সুশান্ত মৃত্যু রহস্যে চাঞ্চল্যকর মোড়! সারা-শ্রদ্ধা’কে এই সপ্তাহেই জিজ্ঞাসাবাদ করতে পারে NCB
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
NCB সূত্রে খবর, চলতি সপ্তাহেই সারা আলি খান, শ্রদ্ধা কাপুরকে সমন পাঠানো হতে পারে। সারা এবং শ্রদ্ধার পাশাপাশি অভিনেত্রী রকুলপ্রীত সিং এবং ফ্যাশন ডিজাইনার সিমন খাম্বাট্টাকেও জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হতে পারে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
*বোটম্যানের দাবি, সুশান্ত-সহ সকলে মিলে একসঙ্গে হয়ে সুশান্তের ফার্মহাউজে পার্টি করত। পার্টিতে গাঁজা এবং মদ্যপানের ঢালাও ব্যবস্থা থাকত। প্রসঙ্গত, এর আগে সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তী সুশান্তের ফার্মহাউজে পার্টি করার কথা NCB-র গোয়েন্দাদের জানান। সেখান থেকেই ধীরয়ে ধীরে ড্রাগের তথ্য সামনে আসে। সংগৃহীত ছবি।