

• সোনালি বেন্দ্রের খবরটা যখন এসেছিল, সকলেই হকচকিয়ে গিয়েছিলেন । আর যে দিন বহু সাধের লম্বা ঘন চুল কাটতে গিয়ে ক্যামেরার সামনে কেঁদে ফেললেন সোনালি...সে দিন তাঁর অগণিত ভক্তের চোখেও জল । বলিউডের সঙ্গে এই মারণ রোগের নাম যেন ওতোপ্রতভাবে জড়িয়ে গিয়েছে । বহু বলি-তারকা আজ ক্যান্সারে আক্রান্ত । কেউ আজও লড়াই করছেন, কেউ বা ছেড়ে চলে গিয়েছেন আমাদের ।


• বিনোদ খান্না- ব্লাডার ক্যান্সারে আক্রান্ত হন বিনোদ খান্না ৷ তাঁর চিকিৎসাও চলে, তবে বয়সের ভারে চিকিৎসায় সাড়া দিতে পারেনি তাঁর শরীর ৷ ৭০ বছর বয়সে তাঁর মৃত্যু হয় ৷


• ফিরোজ খান- ইয়ং জেনারেশনের হার্টথ্রব ফিরোজ খান ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান ২০০৯ সালে, ৬৯ বছর বয়সে ।


• ইরফান খান- গত বছর আমরা হারিয়েছি বলিউডের অন্যতম প্রতিভাবান এই অভিনেতাকে । অত্যন্ত জটিল ব্রেন ক্যান্সারে আক্রান্ত ছিলেন অভিনেতা । ২০২০-র ২৯ এপ্রিল মারা যান ইরফান ।


• মনীষা কৈরালা- ক্যান্সারের সঙ্গে লড়াইয়ে জিতে ফিরেছেন মণীষা কৌরালার ৷ ওভারিয়ান ক্যান্সারে আক্রান্ত হন তিনি ৷ দীর্ঘদিন ধরে চলে চিকিৎসা ৷ প্রায় বছর দুয়েক তিনি বলিউড থেকে দূরে ছিলেন, তবে কখনই ভক্তদের মন থেকে মুছে যাননি ৷ এখন তাঁর এই লড়াই অনেককেই অনুপ্রেরণা জোগায় ৷


• লিজা রে- ক্যান্সারকে জয় করার কাহিনি রয়েছে আরও এক বলিউড তারকার ৷ তাঁর নাম লিজা রে ৷ নামী মডেল লিজা ৷ যাঁর সৌন্দর্য্যে ঘায়েল প্রচুর মানুষ, সেই সুন্দরীর শরীরেই বাসা বেঁধেছিল ক্যান্সার ৷ দীর্ঘ চিকিৎসার পর তিনি সুস্থ ৷ কাজেও ফিরেছেন লিজা ৷


• অনুরাগ বসু- ব্লাড ক্যন্সারের চিকিৎসা চলাকালীনই ছবির চিত্রনাট্য লিখেছেন অনুরাগ বসু ৷ ব্লাড ক্যান্সার ধরা পড়েছিল তাঁর ৷ জীবন সংশয় ছিল ৷ এমনই আশঙ্কা প্রকাশ করেছিলেন চিকিৎসকরা ৷ তবে অনুরাগ কখনই হেরে যাওয়ার প্রাত্র নন ৷ ক্যান্সারকে পাত্তা না দিয়ে চালিয়ে গিয়েছেন কাজ ৷ একদিকে চিকিৎসা অন্যদিকে তাঁর ভবিষ্যৎ পরিকল্পনা করেছেন অনুরাগ ৷ ক্যান্সারকে হারিয়ে তিনি আজ বলিউডে প্রতিষ্ঠিত পরিচালক ৷


• মুমতাজ- পুরনো দিনের নায়িকা মুমতাজ ৷ গ্ল্যামারস মুমতাজও ক্যান্সারের শিকার ৷ ব্রেস্ট ক্যান্সার হয়েছে তাঁর, চলছে চিকিৎসা ৷ তিনি এখন থাকেন লন্ডনে ৷ তবে ক্যান্সারের চিকিৎসায় দীর্ঘদিন কেমোথেরাপি ছাপ ফেলেছে মুমতাজের চেহারায় ৷ তবে ফ্যানেদের কাছে আজও তিনি সমান জনপ্রিয় ৷


• তাহিরা কাশ্যপ- আয়ুষ্মান খুরানার স্ত্রী তাহিরা ২০১৮ সালে ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন। দীর্ঘ চিকিৎসাকর পর বর্তমানে তিনি অনেকটাই সুস্থ ।