'আমি সুবিচার পেলাম কই?', IT-তে কাজ করে পেট চালান নানা পাটেকরের বিরুদ্ধে #MeeToo অভিযোগ আনা তনুশ্রী দত্ত

Last Updated:
'' আজ সবাই সুশান্তের সুবিচার চাইছেন, কিন্তু আমার বেলা কী হল ? '' প্রশ্ন তনুশ্রী দত্তর
1/4
গতবছর বলিউড উত্তাল হয়ে উঠেছিল #MeeToo ঝড়ে! রীতিমত আন্দোলন শুরু হয়েছিল অভিনেত্রী তনুশ্রী দত্তের অভিযোগকে কেন্দ্র করে! নানা পাটেকরের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন অভিনেত্রী। সেই সময় তনুশ্রীর অভিযোগ নিয়ে চলে নানা আলোচনা, সমালোচনা, তর্ক, বিতর্ক! ইন্ডাস্ট্রির একাংশ তনুশ্রীর অভিযোগকে সমর্থন করেন, মুখ খোলেন নিজেদের অপ্রিয় অভিজ্ঞতা নিয়েও! '' কিন্তু তারপর কী হল ? আমি তো ন্যায় বিচার পেলাম না! আমাকে সংসার চালাতে বর্তমানে IT-তে কাজ করতে হয়!'' প্রশ্ন তুলছেন তনুশ্রী দত্ত!
গতবছর বলিউড উত্তাল হয়ে উঠেছিল #MeeToo ঝড়ে! রীতিমত আন্দোলন শুরু হয়েছিল অভিনেত্রী তনুশ্রী দত্তের অভিযোগকে কেন্দ্র করে! নানা পাটেকরের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন অভিনেত্রী। সেই সময় তনুশ্রীর অভিযোগ নিয়ে চলে নানা আলোচনা, সমালোচনা, তর্ক, বিতর্ক! ইন্ডাস্ট্রির একাংশ তনুশ্রীর অভিযোগকে সমর্থন করেন, মুখ খোলেন নিজেদের অপ্রিয় অভিজ্ঞতা নিয়েও! '' কিন্তু তারপর কী হল ? আমি তো ন্যায় বিচার পেলাম না! আমাকে সংসার চালাতে বর্তমানে IT-তে কাজ করতে হয়!'' প্রশ্ন তুলছেন তনুশ্রী দত্ত!
advertisement
2/4
সম্প্রতি একটি সাক্ষাৎকারে তনুশ্রীর বিস্ফোরক মন্তব্য, '' আজ সবাই সুশান্তের সুবিচার চাইছেন, কিন্তু আমার বেলা কী হল ? আমায় দিনের পর দিন অপমান, অত্যাচার সহ্য করতে হয়েছে। আমার পরিবারকে প্রতিনিয়ত বিদ্রুপ করা হয়েছে। বাধ্য করা হয়েছিল অভিনয় ছেড়ে দিতে। আমার কোনও দোষ ছিল না, অথচ ১২ বছর কেউ আমায় কাজ দেয়নি! আজ সবাই নেপোটিজম, বলিউডের লবি নিয়ে এত কথা বলছেন, আমার বেলায় তাঁরা কোথায় ছিলেন? আমার হয়ে তো কেউ কোনও কথা বলল না।''
সম্প্রতি একটি সাক্ষাৎকারে তনুশ্রীর বিস্ফোরক মন্তব্য, '' আজ সবাই সুশান্তের সুবিচার চাইছেন, কিন্তু আমার বেলা কী হল ? আমায় দিনের পর দিন অপমান, অত্যাচার সহ্য করতে হয়েছে। আমার পরিবারকে প্রতিনিয়ত বিদ্রুপ করা হয়েছে। বাধ্য করা হয়েছিল অভিনয় ছেড়ে দিতে। আমার কোনও দোষ ছিল না, অথচ ১২ বছর কেউ আমায় কাজ দেয়নি! আজ সবাই নেপোটিজম, বলিউডের লবি নিয়ে এত কথা বলছেন, আমার বেলায় তাঁরা কোথায় ছিলেন? আমার হয়ে তো কেউ কোনও কথা বলল না।''
advertisement
3/4
তনুশ্রী জানান, ইন্ডাস্ট্রির বিরুদ্ধে লড়াই করতে করতে তিনি ক্লান্ত! তাঁর ভাষায়, '' লড়াই করার সময় কোথায় ? করোনাভাইরাসের কারণে আমেরিকায় সব রকম শো, ইভেন্ট বন্ধ হয়ে গিয়েছে। আইটি-তে চাকরি পাওয়ার জন্য একটা ট্রেনিং নিই। বর্তমানে লস অ্যাঞ্জেলসে থাকি, সেখানেই ৯-৫টার শিফটে একটি আইটি কোম্পানিতে কাজ করি।''
তনুশ্রী জানান, ইন্ডাস্ট্রির বিরুদ্ধে লড়াই করতে করতে তিনি ক্লান্ত! তাঁর ভাষায়, '' লড়াই করার সময় কোথায় ? করোনাভাইরাসের কারণে আমেরিকায় সব রকম শো, ইভেন্ট বন্ধ হয়ে গিয়েছে। আইটি-তে চাকরি পাওয়ার জন্য একটা ট্রেনিং নিই। বর্তমানে লস অ্যাঞ্জেলসে থাকি, সেখানেই ৯-৫টার শিফটে একটি আইটি কোম্পানিতে কাজ করি।''
advertisement
4/4
নানার বিরুদ্ধে তাঁর লড়াই কি এখনও জারি রয়েছে ? উত্তরে তনুশ্রী জানান, '' যখন কাছে টাকা নেই এবং বিল মেটাতে হবে, তখন কী করে নিজের অধিকারের জন্য লড়াই করব? যখন কঙ্গনা বা অন্য কাউকে দেখি অন্যায়ের বিরুদ্ধে সরব হচ্ছেন, খুব ভাল লাগে! আমি বর্তমানে পারছি না, আমার পরিস্থিতিটা আলাদা।''
নানার বিরুদ্ধে তাঁর লড়াই কি এখনও জারি রয়েছে ? উত্তরে তনুশ্রী জানান, '' যখন কাছে টাকা নেই এবং বিল মেটাতে হবে, তখন কী করে নিজের অধিকারের জন্য লড়াই করব? যখন কঙ্গনা বা অন্য কাউকে দেখি অন্যায়ের বিরুদ্ধে সরব হচ্ছেন, খুব ভাল লাগে! আমি বর্তমানে পারছি না, আমার পরিস্থিতিটা আলাদা।''
advertisement
advertisement
advertisement