advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
• রণবীরকে জিজ্ঞাসা করা হয়েছিল, ‘‘ইতালিতে বিয়ে করলেন কেন? আপনি কি ফেয়ারিটেলে বিশ্বাস করেন ?’’ উত্তরে রণবীর বলেন, ‘‘যেভাবে ও ভেবেছিল, আমি সেভাবে ওঁর সামনে সবটা এনে দিতে চেয়েছিলাম ৷ এটাই ছিল স্বামী হিসাবে আমার প্রথম পদক্ষেপ ৷ বিয়ে সম্বন্ধে দীপিকা যা ভাবত, চেয়েছিলাম ও সেভাবেই জিনিসটা অনুভব করুক ৷’’
advertisement
advertisement
advertisement
• এরপর রণবীরের কাছে জানতে চাওয়া হয়, তাঁদের বিয়ে নিয়ে চারিদিকে এত হৈচৈ হচ্ছে...তিনি নিজে স্বামী হিসাবে প্রস্তুত তো ? উত্তরে নায়ক বলে, ‘‘আমি আগে থেকেই প্রস্তুত ছিলাম ৷ আমি শুধু দীপিকার প্রস্তুত হওয়ার অপেক্ষা করছিলাম ৷ যখনই ও সিদ্ধান্ত নিল, আমরা বিয়ে করে নিলাম ৷ আমি সম্পূর্ণভাবে প্রস্তুত ৷’’
advertisement
• প্রশ্ন: ‘‘আপনারা কেরিয়ারের গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছেন, এটা কি বিয়ে করার সঠিক সময়?’’ উত্তর: ‘‘যখন অনুভূতি বলবে এটা ঠিক, তো এটাই ঠিক ৷ আমি অনেকদিন আগেই ফিল করেছিলাম ৷ এখন দীপিকাও এটা অনুভূব করেছে ৷ দু’জনে যখন বুঝলাম সুতরাং এটাই সঠিক সময় ৷ হোয়েন টু পিপল ফিল রাইট অ্যাবাউট ইট, ইট’স দ্য রাই টাইম ৷’’