জুটিতে বনি-দর্শনা,গ্রামবাংলা এবং শহরকে কেন্দ্র করে বন্ধুত্বের গল্প বলবে নতুন বাংলা ছবি

Last Updated:
ছয়-সাত বছরের ছেলে পাটু, তিনকুলের কেউ নেই। বৃদ্ধা ঠাকুমার সঙ্গে বাস করে পশ্চিমবঙ্গের এক প্রত্যন্ত গ্রামে। মা তার কবেই মারা গিয়েছে। বাবা তাদের ছেড়ে চলে গিয়েছে শহরে।
1/6
প্রথমবার দর্শনা বণিক আর বনি সেনগুপ্ত একসঙ্গে, একটি সম্পূর্ণ ভিন্নধর্মী গল্পে। একজন মানুষের জীবনের বন্ধু কতটা গুরুত্বপূর্ণ তা নিয়ে ছবির গল্প। ছবির মুখ‍্য চরিএে তৃষাণজিৎ, বনি সেনগুপ্ত এবং দর্শনা বনিক। প্রকাশ্যে ছবির নাম
প্রথমবার দর্শনা বণিক আর বনি সেনগুপ্ত একসঙ্গে, একটি সম্পূর্ণ ভিন্নধর্মী গল্পে। একজন মানুষের জীবনের বন্ধু কতটা গুরুত্বপূর্ণ তা নিয়ে ছবির গল্প। ছবির মুখ‍্য চরিএে তৃষাণজিৎ, বনি সেনগুপ্ত এবং দর্শনা বনিক। প্রকাশ্যে ছবির নাম "কেয়ার অফ এ জার্নি"। ছবির পরিচালনার দ্বায়িত্বে রয়েছেন পরিচালক প্রতীক সরকার৷
advertisement
2/6
এই প্রথমবার দর্শনা বণিক-কে আমরা দেখতে পাবো খুব অন‍্যরকম একটি চরিত্রে, এবং গল্পের চরিএটি ভীষণ রকম চ‍্যালেঞ্জিং। গল্পের প্রেক্ষাপট গ্রামবাংলা এবং শহর কেন্দ্রিক। ছয়-সাত বছরের ছেলে পাটু, তিনকুলের কেউ নেই। বৃদ্ধা ঠাকুমার সঙ্গে বাস করে পশ্চিমবঙ্গের এক প্রত্যন্ত গ্রামে। মা তার কবেই মারা গিয়েছে। বাবা তাদের ছেড়ে চলে গিয়েছে শহরে। আর সেই বাবার সন্ধানেই একদিন গরমের ছুটিতে কাউকে না জানিয়ে পাটু একা পাড়ি দেয় শহরের উদ্দেশ্য। কিন্তু এ শহরে তো সে কাউকে চেনে না, একা এই শহরে।
এই প্রথমবার দর্শনা বণিক-কে আমরা দেখতে পাবো খুব অন‍্যরকম একটি চরিত্রে, এবং গল্পের চরিএটি ভীষণ রকম চ‍্যালেঞ্জিং। গল্পের প্রেক্ষাপট গ্রামবাংলা এবং শহর কেন্দ্রিক। ছয়-সাত বছরের ছেলে পাটু, তিনকুলের কেউ নেই। বৃদ্ধা ঠাকুমার সঙ্গে বাস করে পশ্চিমবঙ্গের এক প্রত্যন্ত গ্রামে। মা তার কবেই মারা গিয়েছে। বাবা তাদের ছেড়ে চলে গিয়েছে শহরে। আর সেই বাবার সন্ধানেই একদিন গরমের ছুটিতে কাউকে না জানিয়ে পাটু একা পাড়ি দেয় শহরের উদ্দেশ্য। কিন্তু এ শহরে তো সে কাউকে চেনে না, একা এই শহরে।
advertisement
3/6
বাবাকে খুঁজে চলেছে সে। হঠাৎ দেখা হয় বামা নামক একজনের সঙ্গে। যদিও বামা বয়সে অনেকটাই বড়ো পাটুর থেকে। কিন্তু তাদের মধ্যে বন্ধুত্ব বাড়তে থাকে। শুরু হয় গল্পের মূল প্লট। আর তার সঙ্গে গল্পের আর একজন প্রধান চরিত্রে রুমেলা। আর এই রুমেলার চরিত্রে দর্শনা বণিক৷
বাবাকে খুঁজে চলেছে সে। হঠাৎ দেখা হয় বামা নামক একজনের সঙ্গে। যদিও বামা বয়সে অনেকটাই বড়ো পাটুর থেকে। কিন্তু তাদের মধ্যে বন্ধুত্ব বাড়তে থাকে। শুরু হয় গল্পের মূল প্লট। আর তার সঙ্গে গল্পের আর একজন প্রধান চরিত্রে রুমেলা। আর এই রুমেলার চরিত্রে দর্শনা বণিক৷
advertisement
4/6
ছবিতে থাকবে বেশ কয়েকটি গান। ছবির সিনেমাটোগ্রাফি করছেন সুপ্রিয় দত্ত। ছবির শুটিং হবে কলকাতা শহরে ও তার আশপাশে। এক মাটির গল্প বলবে এই
ছবিতে থাকবে বেশ কয়েকটি গান। ছবির সিনেমাটোগ্রাফি করছেন সুপ্রিয় দত্ত। ছবির শুটিং হবে কলকাতা শহরে ও তার আশপাশে। এক মাটির গল্প বলবে এই "কেয়ার অফ এ জার্নি"। ছবিটি মুক্তি পাবে "মহাদিগন্ত কমিউনিকেশন এন্ড নেটওয়ার্ক" এর ব্যানারে ময়ূখ দাসের প্রযোজনাতে।
advertisement
5/6
অভিনেএী দর্শনা বণিক জানান
অভিনেএী দর্শনা বণিক জানান "এটা একটা বন্ধুত্বের গল্প। বন্ধুত্বের কোনো সীমা হয় না। বামা আর পাটুর এবং সঙ্গে রুমেলার বন্ধুত্ব এই ছবির প্রাণ। পুরোপুরি মাটির গল্প বলবে এই ছবি। আমি প্রথমবার সম্পূর্ণ আলাদা চরিএে নিজেকে ধরা দেবো, একটু ভিন্নধর্মী চরিএের খিদে সমস্ত অভিনেতা অভিনেত্রী রয়েছে। আমার কাছে রুমেলার চরিএ খুবই চ‍্যালেঞ্জিং।আশা করছি দর্শকদের ভাল লাগবে"।
advertisement
6/6
ছবির চিত্রনাট্য লিখছেন ঋষি ঘটক ও শিঞ্জন বসু। এবার ছবিটি ফ্লোরে যাওয়া শুধু সময়ের অপেক্ষা।
ছবির চিত্রনাট্য লিখছেন ঋষি ঘটক ও শিঞ্জন বসু। এবার ছবিটি ফ্লোরে যাওয়া শুধু সময়ের অপেক্ষা।
advertisement
advertisement
advertisement