• ডিসেম্বরে বাঁধবেন গাঁটছড়া ৷ এখন থেকেই প্রস্তুতি চলছে জোরকদমে ৷ দারুণ খুশি প্রিয়াঙ্কা চোপড়া ৷ কখনও আইবুড়ো ভাত তো কখনও ব্যাচেলর পার্টি ৷ দারুণ মুডে রয়েছেন পিসি ৷ ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে ৷
advertisement
2/11
• আমস্টারডমে ব্যাচেলর পার্টি চলছে প্রিয়াঙ্কার ৷ সঙ্গে রয়েছে পুরো গার্লস গ্যাং ৷ ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে ৷
advertisement
3/11
• এই অনুষ্ঠানেই উপস্থিত ছিলেন বোন পরিণীতি চোপড়া, ইশা আম্বানি, প্রিয়াঙ্কার হবু জা অর্থাত 'গেমস অফ থ্রনস'-এর অভিনেত্রী সোফি টার্নারও ৷ ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে ৷
advertisement
4/11
• গতকাল রাতে একটি ভিডিও এসেছিল সামনে ৷ তাতেই দেখা গিয়েছিল মাঝ রাতে সোফিকে কাঁধে নিয়ে কী কাণ্ডটাই না করছেন পিগি চপস ৷ ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে ৷
advertisement
5/11
• এই পার্টি ছিল প্রিয়াঙ্কার তরফে ৷ ক্যানাল ক্রুজে লাঞ্চ করেছেন সকলে ৷ ফেদার লাগানো সাদা ধবধবে ড্রেসে দুর্দান্ত লাগছিল নায়িকাকে ৷ ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে ৷