‘বিয়ের মাত্র ২ দিন আগে জেনেছিলাম’, বললেন ইয়ামি-আদিত্যর ওয়েডিং প্ল্যানার গীতেশ
- Published by:Simli Raha
- news18 bangla
Last Updated:
ইয়ামির বিয়ের খবরে স্বাভাবিক ভাবেই শোরগোল পড়ে গিয়েছে তাঁর ভক্তমহলে। এ বিয়ের ব্যাপারে বিন্দুমাত্র খবর ছিল না কোনও সংবাদ মাধ্যমে ।
• করোনাভাইরাসের লকডাউনের মধ্যেই চারহাত এক করে ফেললেন বলিউডের জনপ্রিয় নায়িকা ইয়ামি গৌতম (Yami Gautam)। বলিউডের পরিচালক আদিত্য ধরের (Aditya Dhar) সঙ্গে একেবারে ব্যক্তিগত অনুষ্ঠানের মাধ্যমেই বিয়ে সেরেছেন তাঁরা। গত ৪ জুন হিমাচল প্রদেশের মান্ডিতে নায়িকার ফার্ম হাউজে এই বিয়ের আসর বসেছিল । নিজের বিয়ের একটি ছবি ইয়ামি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে হাটে হাঁড়ি ভাঙেন।
advertisement
advertisement
• ইয়ামির বিয়ের খবরে স্বাভাবিক ভাবেই শোরগোল পড়ে গিয়েছে তাঁর ভক্তমহলে। এ বিয়ের ব্যাপারে বিন্দুমাত্র খবর ছিল না কোনও সংবাদ মাধ্যমে । হঠাৎই গত শুক্রবার বিয়ের সাবেকি সাজে, মেরুন রঙা শাড়ি ও সোনার গয়নায় সেজে সোশ্যাল মিডিয়ায় ধরা দেন ইয়ামি। আদিত্যকে দেখা যায় সাদা শেরওয়ানি ও মাথায় পাগড়ি পরে। সোশ্যাল মিডিয়ায় ইয়ামির ছবি পোস্ট হতেই ভাইরাল হয়ে গিয়েছে সেগুলি।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
• এক নম্বর নায়িকা হওয়ার প্রথাগত দৌড়ে কোনওদিন ছিলেন না ৷ তবে ইয়ামির জনপ্রিয়তায় কোনওদিন ভাটা পড়েনি ৷ ইয়ামির হাতে এখন বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ রয়েছে । ‘ভূত পুলিশ’-এ দেখা যাবে নায়িকাকে । রয়েছে ‘অ্যা থার্সডে’, ‘দসভি’-র মতো ছবির কাজও । অন্যদিকে প্রথম পরিচালনায় চমকে দেওয়া আদিত্য ব্যস্ত ‘দ্য ইমমর্টাল অশ্বত্থামা’ ছবি নিয়ে ৷