Worlds Most Handsome Man: বিশ্বের সবচেয়ে হ্যান্ডসাম পুরুষ কে জানেন? কী-ই বা করেন! হৃতিক, ব্র্যাডকেও টেক্কা

Last Updated:
Worlds Most Handsome Man: বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় প্রথমেই নাম রয়েছে কিম তেইহিউংয়ের। দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় পপ ব্যান্ড বিটিএস-এর অন্যতম সদস্য হলে তেইহিউং।
1/7
কথায় আছে, বিউটি লাইজ ইন দ্য আইজ অব দ্য বিহোল্ডার। অর্থাৎ সৌন্দর্যের সংজ্ঞা সকলের ক্ষেত্রে এক রকম না-ও হতে পারে। যাঁর চোখে কোনও কিছু সুন্দর মনে হবে, তাঁর কাছে সেটিই হবে সৌন্দর্যের সংজ্ঞা। তবে সম্প্রতি বিশ্বের বহু মানুষের ব্যক্তিগত পছন্দ এবং জনপ্রিয়তার নিরিখে তৈরি হয়েছে বিশ্বের সেরা ১০ সুদর্শন পুরুষের তালিকা। প্রথমেই আছেন কে? জেনে নেওয়া যাক।
কথায় আছে, বিউটি লাইজ ইন দ্য আইজ অব দ্য বিহোল্ডার। অর্থাৎ সৌন্দর্যের সংজ্ঞা সকলের ক্ষেত্রে এক রকম না-ও হতে পারে। যাঁর চোখে কোনও কিছু সুন্দর মনে হবে, তাঁর কাছে সেটিই হবে সৌন্দর্যের সংজ্ঞা। তবে সম্প্রতি বিশ্বের বহু মানুষের ব্যক্তিগত পছন্দ এবং জনপ্রিয়তার নিরিখে তৈরি হয়েছে বিশ্বের সেরা ১০ সুদর্শন পুরুষের তালিকা। প্রথমেই আছেন কে? জেনে নেওয়া যাক।
advertisement
2/7
সেই তালিকায় প্রথমেই নাম রয়েছে কিম তেইহিউংয়ের। দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় পপ ব্যান্ড বিটিএস-এর অন্যতম সদস্য হলে তেইহিউং।
সেই তালিকায় প্রথমেই নাম রয়েছে কিম তেইহিউংয়ের। দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় পপ ব্যান্ড বিটিএস-এর অন্যতম সদস্য হলে তেইহিউং।
advertisement
3/7
২০১০ সালে তৈরি 'বাংতান সোনেয়ন্দান'-এর (বিটিএস-এর পুরো নাম) একদম শুরু থেকেই সেই দলের সদস্য তেইহিউং। মঞ্চে তিনি 'ভি' নামটিও ব্যবহার করেন।
২০১০ সালে তৈরি 'বাংতান সোনেয়ন্দান'-এর (বিটিএস-এর পুরো নাম) একদম শুরু থেকেই সেই দলের সদস্য তেইহিউং। মঞ্চে তিনি 'ভি' নামটিও ব্যবহার করেন।
advertisement
4/7
গান গাওয়ার পাশাপাশি গান লেখা এবং কম্পোজেও বেশি পারদর্শী ভি। গত ডিসেম্বরে দেশের নিয়ম অনুযায়ী সেখানকার সেনাবাহিনীতে যোগদান করেন তিনি। তার কয়েক মাস আগে 'লেওভার' নামে একটি অ্যালবাম প্রকাশ করেন। যা শ্রোতামহলে সমাদৃত।
গান গাওয়ার পাশাপাশি গান লেখা এবং কম্পোজেও বেশি পারদর্শী ভি। গত ডিসেম্বরে দেশের নিয়ম অনুযায়ী সেখানকার সেনাবাহিনীতে যোগদান করেন তিনি। তার কয়েক মাস আগে 'লেওভার' নামে একটি অ্যালবাম প্রকাশ করেন। যা শ্রোতামহলে সমাদৃত।
advertisement
5/7
শুধু গানই নয়, নাচ এবং স্টেজে পারফর্ম করার ক্ষেত্রেও ভি-এর জুরি মেলা ভার। মাত্র ২৮-এর এই যুবকের সুন্দর চেহারাও অবাক করে তাঁর অনুরাগীদের। ইনস্টাগ্রামে তাঁর ছ'কোটিরও বেশি ফলোয়ার।
শুধু গানই নয়, নাচ এবং স্টেজে পারফর্ম করার ক্ষেত্রেও ভি-এর জুরি মেলা ভার। মাত্র ২৮-এর এই যুবকের সুন্দর চেহারাও অবাক করে তাঁর অনুরাগীদের। ইনস্টাগ্রামে তাঁর ছ'কোটিরও বেশি ফলোয়ার।
advertisement
6/7
নাচ-গানের পাশাপাশি অভিনয়েও পারদর্শী তেইহিউং। ইতিমধ্যেই 'হোয়ারাং: দ্য পোয়েট ওয়ারিয়ার ইউথ'-এ অভিনয় করেছেন তিনি।
নাচ-গানের পাশাপাশি অভিনয়েও পারদর্শী তেইহিউং। ইতিমধ্যেই 'হোয়ারাং: দ্য পোয়েট ওয়ারিয়ার ইউথ'-এ অভিনয় করেছেন তিনি।
advertisement
7/7
ভি-এর পর এই তালিকায় জায়গা করে নিয়েছেন ডেভিড বেকহ্যাম, রায়ান রেনল্ডস, হেনরি ক্যাভিল, হৃতিক রোশন, টম ক্রজ, ব্র্যাড পিটের মতো তারকারা।
ভি-এর পর এই তালিকায় জায়গা করে নিয়েছেন ডেভিড বেকহ্যাম, রায়ান রেনল্ডস, হেনরি ক্যাভিল, হৃতিক রোশন, টম ক্রজ, ব্র্যাড পিটের মতো তারকারা।
advertisement
advertisement
advertisement