Celina Jaitly: বাবা-ছেলের সঙ্গে শারীরিক সম্পর্ক সেলিনার, দাবি পাক সাংবাদিকের, বড় পদক্ষেপ নায়িকার!
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Celina Jaitly: সেলিনা সম্প্রতি জানিয়েছেন, বিদেশ মন্ত্রক নয়া দিল্লিতে পাকিস্তান হাইকমিশনের কাছে বিষয়টি জানিয়েছে এবং অবিলম্বে তদন্ত এবং পদক্ষেপের দাবি করেছে। সেলিনা ট্যুইটারে চিঠির ছবি শেয়ার করেছেন যেটি জাতীয় মহিলা কমিশনকে পাঠিয়েছে বিদেশ মন্ত্রক।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
তিনি বিষয়টিকে জাতীয় মহিলা কমিশনের (এনসিডব্লিউ) কাছে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। NCW তারপর বিদেশ মন্ত্রকের যুগ্ম সচিবকে একটি চিঠি পাঠায়। কমিশন বিদেশ মন্ত্রকের তরফে ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছে। মন্ত্রক ঘটনাটিকে অত্যন্ত গুরুত্ব নিয়ে দেখেছে এবং অবিলম্বে তদন্ত ও ব্যবস্থা নেওয়ার জন্য নয়াদিল্লিতে পাকিস্তান হাইকমিশনের কাছে বিষয়টি জানিয়েছে।