১০০ কোটির ক্লাবে সিম্বা! পরপর ৮ ছবির দারুণ সাফল্যে রেকর্ড রোহিত শেঠির

Last Updated:
1/9
২৮ ডিসেম্বর মু্ক্তি পেয়েছে সিম্বা৷ প্রথম ৫ দিনেই বক্সঅফিসে সিম্বার ঝুলিতে ১২৪ কোটি৷ আর সেই সঙ্গেই রেকর্ড করে ফেললেন পরিচালক রোহিত শেঠি৷ তার পরিচালিত ৮টি ছবি পরপর বক্সঅফিসে ১০০ কোটির ক্লাবে জায়গা করে নিল৷
২৮ ডিসেম্বর মু্ক্তি পেয়েছে সিম্বা৷ প্রথম ৫ দিনেই বক্সঅফিসে সিম্বার ঝুলিতে ১২৪ কোটি৷ আর সেই সঙ্গেই রেকর্ড করে ফেললেন পরিচালক রোহিত শেঠি৷ তার পরিচালিত ৮টি ছবি পরপর বক্সঅফিসে ১০০ কোটির ক্লাবে জায়গা করে নিল৷
advertisement
2/9
গোলমাল সিরিজ শুরু থেকেই হিট হলেও প্রথম ১০০ কোটির মুখ দেখে এই ফ্রাঞ্চাইজির তৃতীয় ছবি৷ ২০১০ সালে ১০৮ কোটির ব্যবসা করে গোলমাল থ্রি৷
গোলমাল সিরিজ শুরু থেকেই হিট হলেও প্রথম ১০০ কোটির মুখ দেখে এই ফ্রাঞ্চাইজির তৃতীয় ছবি৷ ২০১০ সালে ১০৮ কোটির ব্যবসা করে গোলমাল থ্রি৷
advertisement
3/9
অজয় দেবগন-রোহিত শেঠি জুটি যে হিট তার প্রমাণ মেলে আবারও৷ ২০১১ সালে সিংহম বক্সঅফিসে ব্যবসা করে ১০০ কোটি৷
অজয় দেবগন-রোহিত শেঠি জুটি যে হিট তার প্রমাণ মেলে আবারও৷ ২০১১ সালে সিংহম বক্সঅফিসে ব্যবসা করে ১০০ কোটি৷
advertisement
4/9
তৃতীয় ছবি হিসেবে ১০০ কোটির ক্লাবে জায়গা করে নেয় বোল বচ্চন৷ ২০১২ সালে মু্ক্তি পাওয়া বোল বচ্চন বক্লঅফিসে ১০২ কোটির ব্যবসা করে৷
তৃতীয় ছবি হিসেবে ১০০ কোটির ক্লাবে জায়গা করে নেয় বোল বচ্চন৷ ২০১২ সালে মু্ক্তি পাওয়া বোল বচ্চন বক্লঅফিসে ১০২ কোটির ব্যবসা করে৷
advertisement
5/9
রোহিত শেঠির জীবনে সবচেয়ে বড় হিট মুক্তি পায় পরের বছর৷ এবার আর সঙ্গে অজয় দেবগন নয়, সুপারস্টার শাহরুখ খান৷ ২০১৩ সালে চেন্নাই এক্সপ্রেস দেশে ২০০ কোটি ও সারা বিশ্বে ৪০০ কোটির ব্যবসা করে৷
রোহিত শেঠির জীবনে সবচেয়ে বড় হিট মুক্তি পায় পরের বছর৷ এবার আর সঙ্গে অজয় দেবগন নয়, সুপারস্টার শাহরুখ খান৷ ২০১৩ সালে চেন্নাই এক্সপ্রেস দেশে ২০০ কোটি ও সারা বিশ্বে ৪০০ কোটির ব্যবসা করে৷
advertisement
6/9
সিংহম-এর সাফল্যের পরই রোহিত ভেবে নিয়েছিলেন সিক্যোয়েলের কথা৷ ২০১৪ সালে মু্ক্তি পাওয়া সিংহম টু ছাপিয়ে যায় আগের ছবিকে৷ শুধুমাত্রে দেশেই ১৪০ কোটির ব্যবসা করে সিংহম৷
সিংহম-এর সাফল্যের পরই রোহিত ভেবে নিয়েছিলেন সিক্যোয়েলের কথা৷ ২০১৪ সালে মু্ক্তি পাওয়া সিংহম টু ছাপিয়ে যায় আগের ছবিকে৷ শুধুমাত্রে দেশেই ১৪০ কোটির ব্যবসা করে সিংহম৷
advertisement
7/9
অজয়-রোহিতের মতোই ম্যাজিকাল কম্বিনেশন শাহরুখ-রোহিত৷ চেন্নাই এক্সপ্রেসের পর সেটা আবার প্রমাণ করে দিলওয়ালে৷ ২০১৫ সালে দেশের বক্সঅফিসে দিলওয়ালের আয় ছিল ১৪০ কোটি৷ আর সারা বিশ্বে ৪০০ কোটি৷
অজয়-রোহিতের মতোই ম্যাজিকাল কম্বিনেশন শাহরুখ-রোহিত৷ চেন্নাই এক্সপ্রেসের পর সেটা আবার প্রমাণ করে দিলওয়ালে৷ ২০১৫ সালে দেশের বক্সঅফিসে দিলওয়ালের আয় ছিল ১৪০ কোটি৷ আর সারা বিশ্বে ৪০০ কোটি৷
advertisement
8/9
গোলমাল ফ্রাঞ্চাইজিও যে রোহিতের জন্য লাকি তা আবার প্রমাণ করে গোলমাল এগেইন৷ ২০১৭ সালে এই ছবি শুধু ভারতেই ২০০ কোটি টাকার ব্যবসা করে৷
গোলমাল ফ্রাঞ্চাইজিও যে রোহিতের জন্য লাকি তা আবার প্রমাণ করে গোলমাল এগেইন৷ ২০১৭ সালে এই ছবি শুধু ভারতেই ২০০ কোটি টাকার ব্যবসা করে৷
advertisement
9/9
আর এই তালিকায় নতুন নাম সিম্বা৷ রোহিত শেঠি পরিচালিত অষ্টম ছবি হিসেবে ১০০ কোটির ক্লাবে ঢুকে গিয়েছে সিম্বা৷ রোহিত যে লম্বা রেসের ঘোড়া এই রেকর্ডই বলে দিচ্ছে সেকথা৷
আর এই তালিকায় নতুন নাম সিম্বা৷ রোহিত শেঠি পরিচালিত অষ্টম ছবি হিসেবে ১০০ কোটির ক্লাবে ঢুকে গিয়েছে সিম্বা৷ রোহিত যে লম্বা রেসের ঘোড়া এই রেকর্ডই বলে দিচ্ছে সেকথা৷
advertisement
advertisement
advertisement