♦ চলতি বছর ফেব্রুয়ারিতে পেপসির নয়া অভিযান শুরু হয়েছে। স্টাইলের সঙ্গে প্রাণ খুলে বাঁচাকেই আমরা গুরুত্ব দিই।' এবার পেপসির চোখ দিয়ে প্রাণোবন্ত চারুলতা দেবীর 'সোয়্যাগ' ফুটিয়ে তোলা হয়েছে। এই বিজ্ঞাপনে বার্তা দেওয়া হয়েছে, বয়স সংখ্যা মাত্র। ৮৭ বছরেও এক ভক্তের ক্রিকেটের প্রতি ভালবাসা অটুট।