আসছে তৃতীয় সন্তান! কোনও রাখঢাক ছাড়াই বিকিনিতে বেবি বাম্প দেখালেন Lisa Haydon

Last Updated:
লিজা ও ডিনোর দুই পুত্র সন্তান রয়েছে৷ নাম জ্যাক ও লিও৷ একজনের বয়স ৩ অন্যজনের বয়স ১ বছর ৷ এরই মধ্যে ফের মা হতে চলেছেন নায়িকা ৷
1/6
• তৃতীয় সন্তানের অপেক্ষায় রয়েছেন বলি নায়িকা লিজা হেডেন ৷ একটি ইনস্টাগ্রাম ভিডিওতে সেই গুড নিউজ দিয়েছিলেন তিনি ৷ ৩৪ বছরের লিজা, ফেব্রুয়ারির শুরুর দিকেই মা হওয়ার খবর প্রকাশ্যে এনেছিলেন । ছবি-- ইনস্টাগ্রাম ।
• তৃতীয় সন্তানের অপেক্ষায় রয়েছেন বলি নায়িকা লিজা হেডেন ৷ একটি ইনস্টাগ্রাম ভিডিওতে সেই গুড নিউজ দিয়েছিলেন তিনি ৷ ৩৪ বছরের লিজা, ফেব্রুয়ারির শুরুর দিকেই মা হওয়ার খবর প্রকাশ্যে এনেছিলেন । ছবি-- ইনস্টাগ্রাম ।
advertisement
2/6
• সোশ্যাল মিডিয়ায় তিনি জানান, এ বার ৪ থেকে ৫ জন হতে চলেছে তাঁর পরিবারের সদস্য সংখ্যা ৷ সেখানে দেখা যায় যে ছেলে জ্যাক বলছে যে, বোনের জন্য অপেক্ষা করছে সে! ছবি-- ইনস্টাগ্রাম ।
• সোশ্যাল মিডিয়ায় তিনি জানান, এ বার ৪ থেকে ৫ জন হতে চলেছে তাঁর পরিবারের সদস্য সংখ্যা ৷ সেখানে দেখা যায় যে ছেলে জ্যাক বলছে যে, বোনের জন্য অপেক্ষা করছে সে! ছবি-- ইনস্টাগ্রাম ।
advertisement
3/6
• লিজা ও ডিনোর দুই পুত্র সন্তান রয়েছে৷ নাম জ্যাক ও লিও৷ একজনের বয়স ৩ অন্যজনের বয়স ১ বছর ৷ এরই মধ্যে ফের মা হতে চলেছেন নায়িকা ৷ ছবি-- ইনস্টাগ্রাম ।
• লিজা ও ডিনোর দুই পুত্র সন্তান রয়েছে৷ নাম জ্যাক ও লিও৷ একজনের বয়স ৩ অন্যজনের বয়স ১ বছর ৷ এরই মধ্যে ফের মা হতে চলেছেন নায়িকা ৷ ছবি-- ইনস্টাগ্রাম ।
advertisement
4/6
• কিন্তু তাঁকে দেখে বোঝা যাবে না তিনি দুই সন্তানের মা এবং বর্তমানে গর্ভবতী । নিজেকে এতটাই ছিপছিপে করে রেখেছেন মডেল-অভিনেত্রী লিজা । তাই লিজার ফিটনেস নিয়ে সন্দেহের কোনও অবকাশই নেই । ছবি-- ইনস্টাগ্রাম ।
• কিন্তু তাঁকে দেখে বোঝা যাবে না তিনি দুই সন্তানের মা এবং বর্তমানে গর্ভবতী । নিজেকে এতটাই ছিপছিপে করে রেখেছেন মডেল-অভিনেত্রী লিজা । তাই লিজার ফিটনেস নিয়ে সন্দেহের কোনও অবকাশই নেই । ছবি-- ইনস্টাগ্রাম ।
advertisement
5/6
• আর সেটা আরও একবার প্রমাণিত হল বেবি বাম্প নিয়ে তাঁর চোখ ধাঁধানো এই ফোটোশ্যুট দেখে । শেষ পর্যায়ের গর্ভাবস্থা চলছে তাঁর । কিন্তু এখনও টানটান, নির্মেদ তিনি । ছবি-- ইনস্টাগ্রাম ।
• আর সেটা আরও একবার প্রমাণিত হল বেবি বাম্প নিয়ে তাঁর চোখ ধাঁধানো এই ফোটোশ্যুট দেখে । শেষ পর্যায়ের গর্ভাবস্থা চলছে তাঁর । কিন্তু এখনও টানটান, নির্মেদ তিনি । ছবি-- ইনস্টাগ্রাম ।
advertisement
6/6
• সমুদ্র সৈকতে হট অরেঞ্জ বিকিনি পরে রিল্যাক্স করলেন অভিনেত্রী । তাঁর চেহারাই বলে দিচ্ছে, তিন নম্বর সন্তানের গর্ভবতী মা হয়েও নিজেকে কতটা যত্ন নেওয়া যায় । ছবি-- ইনস্টাগ্রাম ।
• সমুদ্র সৈকতে হট অরেঞ্জ বিকিনি পরে রিল্যাক্স করলেন অভিনেত্রী । তাঁর চেহারাই বলে দিচ্ছে, তিন নম্বর সন্তানের গর্ভবতী মা হয়েও নিজেকে কতটা যত্ন নেওয়া যায় । ছবি-- ইনস্টাগ্রাম ।
advertisement
advertisement
advertisement