সলমন খানকে তাঁর দেহরক্ষী শেরা গত ২০ বছর ধরে নিরাপত্তা দিয়ে চলেছেন। মুম্বইয়ে বডি বিল্ডিংয়ের বিভিন্ন প্রতিযোগিতাতে অংশও নিয়েছেন শেরা। এমনকি মিস্টার মহারাষ্ট্র প্রতিযোগিতাতেও ছিলেন তিনি। কোনও তারকার চেয়ে কম নন শেরা এবং সলমন শেরাকে তাঁদের পরিবারের অংশই মনে করেন। জানেন কি এই কাজের জন্যে শেরা সলমনের থেকে মাসে কত টাকা বেতন পান? সূত্রের খবর, শেরাকে সলমন মাসে ১৫ লক্ষ টাকা বেতন দেন। যা বছরে দু কোটি টাকার আশেপাশে।