Chiranjeevi: এই অভিনেত্রীকে চেনেন? একমাত্র নায়িকা যিনি চিরঞ্জীবীর প্রেমিকা, স্ত্রী, বোন ও মায়ের ভূমিকায় অভিনয় করেছেন
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
সুদীর্ঘ কেরিয়ারে চিরঞ্জীবীর সঙ্গে অভিনয় করেছেন অনেক নায়িকাই। আশি-নব্বইয়ের দশকের পর্দা কাঁপানো অভিনেত্রী থেকে শুরু করে হাল আমলের তরুণী অভিনেত্রী। তালিকা অনেক লম্বা।
advertisement
advertisement
advertisement
নায়িকা হিসাবে কেরিয়ার শুরু করেন সুজাতা। তবে বোন, মা, স্ত্রী কিংবা প্রেমিকা - অভিনয় করেছেন সব ভূমিকাতেই। ১৯৮০ সালে মাল্টি স্টারার মুভি ‘প্রেমা নাওয়ালাসু’ ছবিতে চিরঞ্জীবীর বান্ধবীর ভূমিকায় অভিনয় করেছিলেন সুজাতা। ছবির শেষ দৃশ্যে বিয়ে হয় তাঁদের। অর্থাৎ একই সঙ্গে বান্ধবী ও স্ত্রীর ভূমিকায় অভিনয় করেন সুজাতা।
advertisement
এই ছবিটি ছিল হিন্দি ব্লকব্লাস্টার ‘মুকাদ্দর কি সিকান্দার’-এর রিমেক। দক্ষিণে ব্যাপক ব্যবসা করেছিল ‘প্রেমা নাওয়ালাসু’। এখনও এই ছবির কথা তেলেগু দর্শকদের মুখে মুখে ফেরে। এর ২ বছর পর মুক্তি পায় ‘সীতা দেবী’। এই ছবিতে চিরঞ্জীবীর ছোট বোনের চরিত্রে অভিনয় করেন সুজাতা। ইরাঙ্কি শর্মা পরিচালিত ‘সীতা দেবী’ সেই সময় সুপারহিট হয়েছিল।
advertisement
বিজয় বাপিনিডু পরিচালিত ‘বিগ বস’ মুক্তি পায় ১৯৯৫ সালে। এই ছবির নায়িকা ছিলেন রোজা। আর চিরঞ্জীবীর মায়ের ভূমিকায় অভিন্য় করেছিলেন সুজাতা। তিনিই দক্ষিণী সুপারস্টারের মা বোন ও প্রেমিকার ভূমিকায় অভিনয় করা একমাত্র অভিনেত্রী। সেলেব্রিটি নায়ক থেকে উঠতি স্টার, সবার সঙ্গেই অভিনয় করেছেন সুজাতা। চরিত্র বাছাই নিয়ে কোনও খুঁতখুঁতানি ছিল না তাঁর। প্রায় দেড় দশকেরও বেশি সময় ধরে চুটিয়ে কাজ করেছেন বড় পর্দায়। শেষ পর্যন্ত ২০১১ সালের ৬ এপ্রিল মৃত্যু হয় তাঁর।