সুপারস্টার বাবা-মা-র সুপারফ্লপ কন্যা, কেরিয়ার ডুবতেই বিয়ে করেন জনপ্রিয় নায়ককে, ছেড়ে দেন বলিউডও, টিনাকে মনে আছে?

Last Updated:
১৯৭৩ সালের ২৯ ডিসেম্বর রাজেশ-ডিম্পলের ঘর আলো করে জন্ম নেন টুইঙ্কল। তখন অবশ্য তাঁর নাম ছিল টিনা।
1/6
সুপারস্টার রাজেশ খান্নার মেয়ে টুইঙ্কল খান্না। মা ডিম্পল কাপাডিয়াও জনপ্রিয় অভিনেত্রী। কিন্তু কেরিয়ার শুরুর কয়েক বছরের মধ্যেই সুপারফ্লপ টুইঙ্কল। ১৯৭৩ সালের ২৯ ডিসেম্বর রাজেশ-ডিম্পলের ঘর আলো করে জন্ম নেন টুইঙ্কল। তখন অবশ্য তাঁর নাম ছিল টিনা।
সুপারস্টার রাজেশ খান্নার মেয়ে টুইঙ্কল খান্না। মা ডিম্পল কাপাডিয়াও জনপ্রিয় অভিনেত্রী। কিন্তু কেরিয়ার শুরুর কয়েক বছরের মধ্যেই সুপারফ্লপ টুইঙ্কল। ১৯৭৩ সালের ২৯ ডিসেম্বর রাজেশ-ডিম্পলের ঘর আলো করে জন্ম নেন টুইঙ্কল। তখন অবশ্য তাঁর নাম ছিল টিনা।
advertisement
2/6
রাজেশ, ডিম্পলের মেয়ে হওয়ার সুবাদে চোখের সামনে দেখেছেন বলিউড। ছোটবেলা থেকেই অভিনয় জগতের সঙ্গে আষ্টেপৃষ্টে জড়িয়ে। গ্ল্যামার জগতের ঝলকানি লেগেছিল তাঁর চোখেও। স্বপ্ন দেখতেন নায়িকা হওয়ার। বাবা-মা সুপারস্টার হওয়ায় বলিউডে প্রভাবও ছিল। টুইঙ্কলের ইচ্ছেপূরণে কোনও বাধা আসেনি।
রাজেশ, ডিম্পলের মেয়ে হওয়ার সুবাদে চোখের সামনে দেখেছেন বলিউড। ছোটবেলা থেকেই অভিনয় জগতের সঙ্গে আষ্টেপৃষ্টে জড়িয়ে। গ্ল্যামার জগতের ঝলকানি লেগেছিল তাঁর চোখেও। স্বপ্ন দেখতেন নায়িকা হওয়ার। বাবা-মা সুপারস্টার হওয়ায় বলিউডে প্রভাবও ছিল। টুইঙ্কলের ইচ্ছেপূরণে কোনও বাধা আসেনি।
advertisement
3/6
১৯৯৫ সালে ববি দেওলের সঙ্গে ‘বরসাত’ ছবিতে আত্মপ্রকাশ টুইঙ্কলের। প্রথম ছবিই বক্স অফিসে সুপারহিট। শ্রেষ্ঠ নবাগতা অভিনেত্রীর ফিল্মফেয়ার পুরস্কারও জেতেন। একের পর এক সিনেমার অফার আসতে শুরু করে। এরপর কাজ করেন ‘জান’ ছবিতে। সেটাও হিট হয়। বেশ কিছু তেলেগু ছবিতেও কাজ করেন। কিন্তু তারপরই মুখ ফিরিয়ে নেন ভাগ্যদেবী। ১৯৯৬ সালে টুইঙ্কলের ‘দিল তেরা দিওয়ানা’ বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। ফ্লপ ছবির লাইন লেগে যায়।
১৯৯৫ সালে ববি দেওলের সঙ্গে ‘বরসাত’ ছবিতে আত্মপ্রকাশ টুইঙ্কলের। প্রথম ছবিই বক্স অফিসে সুপারহিট। শ্রেষ্ঠ নবাগতা অভিনেত্রীর ফিল্মফেয়ার পুরস্কারও জেতেন। একের পর এক সিনেমার অফার আসতে শুরু করে। এরপর কাজ করেন ‘জান’ ছবিতে। সেটাও হিট হয়। বেশ কিছু তেলেগু ছবিতেও কাজ করেন। কিন্তু তারপরই মুখ ফিরিয়ে নেন ভাগ্যদেবী। ১৯৯৬ সালে টুইঙ্কলের ‘দিল তেরা দিওয়ানা’ বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। ফ্লপ ছবির লাইন লেগে যায়।
advertisement
4/6
'উফ মেরি মহব্বত', 'ইতিহাস', 'জুলমি', 'বাদশা'-র মতো ছবিও সুপারফ্লপ হয়। ১৯৯৮ সালেও একই গল্প। ওই বছর আমির খানের সঙ্গে ‘মেলা’ ছবিতে কাজ করেন টুইঙ্কল। আর প্রেমে পড়েন অক্ষয় কুমারের।
'উফ মেরি মহব্বত', 'ইতিহাস', 'জুলমি', 'বাদশা'-র মতো ছবিও সুপারফ্লপ হয়। ১৯৯৮ সালেও একই গল্প। ওই বছর আমির খানের সঙ্গে ‘মেলা’ ছবিতে কাজ করেন টুইঙ্কল। আর প্রেমে পড়েন অক্ষয় কুমারের।
advertisement
5/6
টুইঙ্কল ভেবে রেখেছিলেন, ‘মেলা’ হিট হলে তাঁর কেরিয়ারে অক্সিজেন জোগাবে। আর ফ্লপ হলে অক্ষয় কুমারকে বিয়ে করে নেবেন।২০০০ সালে মুক্তি পায় ‘মেলা’। কিন্তু সুপারফ্লপ। কিছু গান হিট হলেও ছবি প্রেক্ষাগৃহে চলেনি। এর সঙ্গেই টুইঙ্কলের কপালে জোটে ‘সুপারফ্লপ নায়িকা’-র তকমা। এরপরই বলিউডের ঝলমলে পৃথিবীকে চিরতরে বিদায় জানান রাজেশ-ডিম্পলের কন্যা।
টুইঙ্কল ভেবে রেখেছিলেন, ‘মেলা’ হিট হলে তাঁর কেরিয়ারে অক্সিজেন জোগাবে। আর ফ্লপ হলে অক্ষয় কুমারকে বিয়ে করে নেবেন।২০০০ সালে মুক্তি পায় ‘মেলা’। কিন্তু সুপারফ্লপ। কিছু গান হিট হলেও ছবি প্রেক্ষাগৃহে চলেনি। এর সঙ্গেই টুইঙ্কলের কপালে জোটে ‘সুপারফ্লপ নায়িকা’-র তকমা। এরপরই বলিউডের ঝলমলে পৃথিবীকে চিরতরে বিদায় জানান রাজেশ-ডিম্পলের কন্যা।
advertisement
6/6
২০০১ সালের ১৭ জানুয়ারি অক্ষয় কুমারকে বিয়ে করেন টুইঙ্কল খান্না। আর কোনও সিনেমায় অভিনয় করেননি। ফিরেও তাকাননি বলিউডের দিকে। তিনি শুধুই অক্ষয়ের গৃহিণী। আর সফল লেখিকাও বটে। বেশ কয়েকটি বই লিখেছেন। ‘ওয়েলকাম টু প্যারাডাইজ’, ‘পায়জামাস আর ফরগিভিং’, দ্য লেজেন্ড অফ লক্ষ্মীপ্রসাদ’ ইত্যাদি। ২০১৮ সালে প্রকাশিত টুইঙ্কলের প্রথম বই ‘মিসেস ফানিবোনস’ বিশেষ প্রশংসিত হয় সমালোচক মহলে।
২০০১ সালের ১৭ জানুয়ারি অক্ষয় কুমারকে বিয়ে করেন টুইঙ্কল খান্না। আর কোনও সিনেমায় অভিনয় করেননি। ফিরেও তাকাননি বলিউডের দিকে। তিনি শুধুই অক্ষয়ের গৃহিণী। আর সফল লেখিকাও বটে। বেশ কয়েকটি বই লিখেছেন। ‘ওয়েলকাম টু প্যারাডাইজ’, ‘পায়জামাস আর ফরগিভিং’, দ্য লেজেন্ড অফ লক্ষ্মীপ্রসাদ’ ইত্যাদি। ২০১৮ সালে প্রকাশিত টুইঙ্কলের প্রথম বই ‘মিসেস ফানিবোনস’ বিশেষ প্রশংসিত হয় সমালোচক মহলে।
advertisement
advertisement
advertisement