শরীরচর্চা-ই কাল? জিম-এ এক্সারসাইজ করতে করতেই হৃদ্যন্ত্র বিকল হয়ে মৃত্যু হয় এই তারকাদের
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
শুক্রবার সকালে প্রয়াত হন হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা সিদ্ধান্ত বীর সূর্যবংশী।বিগত সময়ে অনেক তারকারই মৃতু হয়েছে জিম-এ শরীরচর্চা করার সময় হৃদ্রোগে আক্রান্ত হয়ে। প্রত্যেকেই অতিরিক্ত শরীরচর্চা করতেন, প্রত্যেকেরই বয়স কম
শুক্রবার সকালে প্রয়াত হন হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা সিদ্ধান্ত বীর সূর্যবংশী। মৃত্যুকালে বয়স হয়েছিল ৪৬ বছর। শুক্রবার জিমে এক্সারসাইজ করার সময় আচমকাই হৃদ্যন্ত্র বিকল হয়ে মৃত্যু হয় অভিনেতার। সূত্রের খবর, অভিনেতা অসুস্থ হয়ে পড়লে তাঁকে কোকিলাবেন ধীরুভাই আম্বানী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ৪৫ মিনিট চিকিৎসার পর শেষ নিশ্বাস ত্যাগ করেন ‘কসৌটি জিন্দেগি কে’, ‘ভাগ্যবিধাতা’, ‘গৃহস্থী’, ‘ক্যায়া দিল মে হ্যায়’, ‘ওয়ারিশ’, ‘সূর্যপুত্র কর্ণ’ তারকা।
advertisement
বিগত সময়ে অনেক তারকারই মৃতু হয়েছে শরীরচর্চা করার সময় হৃদ্রোগে আক্রান্ত হয়ে। ২০২১ সালের ২ সেপ্টেম্বর ৪০ বছর বয়সে ঘুমের মধ্যে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান ছোটপর্দার জনপ্রিয় মুখ সিদ্ধার্থ শুক্লা। তিনি ‘বিগ বস’-এর ১৩ তম পর্বের বিজয়ী-ও ছিলেন। জানা যায়, মৃত্যুর দিন সন্ধ্যাবেলা মায়ের সঙ্গে আবাসনের বাইরে হাঁটতে গিয়েছিলেন। রাতের খাবার খেয়ে ঘুমোতেও যান। ঘুমের মধ্যেই হৃদ্যন্ত্র বিকল হয়ে মৃতু হয় অইনেতার। চিকিৎসকরা বলেছিলেন, অতিরিক্ত শরীরচর্চা কারণেই তাঁর শরীরের ক্ষতি হয়েছিল। হৃদ্যন্ত্র বিকল হওয়ার নেপথ্যেও দায়ী শরীরচর্চা।
advertisement
advertisement
advertisement
advertisement
২০১৩ সালে ৩৮ বছর বয়সে মারা যান টেলিভিশনের জনপ্রিয় মুখ ছিলেন আবির গোস্বামী। মুম্বইয়ের এক জিমে শরীরচর্চা করছিলেন তিনি। ট্রেডমিলে হাঁটার সময় হৃদ্যন্ত্র বিকল হয়ে পড়ে অভিনেতার। সঙ্গে সঙ্গেই মারা যান তিনি। ‘প্যার কা দর্দ হ্যায় মিঠা মিঠা প্যারা প্যারা’ ধারাবাহিকের মাধ্যমে জনপ্রিয় হলেও ২০০০ সাল থেকে বহু হিন্দি ধারাবাহিকে অভিনয় করেছিলেন তিনি। বড় পর্দায় কাজ করেছেন ‘লক্ষ্য’, ‘খাকী’, ‘ডরনা মানা হ্যায়’, ‘দ্য লেজেন্ড অফ ভগৎ সিং’-এর মতো ছবিতে।
advertisement