কেমোথেরাপির পর ন্যাড়া মাথা ঢাকতে এবার নকল চুল পরলেন সোনালি বেন্দ্রে

Last Updated:
1/6
• জুলাই মাসের প্রথম সপ্তাহে হঠাৎই বজ্রপাত ৷ হাজার হাজার ভক্ত, অনুরাগী, শুভাকাঙ্খীর হৃদয় ভেঙে সোনালি জানিয়েছিলেন তিনি ক্যান্সারে আক্রান্ত ৷ ইরফান খানের পর আরও এক বলি-ডিভা ৷ সোশ্যাল মিডিয়ায় এই খবর নিজেই ট্যুইট করে জানিয়েছিলেন সোনালি ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
• জুলাই মাসের প্রথম সপ্তাহে হঠাৎই বজ্রপাত ৷ হাজার হাজার ভক্ত, অনুরাগী, শুভাকাঙ্খীর হৃদয় ভেঙে সোনালি জানিয়েছিলেন তিনি ক্যান্সারে আক্রান্ত ৷ ইরফান খানের পর আরও এক বলি-ডিভা ৷ সোশ্যাল মিডিয়ায় এই খবর নিজেই ট্যুইট করে জানিয়েছিলেন সোনালি ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
2/6
• এরপর কেটে গিয়েছে ২ মাস ৷ মাঝে মধ্যেই তাঁর আবেগ জড়ানো পোস্ট দেখে চোখে জল এসেছে ভক্তদের ৷ কিন্তু নিজের মনোবল এতটুকু খোয়াননি তিনি ৷ কখনও বন্ধুদের ঘিরে, কখনও একমাত্র ছেলেকে নিয়ে বারবারই সাহসী, অনুপ্রেরণামূলক লেখা উঠে এসেছে তাঁর কলম থেকে ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
• এরপর কেটে গিয়েছে ২ মাস ৷ মাঝে মধ্যেই তাঁর আবেগ জড়ানো পোস্ট দেখে চোখে জল এসেছে ভক্তদের ৷ কিন্তু নিজের মনোবল এতটুকু খোয়াননি তিনি ৷ কখনও বন্ধুদের ঘিরে, কখনও একমাত্র ছেলেকে নিয়ে বারবারই সাহসী, অনুপ্রেরণামূলক লেখা উঠে এসেছে তাঁর কলম থেকে ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
3/6
• এই মুহূর্তে নিউ ইয়র্কে চলছে তাঁর চিকিৎসা ৷ চিকিৎসার কারণে কেটে ফেলতে হয়েছে সুন্দর লম্বা চুল ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
• এই মুহূর্তে নিউ ইয়র্কে চলছে তাঁর চিকিৎসা ৷ চিকিৎসার কারণে কেটে ফেলতে হয়েছে সুন্দর লম্বা চুল ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
4/6
• কিন্তু ন্যাড়া মাথা নিয়ে এতটুকু চিন্তিত নন সোনালি ৷ বারবারই চুলহীন মাথা নিয়েই সকলের সামনে ধরা দিয়েছেন এই বলি-নায়িকা ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
• কিন্তু ন্যাড়া মাথা নিয়ে এতটুকু চিন্তিত নন সোনালি ৷ বারবারই চুলহীন মাথা নিয়েই সকলের সামনে ধরা দিয়েছেন এই বলি-নায়িকা ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
5/6
• এবার অবশ্য একটু অন্যরূপে ধরা দিলেন সোনালি ৷ নকল চুল দিয়ে মাথা ঢেকে ফেললেন তিনি ৷ সেই সঙ্গে সোশ্যাল মিডিয়ায় লিখলেন একটি ইমোনশাল পোস্ট ৷ বিনোদন দুনিয়ার অংশ হওয়ার কারণে সব সময়ই সুন্দর দেখতে লাগাটা আবশ্যিক ৷ আর তাই নায়িকার মধ্যেও সেই ভাবনাটা গেঁথে গিয়েছে ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
• এবার অবশ্য একটু অন্যরূপে ধরা দিলেন সোনালি ৷ নকল চুল দিয়ে মাথা ঢেকে ফেললেন তিনি ৷ সেই সঙ্গে সোশ্যাল মিডিয়ায় লিখলেন একটি ইমোনশাল পোস্ট ৷ বিনোদন দুনিয়ার অংশ হওয়ার কারণে সব সময়ই সুন্দর দেখতে লাগাটা আবশ্যিক ৷ আর তাই নায়িকার মধ্যেও সেই ভাবনাটা গেঁথে গিয়েছে ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
6/6
• সোনালি লেখেন, লুকের উপর মানসিক অবস্থা অনেকটাই নির্ভর করে ৷ এই সামান্য কাজটায় কারও কোনও ক্ষতি হবে না ৷ তবে এতে খুশি থাকা যাবে....৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
• সোনালি লেখেন, লুকের উপর মানসিক অবস্থা অনেকটাই নির্ভর করে ৷ এই সামান্য কাজটায় কারও কোনও ক্ষতি হবে না ৷ তবে এতে খুশি থাকা যাবে....৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
advertisement
advertisement