বলিউড কাঁপাচ্ছেন বাংলার মেয়ে শ্রেয়া! তাঁর সম্পত্তির 'পরিমাণ' কত জানেন...? গর্বিত হবেন আপনিও!
- Published by:Tias Banerjee
- news18 bangla
Last Updated:
Shreya Ghoshal: মাত্র ১৪ বছর বয়সে এক রিয়ালিটি শো'য়ের মাধ্যমে যাত্রা শুরু করে শ্রেয়া আজ বিশ্বজোড়া পরিচিতি পেয়েছেন। সেই শো'য়ে বিজয়ী হওয়ার পরে বলিউডে তাঁর ডেবিউ হয় ২০০২ সালে। প্রথম ছবিই ছিল বিখ্যাত 'দেবদাস', যেখানে 'বইরি পিয়া' গানটি গেয়ে দর্শকের হৃদয়ে জায়গা করে নেন তিনি।
শ্রেয়া ঘোষাল, যিনি খাতায়-কলমে প্রবাসী হলেও তাঁর মন জুড়ে রয়েছে বাংলা ভাষা ও সংস্কৃতি। মাত্র ১৪ বছর বয়সে এক রিয়ালিটি শো'য়ের মাধ্যমে যাত্রা শুরু করে শ্রেয়া আজ বিশ্বজোড়া পরিচিতি পেয়েছেন। জানেন, তাঁর সম্পত্তির পরিমাণ কত? বাংলাই হিসেবে গর্বিত হবেন আপনিও।
advertisement
বলিউডে তাঁর ডেবিউ হয় ২০০২ সালে। প্রথম ছবিই ছিল বিখ্যাত 'দেবদাস', যেখানে 'বইরি পিয়া' গানটি গেয়ে দর্শকের হৃদয়ে জায়গা করে নেন তিনি। সেই থেকে শুরু— একের পর এক সুপারহিট গান, যা এখনও সমানে চলছে।
advertisement
বলিউডে ডেবিউ: ২০০২ সালে 'দেবদাস' ছবির 'বইরি পিয়া' গান দিয়ে বলিউডে যাত্রা শুরু। গানের সংখ্যা: ২০টি ভাষায় প্রায় ৩০০০টির বেশি গান গেয়েছেন শ্রেয়া ঘোষাল। পারিশ্রমিক: একটি গান গাইতে তিনি নেন ২৫ লক্ষ টাকা, যা সুনিধি চৌহান ও অরিজিৎ সিংয়ের চেয়েও বেশি। কী ভাবে এত পথে এসে সাফল্যের মুখ দেখলেন বঙ্গতনয়া? শুনলে চমকে যাবেন।
advertisement
শ্রেয়া ঘোষালের জন্ম ১২ মার্চ ১৯৮৪ সালে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার একটি বাঙালি পরিবারে। তবে শৈশব কেটেছে রাজস্থানের কোটা শহরে, কারণ তাঁর বাবা বিশ্বজিত ঘোষাল ছিলেন একটি পরমাণু শক্তি কেন্দ্রে ইঞ্জিনিয়ার। তাঁর মা শর্মিষ্ঠা ঘোষাল একজন গৃহিণী এবং শাস্ত্রীয় সঙ্গীতের অনুরাগী।
advertisement
সংগীতচর্চার শুরু: মাত্র ৪ বছর বয়সে শ্রেয়া সঙ্গীত শেখা শুরু করেন। প্রথমে তাঁর মা তাঁকে শাস্ত্রীয় সঙ্গীতে তালিম দেন। পরবর্তী সময়ে তিনি কোটা শহরের একটি সংগীত শিক্ষকের কাছে প্রশিক্ষণ নেন।
advertisement
২০১৫ সালের ৫ ফেব্রুয়ারি, শ্রেয়া তাঁর বহুদিনের প্রেমিক শিলাদিত্য মুখোপাধ্যায়-এর সঙ্গে বিয়ে করেন। শিলাদিত্য একজন প্রযুক্তি বিশেষজ্ঞ এবং উদ্যোক্তা।
advertisement
শ্রেয়া ও শিলাদিত্য দম্পতির একটি পুত্রসন্তান রয়েছে। ২০২১ সালের ২২ মে তাঁদের ছেলের জন্ম হয়। ছেলের নাম দেবায়ন মুখোপাধ্যায়।
advertisement
বিখ্যাত হওয়া সত্ত্বেও শ্রেয়া ব্যক্তিগত জীবনে অত্যন্ত সরল এবং সাধারণ জীবনযাপন করেন। পরিবার এবং বন্ধুদের সঙ্গে সময় কাটাতে তিনি সবচেয়ে বেশি ভালোবাসেন। ব্যক্তিগত জীবন গোপন রাখতেই স্বচ্ছন্দ তিনি।
advertisement
যদিও শ্রেয়ার সংগ্রহে রয়েছে বেশ কয়েকটি দামি গাড়ি, যার মধ্যে উল্লেখযোগ্য হল <strong>গাড়ির তালিকা ও দাম:</strong>রেঞ্জ রোভার (১.৬৯ কোটি টাকা)রেঞ্জ রোভার (২.৮০ কোটি টাকা)মার্সেডিজ বেঞ্জ এস (১.৭১ কোটি টাকা)বিএমডব্লিউ ৫ সিরিজ (৬৫.৩৮ লক্ষ টাকা)
advertisement