জন্ম দেওয়ার চার মাসের মধ্যে দ্বিতীয় সন্তান আসার খবর জানিয়েছিলেন গুরমিত এবং দেবিনা। এত অল্প সময়ের ব্যবধানে ফের অন্তঃসত্ত্বা হয়ে পড়ায় কম কটাক্ষ ধেয়ে আসেনি অভিনেত্রীর দিকে! তবে নেতিবাচকতাকে তোয়াক্কা করেননি তিনি।
advertisement
advertisement
advertisement