বলিউডে সুযোগ দেন সলমন, সাজিদের সঙ্গে জুটি বেঁধে একের পর হিট গান উপহার দিয়েছিলেন ওয়াজিদ

Last Updated:
ভাইজানের সবথেকে প্রিয় সঙ্গীত পরিচালক জুটি হয়ে উঠেছিলেন সাজিদ- ওয়াজিদ৷ শোনা যায়, ১৯৯৮ সালে সলমনই প্যায়ার কিয়া তো ডরনা ক্যায়া-তে এই জুটিকে কাজ করার সুযোগ করে দিয়েছিলেন৷
1/6
বলিউডের দুঃসময় যেন কাটতেই চাইছে না৷ সাম্প্রতিক সময়ে ইরফান খান, ঋষি কাপূরের পর এবার আরও এক নক্ষত্রপতন৷ ভেঙে গেল বলিউডের বিখ্যাত সাজিদ- ওয়াজিদ খ্যাত সঙ্গীত পরিচালনা জুটি৷ মাত্র ৪২ বছর বয়সে প্রয়াত সঙ্গীত পরিচালক ওয়াজিদ খান৷ দীর্ঘদিন ধরেই কিডনির সমস্যায় ভুগছিলেন তিনি৷
বলিউডের দুঃসময় যেন কাটতেই চাইছে না৷ সাম্প্রতিক সময়ে ইরফান খান, ঋষি কাপূরের পর এবার আরও এক নক্ষত্রপতন৷ ভেঙে গেল বলিউডের বিখ্যাত সাজিদ- ওয়াজিদ খ্যাত সঙ্গীত পরিচালনা জুটি৷ মাত্র ৪২ বছর বয়সে প্রয়াত সঙ্গীত পরিচালক ওয়াজিদ খান৷ দীর্ঘদিন ধরেই কিডনির সমস্যায় ভুগছিলেন তিনি৷
advertisement
2/6
বলিউডে একের পর এক হিট ছবির সঙ্গীত পরিচালনা করেছেন সাজিদ- ওয়াজিদ৷ 'প্যায়ার কিয়া তো ডরনা ক্যায়া', 'গর্ব', 'তুমকো না ভুল পায়েঙ্গে', 'পার্টনার', 'মুঝসে শাদি করোগি', 'দবাং সিরিজ'- সলমনের ছবি মানেই গত দু' দশকে সঙ্গীত পরিচালনার দায়িত্বে থাকত এই হিট জুটি৷
বলিউডে একের পর এক হিট ছবির সঙ্গীত পরিচালনা করেছেন সাজিদ- ওয়াজিদ৷ 'প্যায়ার কিয়া তো ডরনা ক্যায়া', 'গর্ব', 'তুমকো না ভুল পায়েঙ্গে', 'পার্টনার', 'মুঝসে শাদি করোগি', 'দবাং সিরিজ'- সলমনের ছবি মানেই গত দু' দশকে সঙ্গীত পরিচালনার দায়িত্বে থাকত এই হিট জুটি৷
advertisement
3/6
আসলে ভাইজানের সবথেকে প্রিয় সঙ্গীত পরিচালক জুটি হয়ে উঠেছিলেন সাজিদ- ওয়াজিদ৷ শোনা যায়, ১৯৯৮ সালে সলমনই প্যায়ার কিয়া তো ডরনা ক্যায়া-তে এই জুটিকে কাজ করার সুযোগ করে দিয়েছিলেন৷ সেই শুরু, তার পরে আর পিছনে ফিরে তাকাননি সাজিদ- ওয়াজিদ৷
আসলে ভাইজানের সবথেকে প্রিয় সঙ্গীত পরিচালক জুটি হয়ে উঠেছিলেন সাজিদ- ওয়াজিদ৷ শোনা যায়, ১৯৯৮ সালে সলমনই প্যায়ার কিয়া তো ডরনা ক্যায়া-তে এই জুটিকে কাজ করার সুযোগ করে দিয়েছিলেন৷ সেই শুরু, তার পরে আর পিছনে ফিরে তাকাননি সাজিদ- ওয়াজিদ৷
advertisement
4/6
আইপিএল ৪-এর থিম সং তৈরি করেছিলেন সাজিদ- ওয়াজিদ৷ সেই গান গেয়েছিলেন ওয়াজিদ নিজেই৷ এর পাশাপাশি বেশ কয়েকটি জনপ্রিয় গান নিজে গেয়েছেন ওয়াজিদ৷
আইপিএল ৪-এর থিম সং তৈরি করেছিলেন সাজিদ- ওয়াজিদ৷ সেই গান গেয়েছিলেন ওয়াজিদ নিজেই৷ এর পাশাপাশি বেশ কয়েকটি জনপ্রিয় গান নিজে গেয়েছেন ওয়াজিদ৷
advertisement
5/6
সম্প্রতি ইউটিউবে রিলিজ করা সলমনের দু'টি গান 'প্যায়ার করোনা' এবং 'ভাই ভাই'-এর সুরও দিয়েছিলেন সাজিদ- ওয়াজিদ৷
সম্প্রতি ইউটিউবে রিলিজ করা সলমনের দু'টি গান 'প্যায়ার করোনা' এবং 'ভাই ভাই'-এর সুরও দিয়েছিলেন সাজিদ- ওয়াজিদ৷
advertisement
6/6
তরুণ এই সঙ্গীত পরিচালকের প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে বলিউডে৷ গায়ক সোনু নিগম ইনস্টাগ্রামে লিখেছেন, 'আমার ভাই ওয়াজিদ আমাদের ছেড়ে চলে গেল৷' এর পাশাপাশি প্রিয়ঙ্কা চোপড়া, বরুণ ধওয়ান, বাবুল সুপ্রিয় সহ অনেকেই ওয়াজিদ খানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন৷
তরুণ এই সঙ্গীত পরিচালকের প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে বলিউডে৷ গায়ক সোনু নিগম ইনস্টাগ্রামে লিখেছেন, 'আমার ভাই ওয়াজিদ আমাদের ছেড়ে চলে গেল৷' এর পাশাপাশি প্রিয়ঙ্কা চোপড়া, বরুণ ধওয়ান, বাবুল সুপ্রিয় সহ অনেকেই ওয়াজিদ খানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন৷
advertisement
advertisement
advertisement