• সোনালি বেন্দ্রের খবরটা যখন এসেছিল, সকলেই হকচকিয়ে গিয়েছিলেন । আর যে দিন বহু সাধের লম্বা ঘন চুল কাটতে গিয়ে ক্যামেরার সামনে কেঁদে ফেললেন সোনালি...সে দিন তাঁর অগণিত ভক্তের চোখেও জল । বলিউডের সঙ্গে এই মারণ রোগের নাম যেন ওতোপ্রতভাবে জড়িয়ে গিয়েছে । বহু বলি-তারকা আজ ক্যান্সারে আক্রান্ত । কেউ আজও লড়াই করছেন, কেউ বা ছেড়ে চলে গিয়েছেন আমাদের ।
• অনুরাগ বসু- ব্লাড ক্যন্সারের চিকিৎসা চলাকালীনই ছবির চিত্রনাট্য লিখেছেন অনুরাগ বসু ৷ ব্লাড ক্যান্সার ধরা পড়েছিল তাঁর ৷ জীবন সংশয় ছিল ৷ এমনই আশঙ্কা প্রকাশ করেছিলেন চিকিৎসকরা ৷ তবে অনুরাগ কখনই হেরে যাওয়ার প্রাত্র নন ৷ ক্যান্সারকে পাত্তা না দিয়ে চালিয়ে গিয়েছেন কাজ ৷ একদিকে চিকিৎসা অন্যদিকে তাঁর ভবিষ্যৎ পরিকল্পনা করেছেন অনুরাগ ৷ ক্যান্সারকে হারিয়ে তিনি আজ বলিউডে প্রতিষ্ঠিত পরিচালক ৷