Saurav Darshana Wedding: চোখ ধাঁধানো আসর! হলুদ শাড়ি-সোনার গয়নায় গায়েহলুদ দর্শনার... ছকভাঙা সাজে নজির

Last Updated:
Saurav Darshana Wedding: টলিপাড়ার এই জুটি বিবাহ ঘোষণা সকলকে চমকে দিয়েছিল গত মাসের শেষের দিকে। তার পর ১৭ দিনে কেটে গেল।
1/5
টলিপাড়ায় আপাতত জোরকদমে চলছে বিয়ের মরশুম। সম্প্রতি গাঁটছড়া বেঁধেছেন অভিনেত্রী সন্দীপ্তা সেন এবং সৌম্য় মুখোপাধ্য়ায়। তারপরেই আজ শুক্রবার গাঁটছড়া বাঁধছেন টলিপাড়ার আরও এক হেভিওয়েট অভিনেতা সৌরভ দাস এবং মডেল-অভিনেত্রী দর্শনা বণিক।
টলিপাড়ায় আপাতত জোরকদমে চলছে বিয়ের মরশুম। সম্প্রতি গাঁটছড়া বেঁধেছেন অভিনেত্রী সন্দীপ্তা সেন এবং সৌম্য় মুখোপাধ্য়ায়। তারপরেই আজ শুক্রবার গাঁটছড়া বাঁধছেন টলিপাড়ার আরও এক হেভিওয়েট অভিনেতা সৌরভ দাস এবং মডেল-অভিনেত্রী দর্শনা বণিক।
advertisement
2/5
আমেরিকা থেকে দর্শনার দাদারাও এসে গিয়েছেন। শুক্রবার সকাল থেকে গায়েহলুদের অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে। হলুদ শাড়ি আর হলুদ ব্লাউজে সেজেছেন দর্শনা। সঙ্গে মানানসই গয়না।
আমেরিকা থেকে দর্শনার দাদারাও এসে গিয়েছেন। শুক্রবার সকাল থেকে গায়েহলুদের অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে। হলুদ শাড়ি আর হলুদ ব্লাউজে সেজেছেন দর্শনা। সঙ্গে মানানসই গয়না।
advertisement
3/5
হলুদ সিল্ক, স্লিভলেস ব্লাউজে শাঁখা-পলায় সেজে সৌরভের নামের হলুদ গায়ে ছোঁয়ালেন দর্শনা।
হলুদ সিল্ক, স্লিভলেস ব্লাউজে শাঁখা-পলায় সেজে সৌরভের নামের হলুদ গায়ে ছোঁয়ালেন দর্শনা।
advertisement
4/5
বণিক বাড়িতে আজ আনন্দের সমাগম। কিন্তু একজনই নেই। যাঁর অনুপস্থিতি প্রতি মুহূর্তে চোখে জল আনে সকলের। তিনি, দর্শনার মা। ২০১৬ সালে ক্যানসারে আক্রান্ত হয়ে চলে যান তিনি।
বণিক বাড়িতে আজ আনন্দের সমাগম। কিন্তু একজনই নেই। যাঁর অনুপস্থিতি প্রতি মুহূর্তে চোখে জল আনে সকলের। তিনি, দর্শনার মা। ২০১৬ সালে ক্যানসারে আক্রান্ত হয়ে চলে যান তিনি।
advertisement
5/5
নায়িকার কথায়, ‘‘এই সময়ে মা থাকলে কী ভাল হত। সবসময়েই মনে হয় সেটা। বাবাকে ছেড়ে শ্বশুরবাড়ি যাওয়াটা খুবই কঠিন। কিন্তু আমার বাবা পুরো ‘ড্যাডি কুল।’ আমাকে আর দাদাকে বাবা-ই শক্ত হতে শিখিয়েছে।’’
নায়িকার কথায়, ‘‘এই সময়ে মা থাকলে কী ভাল হত। সবসময়েই মনে হয় সেটা। বাবাকে ছেড়ে শ্বশুরবাড়ি যাওয়াটা খুবই কঠিন। কিন্তু আমার বাবা পুরো ‘ড্যাডি কুল।’ আমাকে আর দাদাকে বাবা-ই শক্ত হতে শিখিয়েছে।’’
advertisement
advertisement
advertisement