Guess the Celebrity: নরকযন্ত্রণা...! এক ভুলেই কেরিয়ার-পরিবার শেষ, বাবা-মায়ের অমতে বিয়ে করে নির্মম পরিণতি, আজ বিশ্বজোড়া খ্যাতি, বলুন তো কে তিনি?
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Guess the Celebrity: ২০০০ টিরও বেশি গান গাওয়ার রেকর্ড রয়েছে এই গায়িকরা। যদিও আজ সঙ্গীত জগতে তাঁর বিশ্বজোড়া খ্যাতি কিন্তু তাঁর একটি সিদ্ধান্ত জীবন এবং পরিবারকে ধ্বংস করে দিয়েছিল। চিনতে পারছেন কে তিনি?
advertisement
advertisement
advertisement
advertisement
রিয়েলিটি সিঙ্গিং শো জেতার পর প্রথম ছবিতে গান গেয়েছিলেন সুনিধি। তিনি ১৯৯৬ সালে প্রথম 'শাস্ত্র' চলচ্চিত্রের বিখ্যাত গান 'লাডকি দিওয়ানি বয়েজ দিওয়ানা' গেয়েছিলেন। যেখানে তাকে সমর্থন করেছিলেন উদিত নারায়ণ এবং আদিত্য নারায়ণ। কিন্তু তার আসল সাফল্য আসে ১৯৯৯ সালের 'মাস্ত' ছবির 'রুকি রুকি সি জিন্দেগি' গান থেকে। এই গানটি সেই সময়ে ব্যাপক হিট হয় এবং সুনিধি বলিউডের বিখ্যাত গায়কদের তালিকায় যোগ দেন।
advertisement
মিউজিক ইন্ডাস্ট্রিতে আসার পর সুনিধি শুধুমাত্র হিন্দিতেই নয়, মারাঠি, কন্নড়, তেলেগু, তামিল, পাঞ্জাবি, অসমীয়া, নেপালি এবং উর্দু ভাষায়ও অনেক গানে কণ্ঠ দিয়েছেন। এর পাশাপাশি একাধিক পুরস্কারও জিতেছেন গায়িকা। বর্তমানে চলচ্চিত্রে কম গান গাইলেও স্টেজ শো করতে তিনি বেশ পারদর্শী। বলিউডে এমন একজন বিখ্যাত গায়িকার ব্যক্তিগত জীবন শুনলে শিউরে উঠবেন।
advertisement
advertisement
প্রতিবেদন সূত্রের খবর, সুনিধি তার পরিবারের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে ববি খানকে বিয়ে করেছিলেন। সে সময় সুনিধির বয়স ছিল মাত্র ১৮ বছর আর ববি খান তার থেকে ১৪ বছরের বড়। এই বিয়েতে সুনিধির বাবা-মা খুব ক্ষুব্ধ হন এবং তারা তাদের মেয়ের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে দেন। ২০০৩ সালেই তাঁদের বিবাহবিচ্ছেদ হয়৷
advertisement
advertisement
ববি খানের সাথে বিবাহ বিচ্ছেদের পর, সঙ্গীত সুরকার হিতেশ সুনিধির সঙ্গে সম্পর্কে জড়ান সুনিধি। ২০১২ সালের ২৪ এপ্রিল গোয়ায় বিয়ে হয় তাঁদের। সুনিধি এবং হিতেশও ছোটবেলার বন্ধু। বর্তমানে তাঁদের একটি ছেলেও রয়েছে। উল্লেখ্য, সুনিধি একবার সাক্ষাৎকারে তার প্রথম বিয়ে ভেঙে যাওয়া এবং তার বাবা-মায়ের অসন্তোষ নিয়ে মুখ খুলেছিলেন। তিনি জানান, সেই সময় ববি খানকে বিয়ে করার সিদ্ধান্ত জীবনের সবচেয়ে বড় ভুলের মধ্যে একটি, যা তাঁর পরিবার ও কেরিয়ার শেষ করে দিয়েছিল৷