লকডাউনে বিদেশে ছিলেন স্বামী মাইকের কাছে, দেশে ফেরার পর মোনালির কোলে এল নতুন অতিথি, দেখুন...

Last Updated:
1/7
*তিন বছর আগে বিয়ে করেছেন। কিন্তু প্রকাশ্যে আসেনি সেই কথা। সম্প্রতি প্রকাশ্যে এসেছে সেই কথা। সর্বভারতীয় এক সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার সময় জনপ্রিয় গায়িকা মোনালি ঠাকুর বলেন, "বিয়ের পরে ভেবেছিলাম সময় করে সবাইকে জানাব। কিন্তু একটা একটা করে দিন কেটে গিয়েছে। জানানো হয়নি। তবে বিয়ে লুকিয়ে রাখব এমন কোনও ইচ্ছে ছিল না।" 
*তিন বছর আগে বিয়ে করেছেন। কিন্তু প্রকাশ্যে আসেনি সেই কথা। সম্প্রতি প্রকাশ্যে এসেছে সেই কথা। সর্বভারতীয় এক সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার সময় জনপ্রিয় গায়িকা মোনালি ঠাকুর বলেন, "বিয়ের পরে ভেবেছিলাম সময় করে সবাইকে জানাব। কিন্তু একটা একটা করে দিন কেটে গিয়েছে। জানানো হয়নি। তবে বিয়ে লুকিয়ে রাখব এমন কোনও ইচ্ছে ছিল না।" 
advertisement
2/7
*বিয়ের পরে কখনও দেশে, কখনও বিদেশে কাটান মোনালি। স্বামী মাইক বিদেশে থাকেন। ফলে দীর্ঘ লকডাউন জুড়ে মোনালি স্বামীর সঙ্গে বিদেশে ছিলেন। ছবি: ইনস্টাগ্রাম। 
*বিয়ের পরে কখনও দেশে, কখনও বিদেশে কাটান মোনালি। স্বামী মাইক বিদেশে থাকেন। ফলে দীর্ঘ লকডাউন জুড়ে মোনালি স্বামীর সঙ্গে বিদেশে ছিলেন। ছবি: ইনস্টাগ্রাম। 
advertisement
3/7
*কখনও সাইক্লিং করে, কখনও ঘুরে, স্বামীর সঙ্গে খুনসুটি করে অবসর উপভোগ করেছেন। এরপর পরিস্থিতি যখন কিছুটা স্বাভাবিক হতে শুরু করে, দেশে ফেরার মানসিক প্রস্তুতি শুরু হয়, তখনই আসে দুঃসংবাদ। তারপরেই তড়িঘড়ি মাইক এবং তিনি দেশে ফেরেন। ছবি: ইনস্টাগ্রাম। 
*কখনও সাইক্লিং করে, কখনও ঘুরে, স্বামীর সঙ্গে খুনসুটি করে অবসর উপভোগ করেছেন। এরপর পরিস্থিতি যখন কিছুটা স্বাভাবিক হতে শুরু করে, দেশে ফেরার মানসিক প্রস্তুতি শুরু হয়, তখনই আসে দুঃসংবাদ। তারপরেই তড়িঘড়ি মাইক এবং তিনি দেশে ফেরেন। ছবি: ইনস্টাগ্রাম। 
advertisement
4/7
*৫ অক্টোবর হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন গায়ক-অভিনেতা শক্তি ঠাকুর। বাবার মৃত্যুর খবর পেয়ে সে দিনই মোনালি স্বামী মাইককে নিয়ে সুইৎজারল্যান্ড থেকে রওনা হন । এসে পৌঁছোন ৭ অক্টোবর। তারপর নিয়ম মেনে মৃত্যুর তিনদিন পর বাবার শ্রাদ্ধানুষ্ঠানে যোগ দেন। ছবি: ইনস্টাগ্রাম। 
*৫ অক্টোবর হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন গায়ক-অভিনেতা শক্তি ঠাকুর। বাবার মৃত্যুর খবর পেয়ে সে দিনই মোনালি স্বামী মাইককে নিয়ে সুইৎজারল্যান্ড থেকে রওনা হন । এসে পৌঁছোন ৭ অক্টোবর। তারপর নিয়ম মেনে মৃত্যুর তিনদিন পর বাবার শ্রাদ্ধানুষ্ঠানে যোগ দেন। ছবি: ইনস্টাগ্রাম। 
advertisement
5/7
*মোনালি সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ। তার চলাফেরা, ইচ্ছা-অনিচ্ছা, ভাললাগা এবং ভালবাসার সব জিনিষই শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়। ছবি: ইনস্টাগ্রাম। 
*মোনালি সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ। তার চলাফেরা, ইচ্ছা-অনিচ্ছা, ভাললাগা এবং ভালবাসার সব জিনিষই শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়। ছবি: ইনস্টাগ্রাম। 
advertisement
6/7
*আজও স্বাভাবিক ভাবেই তার ব্যতিক্রম হয়নি। গায়িকা মহানন্দে জানিয়েছেন, তাঁদের পরিবারে এসেছে নতুন সদস্য। এ দিন খুদেকে কোলে নিয়ে নানা মুডের ছবিও শেয়ার করেছেন তিনি। ছবি: ইনস্টাগ্রাম। 
*আজও স্বাভাবিক ভাবেই তার ব্যতিক্রম হয়নি। গায়িকা মহানন্দে জানিয়েছেন, তাঁদের পরিবারে এসেছে নতুন সদস্য। এ দিন খুদেকে কোলে নিয়ে নানা মুডের ছবিও শেয়ার করেছেন তিনি। ছবি: ইনস্টাগ্রাম। 
advertisement
7/7
*ছোট্ট কুকুরছানা এসেছে মোনালির পরিবারে। মা মোনালির কোলে পরম নিশ্চিন্তে রয়েছে ছোট্ট ছানা। সেই ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ছবি: ইনস্টাগ্রাম।
*ছোট্ট কুকুরছানা এসেছে মোনালির পরিবারে। মা মোনালির কোলে পরম নিশ্চিন্তে রয়েছে ছোট্ট ছানা। সেই ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ছবি: ইনস্টাগ্রাম।
advertisement
advertisement
advertisement