'সর্বজয়া' ধারাবাহিকের সঙ্গে মহিলারা বিশেষ করে নিজেদের একাত্ম করতে পারবেন। এই ধারাবাহিক এক গৃহবধূর গল্প বলে। পরিবারের সুখের জন্য সে নিজের স্বপ ও ইচ্ছেকে বিসর্জন দেয়। সন্তানদের বড় করতে গিয়ে নিজের কথা একবারও ভাবেনি সর্বজয়া। শুধু তার স্বামী তাকে বোঝার চেষ্টা করে। ভাগ্যের ফেরে সর্বজয়াকে বাড়ি ও বাইরের দায়িত্ব নিতে হয়। সে কি পারবে সব দিক সামলাতে?
দেবশ্রী রায় ও সর্বজয়ার মধ্যে মিল কতটা? এই প্রসঙ্গে তিনি বললেন, 'সর্বজয়ার সঙ্গে আমার কিছুটা মিল পাওয়া গেলেও পুরোটা মিল পাওয়া যাবে না। দেবশ্রী রায় চ্যালেঞ্জ নিতে পিছ পা হয় না। আমাকে চ্যালেঞ্জ ছুড়ে দিলে, আমি সেটা করে দেখাবো। সর্বজয়া খুব ঘরোয়া। আমিও বাড়িতে রান্না করি, সকলের দায়িত্ব নিই। কিন্তু সর্বজয়া শুধু ঘরোয়া ভাবে দায়িত্ব নেয়। আমি অন্য ভাবে নিয়ে থাকি।
'
'সর্বজয়া'-এ কী এমন ছিল, যা দেবশ্রী রায়কে আকৃষ্ট করলো, কেন তিনি এই চরিত্র করতে রাজি হলেন ? এই প্রশ্নের উত্তরে নায়িকা বললেন, 'ধারাবাহিকটির গল্প যখন আমাকে শোনানো হয়েছিল, এই চরিত্রে মধ্যে থাকা নিষ্পাপ বিষয়টা আমাকে আকৃষ্ট করেছিল। সর্বজয়া কেমন যেন ঝরনার মতো, আপন গতিতে বয়ে চলেছে। ও সকলকে আপন করে নিতে পারে। চরিত্রটির মধ্যে সেড রয়েছে, একটা জার্নি রয়েছে। আমার মনে হয় দর্শকের ভাল লাগবে এই গল্প। ১০ বছর আমি রাজনৈতিক কারণে ও স্বেচ্ছাসেবী সংস্থায় সময় দিতে গিয়ে অভিনয় করতে পারিনি। অনুরাগীদের জন্যই আবার ফিরে আসা।'