শরীরী আবেদনে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুললেন সানি লিওন...রইল ফটো অ্যালবাম

Last Updated:
1/6
প্রেমের মরসুমে মোহময়ী শরীরী আবেদনে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুললেন সানি লিওনি। প্রেমের সপ্তাহে তাঁকে দেখা গেল সাদা গাউনে। পাশ কাটা সেই গাউনে পরেও অনবদ্য লাগছিল সানিকে।
প্রেমের মরসুমে মোহময়ী শরীরী আবেদনে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুললেন সানি লিওনি। প্রেমের সপ্তাহে তাঁকে দেখা গেল সাদা গাউনে। পাশ কাটা সেই গাউনে পরেও অনবদ্য লাগছিল সানিকে।
2/6
ক্যামেরার সামনে তিনি বরাবরই সাহসের পরিচয় দিয়েছেন। পর্ন ইন্ডাস্ট্রির ডিভা থেকে বলিউডে এসে জমি শক্ত করে ফেলেছেন সহজেই। অনস্ক্রিন সাহসী দৃশ্যে অভিনয় করেছেন। সেই সানি লিওনি ফের একবার সাহসী পোজ দিলেন ক্যামেরায়। সেই ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন তিনি।
ক্যামেরার সামনে তিনি বরাবরই সাহসের পরিচয় দিয়েছেন। পর্ন ইন্ডাস্ট্রির ডিভা থেকে বলিউডে এসে জমি শক্ত করে ফেলেছেন সহজেই। অনস্ক্রিন সাহসী দৃশ্যে অভিনয় করেছেন। সেই সানি লিওনি ফের একবার সাহসী পোজ দিলেন ক্যামেরায়। সেই ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন তিনি।
3/6
সানি লিওনি যেভাবেই তাঁর চেহারা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করুন না কেন, তাতেই মজে সিনেপ্রেমিদের মন। ঠিক তেমনই এই সাদা গাউনটি পরে তাঁকে সুন্দর মানিয়ে গিয়েছে। গা=উনে রয়েছে নীলাভ এবং গোলাপী-বেগুনী আভা। চুলও বেঁধেছেন পোষাকের সঙ্গে একেবারে মানানসই করে।
সানি লিওনি যেভাবেই তাঁর চেহারা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করুন না কেন, তাতেই মজে সিনেপ্রেমিদের মন। ঠিক তেমনই এই সাদা গাউনটি পরে তাঁকে সুন্দর মানিয়ে গিয়েছে। গা=উনে রয়েছে নীলাভ এবং গোলাপী-বেগুনী আভা। চুলও বেঁধেছেন পোষাকের সঙ্গে একেবারে মানানসই করে।
4/6
এই ছবি শেয়ার করে, সানি লিওন, ড্যানিয়েল ওয়েবার তাদের ভ্যালেন্টাইন্স ডে'র পরিকল্পনাগুলি ভাগ করে নিয়েছেন।
এই ছবি শেয়ার করে, সানি লিওন, ড্যানিয়েল ওয়েবার তাদের ভ্যালেন্টাইন্স ডে'র পরিকল্পনাগুলি ভাগ করে নিয়েছেন।
5/6
সম্প্রতি সানি ১৩ তম বার্ষিক এশিয়া ওয়ান বিজনেস অ্যান্ড সোশ্যাল ফোরামের একটি অ্যাওয়ার্ড সেরিমনিতে অংশগ্রহণ করেন। সেখানে তাঁকে 'ওম্যান এমপাওয়ারমেন্ট' অ্যাওয়ার্ড দেওয়া হয়। সাদা গাউনটি তিনি সেই অনুষ্ঠানেই পরেছিলেন।
সম্প্রতি সানি ১৩ তম বার্ষিক এশিয়া ওয়ান বিজনেস অ্যান্ড সোশ্যাল ফোরামের একটি অ্যাওয়ার্ড সেরিমনিতে অংশগ্রহণ করেন। সেখানে তাঁকে 'ওম্যান এমপাওয়ারমেন্ট' অ্যাওয়ার্ড দেওয়া হয়। সাদা গাউনটি তিনি সেই অনুষ্ঠানেই পরেছিলেন।
6/6
সানির গাউনটি ডিজাইন করেছেন ফ্যাশন ডিজাইনার স্বপনীল শিন্ডে।
সানির গাউনটি ডিজাইন করেছেন ফ্যাশন ডিজাইনার স্বপনীল শিন্ডে।