Alka Yagnik-Neeraj Kapoor Relationship: ট্রেনে প্রথম আলাপ, বিয়ের পরে ২৭ বছর স্বামীর থেকে আলাদা, আলকা ইয়াগনিকের জীবনের যন্ত্রণা সরিয়ে দেবে পায়ের তলার মাটি
- Published by:Arjun Neogi
Last Updated:
Alka Yagnik-Neeraj Kapoor Relationship: বিয়ের পরে নতুন বউ অলকা স্বামীকে ছাড়াই একা থাকতে শুরু করেন মুম্বইয়ে
বলিউডের অন্যতম অন্যতম কিংবদন্তি প্লেব্যাক সিঙ্গার অলকা ইয়াগনিক ৷ লতা মঙ্গেশকরের পরে সব থেকে বেশি যাঁরা গান মানুষ শুনেছেন বা শুনছেন অলকা ইয়াগনিককে ৷ ফাইল ছবি ৷
advertisement
আজ পুরস্কারের মালকিন তিনি ৷ দীর্ঘ সময় ধরে অলকা ইয়াগনিক মুম্বইয়ে বসবাস করছেন অলকা সঙ্গীতকেই নিজের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পর্যায় হিসাবে মেনে নিয়েছেন অলকা ৷ ফাইল ছবি ৷
advertisement
স্বামীর সঙ্গে কখনও থাকতে পারেননি অলকা ৷ গানের টানেই মু্ম্বইয়ে চলে এসেছিলেন অলকা ইয়াগনিক ৷ ২৭ বছর ধরে মুম্বইয়ে আছেন ৷ ফাইল ছবি ৷
advertisement
মাত্র ১৪ বছর বয়স থেকে গান শুরু করেন ৷ ৯০-এর দশকের সব থেকে সুরেলা গলায় গান গেয়ে দর্শকদের মনে চিরস্থায়ী স্থান করে নিয়েছেন তিনি ৷ ফাইল ছবি ৷
advertisement
স্বামী নীরজ কাপুরের সঙ্গে দেখা হয় ১৯৮৬ সালে ৷ সেই সময়ে মায়ের সঙ্গে অলকা কলকাতা থেকে দিল্লিতে আসছিলেন ৷ ফাইল ছবি ৷
advertisement
স্বামী নীরজ কাপুরের সঙ্গে দেখা হয় ১৯৮৬ সালে ৷ সেই সময়ে মায়ের সঙ্গে অলকা কলকাতা থেকে দিল্লিতে আসছিলেন ৷ ফাইল ছবি ৷
advertisement
অলকা ইয়াগনিকের মায়ের বান্ধবীর ভাইপো তাঁকে স্টেশনে নিতে এসেছিলেন ৷ সেখানেই প্রথম আলাপ হয় স্বামী নীরজ কাপুরের সঙ্গে ৷ ফাইল ছবি ৷
advertisement
মুম্বইয়ে অলকা ইয়াগনিকের সঙ্গে নীরজ কাপুরের আলাপ হয় ৷ এরপরেই মুম্বইয়ে এই দুইয়ের মধ্যে বন্ধুত্ব হয় ৷ পরস্পরের সঙ্গে সঙ্গে শুরু হয় কথাবার্তাও ৷ ফাইল ছবি ৷
advertisement
কয়েক মাস এমন চলতে চলতে একে অপরের প্রিয় পাত্রতে পরিণত হন তাঁরা ৷ সম্পর্ক দানা বাঁধতে থাকতে, রিলেশন শিপ চলতে থাকে আরও ২ বছর ৷ তারপরেই অলকা ইয়াগনিকের প্রথম সুপারহিট গান বলিউড কাঁপায় ৷ ফাইল ছবি ৷
advertisement
গানটি ছিল এক দো তিন, এই গানটি বদলে দেয় অলকা ইয়াগনিকের জীবন ৷ এই দুই বছরের প্রেমেই বিয়ে সিদ্ধান্ত নেন ৷ বাড়িতে কথা বলেন ৷ বিয়ের জন্য দুই বাড়ি রাজি ছিল প্রাথমিক ভাবে ৷ ফাইল ছবি ৷
advertisement
কিন্তু সতর্কবাণী ছিল অলকা ও নীরজের মধ্যে দূরত্ব সম্পর্কের মধ্যে বাধা বিপত্তির সৃষ্টি করতে পারে ৷ এরপরেও নীরজ-অলকা ইয়াগনিক বিয়ের সিদ্ধান্ত নেন ৷ বিয়ের পরে টক ঝাল মিষ্টি জীবনে বাড়তে থাকে প্রেম ৷ ফাইল ছবি ৷
advertisement
একমাত্র মেয়ে সেয়শা কাপুর মায়ের সঙ্গে মুম্বইয়ে থাকে ৷ শিলং-এর ব্যবসায়ী নীরজ কাপুরের সঙ্গে ১৯৮৯-এ বিয়ে হয় অলকা ইয়াগনিকের ৷ ফাইল ছবি ৷
advertisement
এরপরে মুম্বইয়ে নীরজের ব্যবসা শুরু করার চেষ্টা করলেও তেমন ভাবে চলছিলনা ৷ তাই তিনি শিলঙে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন ৷ এরপরে ২৭ বছর আলাদা থাকেন কিন্তু একে অপরের প্রতি প্রেমের অভাব হয়নি কখনও ৷ ফাইল ছবি ৷
advertisement
ছুটিতে নীরজ ও অলকা একসঙ্গে সময় কাটাতে থাকেন মেয়েকে নিয়ে ৷ দূরত্ব তাঁদের বিয়ের সম্পর্কে বাধ সাধে, বিবাহ বিচ্ছেদের মত বড় সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবেন তারপরে ৷ ফাইল ছবি ৷
advertisement