Kiara Advani Wedding Dress: বিয়েতে কার পোশাক পরবেন কিয়ারা? বিশেষ দিনে একই ডিজাইনারের পোশাকে ঝলমল করছিলেন এই সেলেবরাও, রইল ছবি

Last Updated:
সিদ্ধার্থ-কিয়ারার বিয়ে নিয়ে দেশ জুড়ে উৎসাহের শেষ নেই। বিয়েতে যুগলের পোশাক কেমন হবে তা নিয়েও খোঁজ খবরের হিড়িক পড়ে গিয়েছে।
1/6
সিদ্ধার্থ-কিয়ারার বিয়ে নিয়ে দেশ জুড়ে উৎসাহের শেষ নেই। বিয়েতে যুগলের পোশাক কেমন হবে তা নিয়েও খোঁজ খবরের হিড়িক পড়ে গিয়েছে। জানা গিয়েছে কিয়ারার বিয়ের ড্রেস ডিজাইন করবেন কিয়ারার ঘনিষ্ঠ বন্ধু মণীশ মালহোত্রা। আর কোন কোন তারকা তাঁদের বিয়েতে মণীশের ডিজাইন করা পোশাক পরেছেন তা জেনে নিন।
সিদ্ধার্থ-কিয়ারার বিয়ে নিয়ে দেশ জুড়ে উৎসাহের শেষ নেই। বিয়েতে যুগলের পোশাক কেমন হবে তা নিয়েও খোঁজ খবরের হিড়িক পড়ে গিয়েছে। জানা গিয়েছে কিয়ারার বিয়ের ড্রেস ডিজাইন করবেন কিয়ারার ঘনিষ্ঠ বন্ধু মণীশ মালহোত্রা। আর কোন কোন তারকা তাঁদের বিয়েতে মণীশের ডিজাইন করা পোশাক পরেছেন তা জেনে নিন।
advertisement
2/6
বিয়েতে একটি লাল রাজস্থানি ল্যাহেঙ্গায় দেখা যায় প্রীতি জিন্টাকে। এই সুন্দর লাল ল্যাহেঙ্গাটি ডিজাইন করেছেন মণীশ মালহোত্রা। (ছবি- ইনস্টাগ্রাম)।
বিয়েতে একটি লাল রাজস্থানি ল্যাহেঙ্গায় দেখা যায় প্রীতি জিন্টাকে। এই সুন্দর লাল ল্যাহেঙ্গাটি ডিজাইন করেছেন মণীশ মালহোত্রা। (ছবি- ইনস্টাগ্রাম)।
advertisement
3/6
নিজের মেহেন্দিতে আলিয়াভাট একটি গোলাপি ল্যাহেঙ্গায় নজর কাড়েন। এই সুন্দর ল্যাহেঙ্গাটিও মণীশের ডিজাইন করা। (ছবি - ইন্সাটাগ্রাম)
নিজের মেহেন্দিতে আলিয়াভাট একটি গোলাপি ল্যাহেঙ্গায় নজর কাড়েন। এই সুন্দর ল্যাহেঙ্গাটিও মণীশের ডিজাইন করা। (ছবি - ইন্সাটাগ্রাম)
advertisement
4/6
নিজের বিয়েতে একটি ক্রিমসন গোল্ড ল্যাহেঙ্গায় নজর কাড়েন উর্মিলা মাতন্ডকর। এই সুন্দর ট্র্যাডিশনাল পোশাকটিও মণীশের ডিজাইন করা।  (ছবি- ইন্সাটাগ্রাম)
নিজের বিয়েতে একটি ক্রিমসন গোল্ড ল্যাহেঙ্গায় নজর কাড়েন উর্মিলা মাতন্ডকর। এই সুন্দর ট্র্যাডিশনাল পোশাকটিও মণীশের ডিজাইন করা। (ছবি- ইন্সাটাগ্রাম)
advertisement
5/6
নিজের বিয়ের দিন সোনালি ল্যাহেল্ডায় প্রত্যেকের নজর কাড়েন অঙ্কিতা লোখান্ডে। এই সুন্দর গোল্ডেন ল্যাহেঙ্গাটি ডিজাইন করেছেন মণীশ মালহোত্রা।  (ছবি- ইন্সাটাগ্রাম)
নিজের বিয়ের দিন সোনালি ল্যাহেল্ডায় প্রত্যেকের নজর কাড়েন অঙ্কিতা লোখান্ডে। এই সুন্দর গোল্ডেন ল্যাহেঙ্গাটি ডিজাইন করেছেন মণীশ মালহোত্রা। (ছবি- ইন্সাটাগ্রাম)
advertisement
6/6
শুধু বলিউডের নায়িকারাই নয় নিজের বিয়েতে মণীশের পোশাক বেছে নিয়েছেন বলিউডের নায়করাও। নিজের ছোটবেলার প্রেম নাতাশা দালালকে বিবাহের সময়তে মণীশের পোশাকে ঝলমল করতে দেখা যায় বরুণ ধাওয়ানকে।  (ছবি- ইন্সাটাগ্রাম)
শুধু বলিউডের নায়িকারাই নয় নিজের বিয়েতে মণীশের পোশাক বেছে নিয়েছেন বলিউডের নায়করাও। নিজের ছোটবেলার প্রেম নাতাশা দালালকে বিবাহের সময়তে মণীশের পোশাকে ঝলমল করতে দেখা যায় বরুণ ধাওয়ানকে। (ছবি- ইন্সাটাগ্রাম)
advertisement
advertisement
advertisement