'শরীরের ট্যাটুটা খুঁজে পাচ্ছ তোমরা?', অর্ধনগ্ন ছবি পোস্ট করে লিখলেন আমিশা

Last Updated:
1/5
কালো বিকিনি পরে সোশ্যাল মিডিয়ায় নিজের ছবি পোস্ট করে সমলোচনার মুখে পড়লেন আমিশা প্যাটেল। নিজের ছবি পোস্ট করে তিনি লেখেন, 'ট্যাটুটা খুঁজে পাচ্ছ তোমরা?'  photo source collected
কালো বিকিনি পরে সোশ্যাল মিডিয়ায় নিজের ছবি পোস্ট করে সমলোচনার মুখে পড়লেন আমিশা প্যাটেল। নিজের ছবি পোস্ট করে তিনি লেখেন, 'ট্যাটুটা খুঁজে পাচ্ছ তোমরা?' photo source collected
advertisement
2/5
 নিজের শরীরের ট্যাটু খোঁজার ভার দিলেন তাঁর ফ্যানেদের। এই পোস্ট নিয়ে সকলে সমালোচনাও করেন তাঁর। photo source collected
নিজের শরীরের ট্যাটু খোঁজার ভার দিলেন তাঁর ফ্যানেদের। এই পোস্ট নিয়ে সকলে সমালোচনাও করেন তাঁর। photo source collected
advertisement
3/5
আমিশার সোশ্যাল ওয়ালে পর পর রয়েছে বিভিন্ন সাহসী পোশাকের ছবি। তা নিয়ে কখনও কখনও ট্রোলও হতে হয়েছে তাকে। এই ছবিটি শেয়ার করার পরও তাকে বিদ্রুপাত্মক মন্তব্য করেছেন নেটিজেনরা। photo source collected
আমিশার সোশ্যাল ওয়ালে পর পর রয়েছে বিভিন্ন সাহসী পোশাকের ছবি। তা নিয়ে কখনও কখনও ট্রোলও হতে হয়েছে তাকে। এই ছবিটি শেয়ার করার পরও তাকে বিদ্রুপাত্মক মন্তব্য করেছেন নেটিজেনরা। photo source collected
advertisement
4/5
দিন কয়েক আগেই আমিশার বিরুদ্ধে আড়াই কোটি টাকার প্রতারণার মামলা করেন প্রযোজক অজয়কুমার সিংহ। অজয়ের অভিযোগ ছিল,'দেশি ম্যাজিক' নামে একটি ছবি করবেন বলে আমিশা এবং তার বিজনেস পার্টনার কুণাল গ্রুমার তার থেকে আড়াই কোটি টাকা নিয়েছিলেন। তারপর ছবিটা তিনি করেননি, টাকাও ফেরত দেননি। photo source collected
দিন কয়েক আগেই আমিশার বিরুদ্ধে আড়াই কোটি টাকার প্রতারণার মামলা করেন প্রযোজক অজয়কুমার সিংহ। অজয়ের অভিযোগ ছিল,'দেশি ম্যাজিক' নামে একটি ছবি করবেন বলে আমিশা এবং তার বিজনেস পার্টনার কুণাল গ্রুমার তার থেকে আড়াই কোটি টাকা নিয়েছিলেন। তারপর ছবিটা তিনি করেননি, টাকাও ফেরত দেননি। photo source collected
advertisement
5/5
এই মুহূর্তে আমিশার হাতে কোনও ছবির অফার নেই। ফলে লাইমলাইটে থাকার জন্যই এ ধরনের ছবি সোশ্যাল ওয়ালে শেয়ার করছেন বলে মনে করছেন ইন্ডাস্ট্রির একটা বড় অংশ। photo source collected
এই মুহূর্তে আমিশার হাতে কোনও ছবির অফার নেই। ফলে লাইমলাইটে থাকার জন্যই এ ধরনের ছবি সোশ্যাল ওয়ালে শেয়ার করছেন বলে মনে করছেন ইন্ডাস্ট্রির একটা বড় অংশ। photo source collected
advertisement
advertisement
advertisement