কেন আত্মহত্যার কথা বলেছিলেন? মুখ খুলেই ট্রোল হলেন উদয় চোপড়া

Last Updated:
1/6
•  ২০১৩-তে শেষবারের জন্য ‘ধুম ৩’র জন্য পর্দায় এসেছিলেন তিনি ৷ তারপর থেকে একেবারেই পাপারাৎজির সামনে দেখা যায়নি উদয় চোপড়াকে ৷ কেরিয়ার গ্রাফ কোনওদিনই তেমন উন্নত ছিল না ৷ সম্প্রতি আবার ধাক্কা খেয়েছিলেন প্রেমেও ৷
• ২০১৩-তে শেষবারের জন্য ‘ধুম ৩’র জন্য পর্দায় এসেছিলেন তিনি ৷ তারপর থেকে একেবারেই পাপারাৎজির সামনে দেখা যায়নি উদয় চোপড়াকে ৷ কেরিয়ার গ্রাফ কোনওদিনই তেমন উন্নত ছিল না ৷ সম্প্রতি আবার ধাক্কা খেয়েছিলেন প্রেমেও ৷
advertisement
2/6
• নার্গিস ফকরির সঙ্গে মাখো মাখো প্রেমটা কেঁচিয়ে যাওয়ার পর থেকে একেবারেই ভেঙে পড়েছিলেন অভিনেতা ৷ ঘরের বাইরে পা রাখাই প্রায় বন্ধ করে দিয়েছিলেন তিনি ৷  কিছুদিন আগে গাড়িতে ওঠার সময় ফোটো শিকারীদের ক্যামেরাবন্দি হয়ে গিয়েছিলেন ৷ তখনই দেখা যায়, প্রচুর ওজন পুট অন করেছেন উদয় ৷
• নার্গিস ফকরির সঙ্গে মাখো মাখো প্রেমটা কেঁচিয়ে যাওয়ার পর থেকে একেবারেই ভেঙে পড়েছিলেন অভিনেতা ৷ ঘরের বাইরে পা রাখাই প্রায় বন্ধ করে দিয়েছিলেন তিনি ৷ কিছুদিন আগে গাড়িতে ওঠার সময় ফোটো শিকারীদের ক্যামেরাবন্দি হয়ে গিয়েছিলেন ৷ তখনই দেখা যায়, প্রচুর ওজন পুট অন করেছেন উদয় ৷
advertisement
3/6
• এরপর সম্প্রতি কয়েকটি ট্যুইট করেন অভিনেতা ৷ প্রথমটিতে লেখেন, ‘‘কিছুক্ষণের ইটার অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করে রাখলাম। মৃত্যুর এত কাছে গিয়ে চমৎকার লাগছিল। আত্মহত্যার জন্য এটা ভালো অপশন। আমি এমনটা বরাবরের জন্যও করতে পারি ৷’’ পরের ট্যুইটে লেখেন, ‘‘স্বীকারোক্তি: আমি ভাল নেই ৷ আমি চেষ্টা করছি, তবে ব্যর্থ হচ্ছি ৷’’
• এরপর সম্প্রতি কয়েকটি ট্যুইট করেন অভিনেতা ৷ প্রথমটিতে লেখেন, ‘‘কিছুক্ষণের ইটার অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করে রাখলাম। মৃত্যুর এত কাছে গিয়ে চমৎকার লাগছিল। আত্মহত্যার জন্য এটা ভালো অপশন। আমি এমনটা বরাবরের জন্যও করতে পারি ৷’’ পরের ট্যুইটে লেখেন, ‘‘স্বীকারোক্তি: আমি ভাল নেই ৷ আমি চেষ্টা করছি, তবে ব্যর্থ হচ্ছি ৷’’
advertisement
4/6
• এরপর একের পর এক ট্যুইটে ভরে যায় ইনবক্স ৷ সকলেই তাঁকে এই পরিস্থিতি থেকে বেরিয়ে এসে সুস্থ থাকার পরামর্শ দেন ৷ সকলেই তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন ৷ তবে এর কিছুক্ষণের মধ্যেই নিজের দু’টি ট্যুইট ডিলিট করে দেন উদয় ৷ তার মধ্যেই অবশ্য ভাইরাল হয়ে যায় সেই ট্যুইটের স্ক্রিনশট ৷
• এরপর একের পর এক ট্যুইটে ভরে যায় ইনবক্স ৷ সকলেই তাঁকে এই পরিস্থিতি থেকে বেরিয়ে এসে সুস্থ থাকার পরামর্শ দেন ৷ সকলেই তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন ৷ তবে এর কিছুক্ষণের মধ্যেই নিজের দু’টি ট্যুইট ডিলিট করে দেন উদয় ৷ তার মধ্যেই অবশ্য ভাইরাল হয়ে যায় সেই ট্যুইটের স্ক্রিনশট ৷
advertisement
5/6
• কিন্তু কেন হঠাৎ ওই রকম ট্যুইট করতে গিয়েছিলেন অভিনেতা ৷ অবশেষে সে বিষয়ে মুখ খুললেন ৷ লিখলেন, ‘‘আমার ট্যুইটের জন্য অনেকেই আমাকে নিয়ে দুশ্চিন্তা করছিলেন ৷ তবে এটা শুধুই আমার ডার্ক হিউমর, যা মাঝেমধ্যে ভুল বোঝাবুঝি তৈরি করে ৷ তোমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ ৷’’
• কিন্তু কেন হঠাৎ ওই রকম ট্যুইট করতে গিয়েছিলেন অভিনেতা ৷ অবশেষে সে বিষয়ে মুখ খুললেন ৷ লিখলেন, ‘‘আমার ট্যুইটের জন্য অনেকেই আমাকে নিয়ে দুশ্চিন্তা করছিলেন ৷ তবে এটা শুধুই আমার ডার্ক হিউমর, যা মাঝেমধ্যে ভুল বোঝাবুঝি তৈরি করে ৷ তোমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ ৷’’
advertisement
6/6
• উদয়ের এই ট্যুইটের পরেই শুরু হয় ট্রোলিং ৷ অনেকে তাঁকে পরামর্শ দেন এরকম আর কখনও না করার ৷ কেউ আবার বলেন, ‘অভিনয় নিয়ে বেশি কিছু জানি না, তবে দর্শনে আপনি খুবই কাঁচা ৷’ কেউ লিখেছেন, ‘এর মধ্যে কোনও হিউমর পাওয়া গেল না ৷’
• উদয়ের এই ট্যুইটের পরেই শুরু হয় ট্রোলিং ৷ অনেকে তাঁকে পরামর্শ দেন এরকম আর কখনও না করার ৷ কেউ আবার বলেন, ‘অভিনয় নিয়ে বেশি কিছু জানি না, তবে দর্শনে আপনি খুবই কাঁচা ৷’ কেউ লিখেছেন, ‘এর মধ্যে কোনও হিউমর পাওয়া গেল না ৷’
advertisement
advertisement
advertisement