প্রেমিকার কাছে প্রত্যাখিত হয়েছেন বহু বার, তবুও হাল ছাড়েননি বরুণ ধাওয়ান!
- Published by:Somosree Das
- news18 bangla
Last Updated:
সম্পর্ক নিয়ে কথা বলতে গিয়ে মুখ ফসকে বলেই দিলেন, "নাতাশা আমাকে তিন থেকে চার বার রিজেক্ট করেছে। তাই বলে আমি কিন্তু হাল ছাড়িনি"।
প্রেম নিয়ে প্রকাশ্যে কথা বলতেই নস্ট্যালজিয়ায় ভেসে গেলেন বলিউডের মোস্ট চার্মিং অভিনেতা বরুণ ধাওয়ান। ফ্যাশন ডিজাইনার নাতাশা দালালের সঙ্গে সম্পর্ক তাঁর বহু দিনের। সে কথা জানতে কারোর আর বাকি নেই। তবে নাতাশা এবং তাঁর সম্পর্ক নিয়ে কথা বলতে গিয়ে মুখ ফসকে বলেই দিলেন, ‘’নাতাশা আমাকে তিন থেকে চার বার রিজেক্ট করেছে। তাই বলে আমি কিন্তু হাল ছাড়িনি’’।
advertisement
advertisement
advertisement
advertisement
তাহলে কবে বিয়ে করছেন বরুণ? উত্তরে, ‘’আমি এখন আলাদা থাকি। আলাদা থাকার জন্য কিছু দিন আগে একটা জায়গা কিনেছি। নাতাশারও এই বিষয় নিয়ে আগ্রহ রয়েছে। আমরা একে অপরকে ভালবাসি। বিয়ে আমরা করবই। আমাদের দুজনের পরিবারই সেটা চায়। তবে কবে করব সেই নিয়ে এখনই কিছু ভাবিনি’’। তবে গুঞ্জন ছড়িয়েছিল এই বছরেই চার হাত এক হবে, তবে করোনার জন্য সব কিছুই মাটি হয়ে যায়।
advertisement
বরুণের পরবর্তী ছবি কুলি নম্বর ওয়ান। ডেভিড ধওয়ান পরিচালিত এই ছবিতে বরুণের সঙ্গে দেখা যাবে সারা আলি খানকে। ছবিটি এ মাসের ২৫ তারিখ অ্যামাজন প্রাইমে রিলিজ করা হবে। এ ছাড়াও বরুণ এখন ‘যুগ যুগ জিও’ ছবিতে শ্যুটিং করছেন। কিন্তু বরুণ করোনায় আক্রান্ত হওয়ার পর শ্যুটিং বন্ধ হয়ে যায়। আবার কবে শ্যুটিং শুরু হবে সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি।