CBI দফতরে শ্রুতি মোদি, শীঘ্রই রিয়ার সঙ্গে সুশান্তের দিদি মিতু সিংকে মুখোমুখি বসিয়ে জেরার সম্ভাবনা

Last Updated:
প্রথম সুশান্তের পরিবারের কাউকে জেরা করছে সিবিআই। অভিনেতার প্রাক্তন বিজনেস ম্যানেজার শ্রুতি মোদিকেও জেরা করা হচ্ছে।
1/6
*দশম দিনে চলছে জোর কদমে সিবিআই তদন্ত। DRDO গেস্ট হাউসে পৌঁছলেন সুশান্তের দিদি মিতু সিং। সংগৃহীত ছবি। 
*দশম দিনে চলছে জোর কদমে সিবিআই তদন্ত। DRDO গেস্ট হাউসে পৌঁছলেন সুশান্তের দিদি মিতু সিং। সংগৃহীত ছবি। 
advertisement
2/6
*এই প্রথম সুশান্তের পরিবারের কাউকে জেরা করছে সিবিআই। অভিনেতার প্রাক্তন বিজনেস ম্যানেজার শ্রুতি মোদিকেও জেরা করা হচ্ছে।  সংগৃহীত ছবি। 
*এই প্রথম সুশান্তের পরিবারের কাউকে জেরা করছে সিবিআই। অভিনেতার প্রাক্তন বিজনেস ম্যানেজার শ্রুতি মোদিকেও জেরা করা হচ্ছে।  সংগৃহীত ছবি। 
advertisement
3/6
*সোমবার সিবিআই দফতরে আবারও রিয়া এবং শৌভিক চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশাপাশি জেরা করা হচ্ছে সিদ্ধার্থ পিঠানি ও নীরাজ সিংকেও।  সংগৃহীত ছবি। 
*সোমবার সিবিআই দফতরে আবারও রিয়া এবং শৌভিক চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশাপাশি জেরা করা হচ্ছে সিদ্ধার্থ পিঠানি ও নীরাজ সিংকেও।  সংগৃহীত ছবি। 
advertisement
4/6
*অন্যদিকে, ইডি দফতরে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে গোয়ার রেস্তোরাঁর মালিক গৌরব আরিয়াকে। গৌরব মাদক ব্যবসায় যুক্ত বলে জানা গিয়েছে। রিয়ার সঙ্গে ২০১৭ সাল থেকে যোগযোগ রয়েছে গৌরবের।  সংগৃহীত ছবি। 
*অন্যদিকে, ইডি দফতরে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে গোয়ার রেস্তোরাঁর মালিক গৌরব আরিয়াকে। গৌরব মাদক ব্যবসায় যুক্ত বলে জানা গিয়েছে। রিয়ার সঙ্গে ২০১৭ সাল থেকে যোগযোগ রয়েছে গৌরবের।  সংগৃহীত ছবি। 
advertisement
5/6
*উল্লেখ্য, মানবাধিকার কমিশনের আধিকারিকরা পৌঁছেছেন কুপার হাসপাতালে। সেখানে ডিন এবং ফরেনসিক বিভাগের প্রধানের সঙ্গে কোঠা বলবেন তাঁরা।  সংগৃহীত ছবি। 
*উল্লেখ্য, মানবাধিকার কমিশনের আধিকারিকরা পৌঁছেছেন কুপার হাসপাতালে। সেখানে ডিন এবং ফরেনসিক বিভাগের প্রধানের সঙ্গে কোঠা বলবেন তাঁরা।  সংগৃহীত ছবি। 
advertisement
6/6
*১৫ জুন সুশান্তের ময়না তদন্তের দিন রিয়াকে কেন হাসপাতালে ঢুকতে দেওয়া হয় সেই ব্যাখ্যা জানতেই এদিন কুপার হাসপাতালে পৌঁছেছেন তাঁরা।  সংগৃহীত ছবি।
*১৫ জুন সুশান্তের ময়না তদন্তের দিন রিয়াকে কেন হাসপাতালে ঢুকতে দেওয়া হয় সেই ব্যাখ্যা জানতেই এদিন কুপার হাসপাতালে পৌঁছেছেন তাঁরা।  সংগৃহীত ছবি।
advertisement
advertisement
advertisement