

• যেন স্বপ্নের এক অধ্যায় কাটিয়ে চার হাত এক হয়েছে ৷ রূপকথার প্রেম আর একটা মায়াবী বিয়ে... ৷ একেবারে পিকচার পারফেক্ট যাকে বলে ৷ ১৪ ও ১৫ নভেম্বর ইতালির বিয়ে সেরে দেশে ফিরেছেন দীপিকা-রণবীর ৷ তারপর থেকেই চলছে একের পর এক পার্টির পালা ৷


• তবে এর মধ্যে কাজও থেমে নেই ৷ ‘সিম্বা’র ডাবিং করছেন রণবীর ৷ ‘ফিল্মফেয়ার’-এর জন্য করেছেন এক্সক্লুসিভ ফোটোশ্যুট ৷ পাশাপাশি মুখ খুলেছেন দীপিকার সঙ্গে তাঁর ৬ বছরের প্রেম-পর্ব নিয়েও ৷


• সেই সাক্ষাৎকারেই ‘আলাউদ্দিন’ জানিয়েছেন ‘পদ্মাবতী’র সঙ্গে তাঁর প্রেমটা আসলে কেমন ছিল ? তাঁকে বলা হয়, ‘‘দীপিকা তো খুব লাকি যে আপনাকে পেয়েছে...৷’’ উত্তরে রণবীর বলেন, ‘‘আমার এটা মনে হয় না ৷ আসলে ওঁকে পেয়ে আমি খুব লাকি ৷’’


• ‘‘আমি প্রথমেই বুঝেছিলাম, এই সেই মানুষ যাঁকে আমি বিয়ে করতে পারি ৷ এই সে যে আমার সন্তানের মা হতে পারবে ৷’’


• রণবীর আরও বলেন, ‘‘তিন বছর আগে থেকে আমি বিয়ের বিষয়ে চিন্তা-ভাবনা করছি ৷ তবে আমি অপেক্ষা করছিলাম ৷ দীপিকাকে বলে রেখেছিলাম, যে মুহূর্তে ও ‘হ্যাঁ’ বলবে তখনই বিয়ের সিদ্ধান্ত নেব আমরা ৷’’


• রণবীরকে জিজ্ঞাসা করা হয়েছিল, ‘‘ইতালিতে বিয়ে করলেন কেন? আপনি কি ফেয়ারিটেলে বিশ্বাস করেন ?’’ উত্তরে রণবীর বলেন, ‘‘যেভাবে ও ভেবেছিল, আমি সেভাবে ওঁর সামনে সবটা এনে দিতে চেয়েছিলাম ৷ এটাই ছিল স্বামী হিসাবে আমার প্রথম পদক্ষেপ ৷ বিয়ে সম্বন্ধে দীপিকা যা ভাবত, চেয়েছিলাম ও সেভাবেই জিনিসটা অনুভব করুক ৷’’


• প্রশ্ন: ‘‘কী করে বুঝলেন এই সেই মেয়ে?’’উত্তর: ‘‘ছয় মাসের সম্পর্কের পরেই বুঝেছিলাম এই সেই মেয়ে ৷ তারপর থেকে সম্পর্কটাকে লালন করতে শুরু করি ৷ এখন এটা ছয় বছরে এসে দাঁড়িয়েছে ৷ সি ইজ টু গুড, টু লাভলি ৷ সি ইজ ফোর্স অব নেচার ৷ এটা আমি সঙ্গে সঙ্গে বুঝতে পেরেছিলাম ৷’’


• এরপর রণবীরের কাছে জানতে চাওয়া হয়, তাঁদের বিয়ে নিয়ে চারিদিকে এত হৈচৈ হচ্ছে...তিনি নিজে স্বামী হিসাবে প্রস্তুত তো ? উত্তরে নায়ক বলে, ‘‘আমি আগে থেকেই প্রস্তুত ছিলাম ৷ আমি শুধু দীপিকার প্রস্তুত হওয়ার অপেক্ষা করছিলাম ৷ যখনই ও সিদ্ধান্ত নিল, আমরা বিয়ে করে নিলাম ৷ আমি সম্পূর্ণভাবে প্রস্তুত ৷’’


• প্রশ্ন: ‘‘আপনারা কেরিয়ারের গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছেন, এটা কি বিয়ে করার সঠিক সময়?’’উত্তর: ‘‘যখন অনুভূতি বলবে এটা ঠিক, তো এটাই ঠিক ৷ আমি অনেকদিন আগেই ফিল করেছিলাম ৷ এখন দীপিকাও এটা অনুভূব করেছে ৷ দু’জনে যখন বুঝলাম সুতরাং এটাই সঠিক সময় ৷ হোয়েন টু পিপল ফিল রাইট অ্যাবাউট ইট, ইট’স দ্য রাই টাইম ৷’’