Shah Rukh Khan| Aryan Khan|| আরিয়ানের গ্রেফতারির পর প্রথম প্রকাশ্যে শাহরুখ খান, অনুরাগীরা ঘিরে ধরে যা ঘটালেন দেখুন...

Last Updated:
Shah Rukh Khan makes first public appearance: ৮ দিন পরে সামনে এলেন তিনি (Bangla News)। বৃহস্পতিবার সকালে ছেলে আরিয়ান খানের (Aryan Khan) সঙ্গে আর্থার রোড জেলে দেখা করতে যান শাহরুখ ৷
1/7
*৩ অক্টোবর শাহরুখ খানের (Shahrukh Khan) ছেলে আরিয়ান খানকে মাদককাণ্ডে গ্রেফতার করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (NCB)। তারপর থেকে কিং খানকে সেভাবে বাইরে দেখা যায়নি। সংগৃহীত ছবি। 
*৩ অক্টোবর শাহরুখ খানের (Shahrukh Khan) ছেলে আরিয়ান খানকে মাদককাণ্ডে গ্রেফতার করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (NCB)। তারপর থেকে কিং খানকে সেভাবে বাইরে দেখা যায়নি। সংগৃহীত ছবি। 
advertisement
2/7
*আজ ১৮ দিন পরে সামনে এলেন তিনি (Bangla News)। বৃহস্পতিবার সকালে ছেলে আরিয়ান খানের (Aryan Khan) সঙ্গে আর্থার রোড জেলে দেখা করতে যান শাহরুখ ৷ (All photos by Viral Bhayani)
*আজ ১৮ দিন পরে সামনে এলেন তিনি (Bangla News)। বৃহস্পতিবার সকালে ছেলে আরিয়ান খানের (Aryan Khan) সঙ্গে আর্থার রোড জেলে দেখা করতে যান শাহরুখ ৷ (All photos by Viral Bhayani)
advertisement
3/7
*আরিয়ানের  (Aryan Khan) গ্রেফতারির পর থেকে ভিডিও কলে কথা বললেও ছেলের সঙ্গে দেখা করতে যাননি। ৮ অক্টোবর আরিয়ানকে জেলা পাঠানো হলেও, আজ প্রথমবার জেলে এলেন বাবা শাহরুখ খান (Shah Rukh Khan reaches Arthur road jail )।
*আরিয়ানের  (Aryan Khan) গ্রেফতারির পর থেকে ভিডিও কলে কথা বললেও ছেলের সঙ্গে দেখা করতে যাননি। ৮ অক্টোবর আরিয়ানকে জেলা পাঠানো হলেও, আজ প্রথমবার জেলে এলেন বাবা শাহরুখ খান (Shah Rukh Khan reaches Arthur road jail )।
advertisement
4/7
*মাদক কাণ্ডে বুধবার আরিয়ান খানের জামিনের আর্জি খারিজ করেছে মুম্বইয়ের বিশেষ এনডিপিএস আদালত৷ আরিয়ানের সঙ্গেই তাঁর বন্ধু আরবাজ মার্চেন্ট এবং মুনমুন ধামেচার জামিনের আর্জিও খারিজ করে দিয়েছেন বিচারক৷ 
*মাদক কাণ্ডে বুধবার আরিয়ান খানের জামিনের আর্জি খারিজ করেছে মুম্বইয়ের বিশেষ এনডিপিএস আদালত৷ আরিয়ানের সঙ্গেই তাঁর বন্ধু আরবাজ মার্চেন্ট এবং মুনমুন ধামেচার জামিনের আর্জিও খারিজ করে দিয়েছেন বিচারক৷ 
advertisement
5/7
*গত ৩ অক্টোবর মুম্বই উপকূলের কাছের একটি প্রমোদতরী থেকে আরিয়ান খান-সহ  (Aryan Khan) বেশ কয়েকজনকে মাদক সেবনের অভিযোগে গ্রেফতার করে এনসিবি৷ 
*গত ৩ অক্টোবর মুম্বই উপকূলের কাছের একটি প্রমোদতরী থেকে আরিয়ান খান-সহ  (Aryan Khan) বেশ কয়েকজনকে মাদক সেবনের অভিযোগে গ্রেফতার করে এনসিবি৷ 
advertisement
6/7
*আরিয়ান খানের  (Aryan Khan) গ্রেফতারি এবং তাঁর জেল বন্দি থাকা নিয়ে ইতিমধ্যে রাজনৈতিক জলঘোলাও শুরু হয়ে গিয়েছে৷ অন্যদিকে, শাহরুখ খান (Shahrukh Khan) এবং সলমন খান পাঠান, টাইগার ৩ সিনেমার শুটিং বাতিল করে দিয়েছেন আরিয়ানের গ্রেফতারির প্রতিবাদে। 
*আরিয়ান খানের  (Aryan Khan) গ্রেফতারি এবং তাঁর জেল বন্দি থাকা নিয়ে ইতিমধ্যে রাজনৈতিক জলঘোলাও শুরু হয়ে গিয়েছে৷ অন্যদিকে, শাহরুখ খান (Shahrukh Khan) এবং সলমন খান পাঠান, টাইগার ৩ সিনেমার শুটিং বাতিল করে দিয়েছেন আরিয়ানের গ্রেফতারির প্রতিবাদে। 
advertisement
7/7
*উল্লেখ্য, নবরাত্রির শুভক্ষণে শাহরুখ খানের (Shahrukh Khan) স্ত্রী গৌরি খান, আরিয়ানের জেল থেকে ছাড়া পাওয়ার অপেক্ষায় দিনরাত প্রার্থনা  করছেন।
*উল্লেখ্য, নবরাত্রির শুভক্ষণে শাহরুখ খানের (Shahrukh Khan) স্ত্রী গৌরি খান, আরিয়ানের জেল থেকে ছাড়া পাওয়ার অপেক্ষায় দিনরাত প্রার্থনা  করছেন।
advertisement
advertisement
advertisement