*এই কাণ্ডে এখনও পর্যন্ত শিল্পার সরাসরি কোনও যোগাযোগ খুঁজে পাওয়া যায়নি। উল্টে রাজ তাঁর স্বামী বলে নায়িকার কাছ থেকে হাতছাড়া হয়েছে অনেক ব্র্যান্ডের বিজ্ঞাপন ও রিয়্যালিটি শোয়ের কাজ। সব চেয়ে দুর্ভাগ্যজনক বিষয় হল এই বিষয়ে শিল্পার পাশে দাঁড়িয়েছেন হাতে গোনা গুটিকয় তারকা। বেশিরভাগ তারকাই সৌজন্যমূলক নীরবতা দেখিয়ে শিল্পাকে এড়িয়ে গিয়েছেন। ছবিঃ সংগৃহীত। ছবিঃ সংগৃহীত।
*শিল্পার এক ঘনিষ্ঠ বন্ধুর সূত্রে এই খবর জানা গিয়েছে। অনেকেই জানেন যে সমুদ্রের ধারে শিল্পার বিলাসবহুল একশো কোটির বাংলোয় যখন তল্লাশি চলছিল, তখন দুঁদে অফিসারদের সামনেই কান্নায় ভেঙে পড়েন শিল্পা। ক্রমাগত দোষারোপ করেন স্বামীকে। এত অর্থ এবং এত প্রাচুর্য থাকার পরেও কেন এই জঘন্য কাজে রাজ লিপ্ত হলেন সেটা জানতে চান তিনি। এই কাণ্ড নিয়ে যখন চাপানউতোর চলছে তখন সোশ্যাল মিডিয়াতেও কিছু দিন নীরব ছিলেন তিনি। ছবিঃ সংগৃহীত।
*পরিস্থিতি যেখানে দাঁড়িয়ে আছে সেখান থেকে আন্দাজ করা যায় যে এই চক্র থেকে আপাতত রাজের মুক্তি পাওয়ার সম্ভাবনা ক্ষীণ। উল্টে যত দিন যাচ্ছে, জটিলতা আরও বাড়ছে। শিল্পা বিচক্ষণ মানুষ। তাই আর দেরি না করে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ছেলেমেয়েদের উপর যাতে এই নিয়ে কোনও কুপ্রভাব না পড়ে সেই জন্যই এই সিদ্ধান্ত তাঁর। ছবিঃ সংগৃহীত।