নববর্ষের আগে আনন্দ উ‍ৎসবে মাতলেন মু্ম্বইয়ের বাঙালি সেলেবরা, দেখুন ছবি

Last Updated:
কর্মসূত্রে মুম্বইয়ে বাস । কলকাতা ছেড়েছেন বহুদিন হল । গ্ল্যামারের টানে কলকাতা থেকে দূরে আরব সাগরের তীরের ঝা চকচকে শহরটায় থাকাটাই এখন অভ্যাস । তবে যতোই হোক বাঙালি তো! উৎসবের দিনগুলোতে কলকাতার কথা তো প্রচন্ড মনে পড়ে ৷ তাই দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো মু্ম্বইয়েই বাংলা নববর্ষের আগমনে আনন্দ উ‍্যসবে মেতে উঠলেন বাঙালি সেলেবরা । আসুন দেখে নেওয়া যাক সেই অনুষ্ঠানের কিছু ছবি। ছবি: অ্যাসর্টেড মোশন পিকচার্স ৷
1/5
দেবীনা বন্দ্যোপাধ্যায় হাজির হয়েছিলেন তাঁর অভিনেতা স্বামী গুরমিত চৌধুরীকে নিয়ে ৷
দেবীনা বন্দ্যোপাধ্যায় হাজির হয়েছিলেন তাঁর অভিনেতা স্বামী গুরমিত চৌধুরীকে নিয়ে ৷
advertisement
2/5
ভুটানের সামচিতে বাড়ি হলেও জন্মসূত্রে বাঙালি পরিচালক অনির ৷ মাঝে মধ্যেই কলকাতায় চলেও আসেন ৷ তিনি ছিলেন এদিনের অনুষ্ঠানে ৷
ভুটানের সামচিতে বাড়ি হলেও জন্মসূত্রে বাঙালি পরিচালক অনির ৷ মাঝে মধ্যেই কলকাতায় চলেও আসেন ৷ তিনি ছিলেন এদিনের অনুষ্ঠানে ৷
advertisement
3/5
 হাওড়ার মেয়ে বিদিতা বাংলা ছবি দিয়ে কেরিয়ার শুরু করলেও এখন তিনি হিন্দি ছবির নায়িকা ৷ বিদিতাও এসেছিলেন ৷
হাওড়ার মেয়ে বিদিতা বাংলা ছবি দিয়ে কেরিয়ার শুরু করলেও এখন তিনি হিন্দি ছবির নায়িকা ৷ বিদিতাও এসেছিলেন ৷
advertisement
4/5
গোটা অনুষ্ঠানটির আয়োজক ছিলেন লেখক ও পরিচালক রামকমল মুখোপাধ্যায় ৷
গোটা অনুষ্ঠানটির আয়োজক ছিলেন লেখক ও পরিচালক রামকমল মুখোপাধ্যায় ৷
advertisement
5/5
অভিনেত্রী শ্বেতা বসু প্রসাদকেও দেখা গেল পার্টিতে ৷
অভিনেত্রী শ্বেতা বসু প্রসাদকেও দেখা গেল পার্টিতে ৷
advertisement
advertisement
advertisement