'থিম পার্টি'-তে টিউব টপ, জাম্পারে 'সুপার হট' কিং খান কন্যা সুহানা, দেখুন অ্যালবাম--
Last Updated:
বরাবরই খবরের শীর্ষে শাহরুখ, গৌরি কন্যা সুহানা খান। সোশ্যাল মিডিয়ায় তাঁর জনপ্রিয়তা আকাশছোঁয়া। ইনস্টাগ্রাম বা ট্যুইটারে একটা ছবি পোস্ট করলেন কী কমেন্টস-এর বন্যা! তাঁর নামে ফেসবুকে ফ্যান পেজ-এর সংখ্যাও অগুন্তি! তাঁর জুতো থেকে সুইমিং পুলে বিকিনি পরে বান্ধবীর সঙ্গে জলকেলি... সুন্দরীর প্রতিটি মুহূর্ত নিয়ে উত্তেজনা তুঙ্গে! ইতিমধ্যেই জনপ্রিয় লাইফস্টাইল ম্যাগাজিন 'ভোগ'-এর কভার শুট করেছেন। প্রশংসাও কুড়িয়েছেন। জানিয়েছেন, ভবিষ্যতে নায়িকাই হতে চান! আর সেই প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে। বর্তমানে তিনি লন্ডনে পড়াশোনায় ব্যস্ত। চুটিয়ে উপভোগ করছেন কলেজ জীবনও। Photo Source: Instagram/ Suhana Khan
advertisement
advertisement
advertisement
advertisement
বাবার মতো থিয়েটার দিয়েই অভিনয়ের হাতেখড়ি করছেন সুহানা। সম্প্রতি লন্ডনে একটি নাটক করেন যেখানে সুন্দরীকে দেখা যায় 'জুলিয়েট'-এর চরিত্রে। আর মেয়ের অভিনয় বলে কথা ? ব্যস্ত শেডিউলের ফাঁকেও কিং খান উড়ে গেলেন লন্ডন। দর্শকাসনে বসে, সামনে মেয়ের অভিনয় দেখতে দেখতে বাদশার চোখে তখন আনন্দাশ্রু! Photo Source: Instagram/ Suhana Khan