Bollywood Gossip: ট্রেনে প্রেম, তারপর বিয়ে! বছরের পর বছর স্বামীর থেকে দূরে... জানেন অলকা ইয়াগনিকের এসব গল্প?

Last Updated:
Bollywood Gossip: অলকা ও নীরজের প্রথম দেখা হয় ট্রেনে। পরে দুজনে বন্ধুত্ব হয় এবং ধীরে ধীরে প্রেম।
1/6
১৯৬৬ সালের ২০ মার্চ কলকাতার একটি গুজরাতি পরিবারে জন্মগ্রহণ করেন গায়িকা অলকা ইয়াগনিক। আজ তাঁর আলাদা করে কোনও পরিচয়ের প্রয়োজন নেই। নিজের কেরিয়ারে তিনি প্রায় ১১১৪টি ছবিতে ২,৪৮৬টি হিন্দি গান গেয়েছেন।
১৯৬৬ সালের ২০ মার্চ কলকাতার একটি গুজরাতি পরিবারে জন্মগ্রহণ করেন গায়িকা অলকা ইয়াগনিক। আজ তাঁর আলাদা করে কোনও পরিচয়ের প্রয়োজন নেই। নিজের কেরিয়ারে তিনি প্রায় ১১১৪টি ছবিতে ২,৪৮৬টি হিন্দি গান গেয়েছেন।
advertisement
2/6
 অলকা ১৯৮৯ সালে শিলংয়ের বড় ব্যবসায়ী নীরজ কাপুরকে বিয়ে করেন। দুজনের একটি মেয়েও রয়েছে, সায়েশা কাপুর। তবে খুব কম মানুষই জানেন যে অলকা তাঁর স্বামীর কাছ থেকে দূরে রয়েছেন বছরের পর বছর।
অলকা ১৯৮৯ সালে শিলংয়ের বড় ব্যবসায়ী নীরজ কাপুরকে বিয়ে করেন। দুজনের একটি মেয়েও রয়েছে, সায়েশা কাপুর। তবে খুব কম মানুষই জানেন যে অলকা তাঁর স্বামীর কাছ থেকে দূরে রয়েছেন বছরের পর বছর।
advertisement
3/6
অলকা ও নীরজের প্রথম দেখা হয় ট্রেনে। পরে দুজনে বন্ধুত্ব হয় এবং ধীরে ধীরে প্রেম। বিয়ের আগে দুজনেই তাঁদের বাবা-মাকে বিষয়টি জানান। নীরজ এবং অলকা যখন বিয়ে করার সিদ্ধান্ত নেন, তখন তাঁদের পরিবার সেই সিদ্ধান্তকে স্বাগত জানালেও ভবিষ্যত নিয়ে চিন্তিত ছিলেন।
অলকা ও নীরজের প্রথম দেখা হয় ট্রেনে। পরে দুজনে বন্ধুত্ব হয় এবং ধীরে ধীরে প্রেম। বিয়ের আগে দুজনেই তাঁদের বাবা-মাকে বিষয়টি জানান। নীরজ এবং অলকা যখন বিয়ে করার সিদ্ধান্ত নেন, তখন তাঁদের পরিবার সেই সিদ্ধান্তকে স্বাগত জানালেও ভবিষ্যত নিয়ে চিন্তিত ছিলেন।
advertisement
4/6
শোনা যায়, অলকা যখন নীরজ কাপুরকে বিয়ে করতে চলেছেন, তখন তাঁর পরিবারের সদস্যরা বিয়ে নিয়ে অদ্ভুত ভবিষ্যদ্বাণী করেন। তাঁদের বাবা-মা উভয়েই সতর্ক করেছিলেন যে অলকা এবং নীরজের সম্পর্ক লং ডিসটেন্স হবে। সম্পর্ক ভেঙে যাওয়ার আশঙ্কা রয়েছে। কিন্তু দু’জনেই এসবের তোয়াক্কা না করে বিয়ে করার সিদ্ধান্ত নেন। শেষ পর্যন্ত তাঁর বাবা-মার কথাই মিলে যায়।
শোনা যায়, অলকা যখন নীরজ কাপুরকে বিয়ে করতে চলেছেন, তখন তাঁর পরিবারের সদস্যরা বিয়ে নিয়ে অদ্ভুত ভবিষ্যদ্বাণী করেন। তাঁদের বাবা-মা উভয়েই সতর্ক করেছিলেন যে অলকা এবং নীরজের সম্পর্ক লং ডিসটেন্স হবে। সম্পর্ক ভেঙে যাওয়ার আশঙ্কা রয়েছে। কিন্তু দু’জনেই এসবের তোয়াক্কা না করে বিয়ে করার সিদ্ধান্ত নেন। শেষ পর্যন্ত তাঁর বাবা-মার কথাই মিলে যায়।
advertisement
5/6
৯০ এর দশকে  অলকার কেরিয়ার তুঙ্গে। তখনই তিনি বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তাঁর স্বামী নীরজ শিলং থেকে মুম্বইতে আসার কথা ভাবেন। বিয়ের কিছুদিন পর মুম্বই আসেনও তিনি। কিন্তু তাঁর ব্যবসা তেমন ভাল চলছিল না। তাই আবার শিলং ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন। অন্যদিকে অলকা মুম্বইতেই থেকে যান।
৯০ এর দশকে অলকার কেরিয়ার তুঙ্গে। তখনই তিনি বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তাঁর স্বামী নীরজ শিলং থেকে মুম্বইতে আসার কথা ভাবেন। বিয়ের কিছুদিন পর মুম্বই আসেনও তিনি। কিন্তু তাঁর ব্যবসা তেমন ভাল চলছিল না। তাই আবার শিলং ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন। অন্যদিকে অলকা মুম্বইতেই থেকে যান।
advertisement
6/6
দাম্পত্যের শুরুর দিকে টানাপড়েন শুরু হলেও তা ৩-৪ বছরেই মিটে যায়। এখন দুজনেরই বেশ ভাল বোঝাপড়া।
দাম্পত্যের শুরুর দিকে টানাপড়েন শুরু হলেও তা ৩-৪ বছরেই মিটে যায়। এখন দুজনেরই বেশ ভাল বোঝাপড়া।
advertisement
advertisement
advertisement