শ্রাবণ মাসে মঞ্চে মহাদেব বন্দনা, নাচে-গানে স্টেজেই জমজমাট গাজনের মেলা

Last Updated:
শ্রাবণ মাসে শিবের মেলা নিয়ে ভাবনা। গাজনের মেলা শুধু একটি ধর্মীয় উৎসব নয় এটি লোক সংস্কৃতি বিশ্বাস ও জনজীবনের সঙ্গে জড়িত যা মঞ্চায়নের মাধ্যমে আমাদের পরবর্তী প্রজন্মকে শিক্ষা দিতে পারে ।
1/5
নাচের আঙ্গিকেই মঞ্চে মহাদেব শিবের মেলা । শিশির মঞ্চ প্রেক্ষাগৃহে দেবলীনা চ্যাট্টোপাধ্যায়ের ভাবনায় শিবপুর ময়ূরমের শিশু শিল্পীদের উপস্থাপনা। শিবপুর ময়ূরাম নৃত্যাঙ্গন ডান্স একাডেমির১০তম জন্মদিনে নতুন কিছু করার ভাবনা ছিল। নাচে বাংলার মেলা । নাচে আবোল তাবোল । নাচে রবি ঠাকুর । সঙ্গে মঞ্চেই তাঁর লাইভ ছবি।
নাচের আঙ্গিকেই মঞ্চে মহাদেব শিবের মেলা । শিশির মঞ্চ প্রেক্ষাগৃহে দেবলীনা চ্যাট্টোপাধ্যায়ের ভাবনায় শিবপুর ময়ূরমের শিশু শিল্পীদের উপস্থাপনা। শিবপুর ময়ূরাম নৃত্যাঙ্গন ডান্স একাডেমির১০তম জন্মদিনে নতুন কিছু করার ভাবনা ছিল। নাচে বাংলার মেলা । নাচে আবোল তাবোল । নাচে রবি ঠাকুর । সঙ্গে মঞ্চেই তাঁর লাইভ ছবি।
advertisement
2/5
শ্রাবণ মাসে শিবের মেলা নিয়ে ভাবেন। গাজনের মেলা শুধু একটি ধর্মীয় উৎসব নয় এটি লোক সংস্কৃতি বিশ্বাস ও জনজীবনের সঙ্গে জড়িত যা মঞ্চায়নের মাধ্যমে আমাদের পরবর্তী প্রজন্মকে শিক্ষা দিতে পারে ।
শ্রাবণ মাসে শিবের মেলা নিয়ে ভাবেন। গাজনের মেলা শুধু একটি ধর্মীয় উৎসব নয় এটি লোক সংস্কৃতি বিশ্বাস ও জনজীবনের সঙ্গে জড়িত যা মঞ্চায়নের মাধ্যমে আমাদের পরবর্তী প্রজন্মকে শিক্ষা দিতে পারে ।
advertisement
3/5
প্রতিষ্ঠানের ১০ বছরের উদযাপনে বাংলার কৃষ্টি সংস্কৃতি নিয়ে মাটির উৎসব, গাজনের মেলা বাচ্চারা পরিবেশন করেন। জিলিপি পাঁপড় ভাজা গজা র সমাহার ছিল ।এছাড়াও ছিল নানান অনুষ্ঠান।
প্রতিষ্ঠানের ১০ বছরের উদযাপনে বাংলার কৃষ্টি সংস্কৃতি নিয়ে মাটির উৎসব, গাজনের মেলা বাচ্চারা পরিবেশন করেন। জিলিপি পাঁপড় ভাজা গজা র সমাহার ছিল ।এছাড়াও ছিল নানান অনুষ্ঠান।
advertisement
4/5
নৃত্যশিল্পী দেবলীনা চট্টোপাধ্যায় আর তাঁর শিবপুর ময়ূরম নৃত্যাঙ্গন সংস্থার ছাত্রছাত্রীরা নাচে অন্যরকম ভাবনা তুলে ধরলেন। বিশেষ করে শিবের মেলার । মঞ্চে বাঁক নিয়ে নাচ।
নৃত্যশিল্পী দেবলীনা চট্টোপাধ্যায় আর তাঁর শিবপুর ময়ূরম নৃত্যাঙ্গন সংস্থার ছাত্রছাত্রীরা নাচে অন্যরকম ভাবনা তুলে ধরলেন। বিশেষ করে শিবের মেলার । মঞ্চে বাঁক নিয়ে নাচ।
advertisement
5/5
সুকুমার রায়ের আবোল তাবোল ছাড়াও ছিল রবি ঠাকুরের সৃষ্টি। তাসের দেশ পরিবেশনার পাশপাশি লাইভ কবিগুরুর ছবি আঁকলেন সংস্থার শিল্পী। আরও ছিল আনন্দলোক নামে ধ্রুপদী নৃত্য (ভরতনাট্যম)। অনুভবের আবর্তে রবি।নাচে আবোল তাবোল ।
সুকুমার রায়ের আবোল তাবোল ছাড়াও ছিল রবি ঠাকুরের সৃষ্টি। তাসের দেশ পরিবেশনার পাশপাশি লাইভ কবিগুরুর ছবি আঁকলেন সংস্থার শিল্পী। আরও ছিল আনন্দলোক নামে ধ্রুপদী নৃত্য (ভরতনাট্যম)। অনুভবের আবর্তে রবি।নাচে আবোল তাবোল ।
advertisement
advertisement
advertisement