Boney on Sridevi's Death: না খেয়ে থাকত, বিয়ের পর বহুবার অজ্ঞান হয়েছে! শ্রীদেবীর মৃত্যুরহস্য নিয়ে বিস্ফোরক বনি

Last Updated:
Boney on Sridevi's Death: বনির মতে, শ্রীদেবীর স্বাস্থ্যের অবনতি তাঁর মৃত্যুর কারণ হতে পারে। বনির কথায়, ‘‘প্রায়শই না খেয়ে থাকত ও। যাতে ক্যামেরার সামনে দেখতে ভাল লাগে।’’
1/5
২০১৮ সালের ২৪ ফেব্রুয়ারি, শেষ নিশ্বাস ত্যাগ করেন বলিউড অভিনেত্রী শ্রীদেবীকে। দুবাইয়ের জুমেইরাহ এমিরেটস টাওয়ারের বাথরুমের বাথটবে মৃত অবস্থায় পাওয়া যায় শ্রীদেবীকে। উত্তাল হয়েছিল সারা দেশ।
২০১৮ সালের ২৪ ফেব্রুয়ারি, শেষ নিশ্বাস ত্যাগ করেন বলিউড অভিনেত্রী শ্রীদেবীকে। দুবাইয়ের জুমেইরাহ এমিরেটস টাওয়ারের বাথরুমের বাথটবে মৃত অবস্থায় পাওয়া যায় শ্রীদেবীকে। উত্তাল হয়েছিল সারা দেশ।
advertisement
2/5
শ্রীদেবীর স্বামী, প্রযোজক বনি কাপুরকে সেই সময়ে প্রশ্নের মুখে দাঁড় করানো হয়েছিল। সম্প্রতি সেই নিয়ে মুখ খোলেন অর্জুন কাপুরের বাবা।
শ্রীদেবীর স্বামী, প্রযোজক বনি কাপুরকে সেই সময়ে প্রশ্নের মুখে দাঁড় করানো হয়েছিল। সম্প্রতি সেই নিয়ে মুখ খোলেন অর্জুন কাপুরের বাবা।
advertisement
3/5
বনির মতে, শ্রীদেবীর স্বাস্থ্যের অবনতি তাঁর মৃত্যুর কারণ হতে পারে। বনির কথায়, ‘‘প্রায়শই না খেয়ে থাকত ও। যাতে ক্যামেরার সামনে দেখতে ভাল লাগে।’’
বনির মতে, শ্রীদেবীর স্বাস্থ্যের অবনতি তাঁর মৃত্যুর কারণ হতে পারে। বনির কথায়, ‘‘প্রায়শই না খেয়ে থাকত ও। যাতে ক্যামেরার সামনে দেখতে ভাল লাগে।’’
advertisement
4/5
‘‘রোগা হওয়ার জন্য এমন করত। আমার সঙ্গে বিয়ে হওয়ার পর অনেকবার জ্ঞান হারাতে দেখেছি ওকে। চিকিৎসক বারবার বলতেন ওকে, যে ওর লো ব্লাডপ্রেশারের সমস্যা রয়েছে।’’
‘‘রোগা হওয়ার জন্য এমন করত। আমার সঙ্গে বিয়ে হওয়ার পর অনেকবার জ্ঞান হারাতে দেখেছি ওকে। চিকিৎসক বারবার বলতেন ওকে, যে ওর লো ব্লাডপ্রেশারের সমস্যা রয়েছে।’’
advertisement
5/5
বনি জানান, শ্রীদেবীর মৃত্যুর পর ৪৮ ঘণ্টা ধরে জেরা চলেছিল। লাই ডিটেক্টর টেস্টও হয়েছিল তাঁর। বনির কথায়, ‘‘তার পরেও আমার বিরুদ্ধে কিছু পাওয়া যায়নি, কারণ দুর্ঘটনার কারণেই মৃত্যু হয়েছিল।’’
বনি জানান, শ্রীদেবীর মৃত্যুর পর ৪৮ ঘণ্টা ধরে জেরা চলেছিল। লাই ডিটেক্টর টেস্টও হয়েছিল তাঁর। বনির কথায়, ‘‘তার পরেও আমার বিরুদ্ধে কিছু পাওয়া যায়নি, কারণ দুর্ঘটনার কারণেই মৃত্যু হয়েছিল।’’
advertisement
advertisement
advertisement