সুশান্ত মৃত্যু রহস্যে চাঞ্চল্যকর মোড়! সারা-শ্রদ্ধা’কে এই সপ্তাহেই জিজ্ঞাসাবাদ করতে পারে NCB
NCB সূত্রে খবর, চলতি সপ্তাহেই সারা আলি খান, শ্রদ্ধা কাপুরকে সমন পাঠানো হতে পারে। সারা এবং শ্রদ্ধার পাশাপাশি অভিনেত্রী রকুলপ্রীত সিং এবং ফ্যাশন ডিজাইনার সিমন খাম্বাট্টাকেও জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হতে পারে।


*সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর মামলার তদন্ত যত দিন যাচ্ছে, তত জটিল হচ্ছে। ইতিমধ্যেই নারকটিক্স কন্ট্রোল ব্যুরোর হাতে গ্রেফতার হয়েছে সুশান্তের লিভ -ইন-পার্টনার রিয়া চক্রবর্তী। সংগৃহীত ছবি।


*রিয়ার ভাই শৌভিক চক্রবর্তী, সুশান্তের হাউজ ম্যানেজার স্যামুয়েল মিরান্ডা, পরিচারক দীপেশ সাওয়ান্ত-সহ বেশ কয়েকজন ড্রাগ পেডলারও বর্তমানে NCB হেফাজতে। সংগৃহীত ছবি।


*সুশান্তের মৃত্যুর ৮৭ দিন পর গ্রেফতার হয় রিয়া চক্রবর্তী। রিয়ার গ্রেফতারির পর থেকে একে একে উঠে আসতে শুরু করেছে বলিউডের বিভিন্ন অভিনেতা, অভিনেত্রীর নাম। যে তালিকায় রয়েছেন সারা আলি খান, শ্রদ্ধা কাপুর, রাকুল প্রীত, ভিকি কৌশলের মতো হেভিওয়েটদের নাম। সংগৃহীত ছবি।


*NCB সূত্রে খবর, চলতি সপ্তাহেই সারা আলি খান, শ্রদ্ধা কাপুরকে সমন পাঠানো হতে পারে। সারা এবং শ্রদ্ধার পাশাপাশি অভিনেত্রী রকুলপ্রীত সিং এবং ফ্যাশন ডিজাইনার সিমন খাম্বাট্টাকেও জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হতে পারে। সংগৃহীত ছবি।


*NDPS-র ৬৭ ধারা অনুযায়ী, তাঁদের ডেকে বয়ান নথিভুক্ত করতে পারেন NCB গোয়েন্দারা। তবে সমনের পাঠানোর হতে পারে বলে খবর প্রকাশিত হপ্যেছে, তা নিয়ে এখনও সারা বা শ্রদ্ধার কোনও প্রতিক্রিয়া মেলেনি। সংগৃহীত ছবি।


*প্রসঙ্গত, কেদারনাথের শ্যুটিং এবং প্রমোশনের সময় সইফ-কন্যা একাধিকবার সুশান্তের লোনাভলার ফার্মহাউজে গিয়েছিলেন। পাশাপাশি, ছিঁছোড়ে-র ফ্রমোশনের সময় শ্রদ্ধা কাপুরকে লোনাভলায় নিয়ে গিয়েছেন সুশান্ত। জানিয়েছেন ফার্মহাউজের বোটম্যান জগদীশ দাস। সংগৃহীত ছবি।


*জগদীশ জানিয়েছেন, সারা আলি খান ৩-৪ বার সুশান্তের বাগান বাড়িতে গিয়েছেন। রিয়া, শ্রদ্ধা, রকুলপ্রীত, সিমন খাম্বাট্টাকেও তিনি দেখেছেন। এমনকি ড্রাগ পেডলার জায়েদ ভিলাত্রাকেও ফার্মহাউজে পার্টির সময় দেখেছেন জগদীশ। সংগৃহীত ছবি।


*বোটম্যানের দাবি, সুশান্ত-সহ সকলে মিলে একসঙ্গে হয়ে সুশান্তের ফার্মহাউজে পার্টি করত। পার্টিতে গাঁজা এবং মদ্যপানের ঢালাও ব্যবস্থা থাকত। প্রসঙ্গত, এর আগে সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তী সুশান্তের ফার্মহাউজে পার্টি করার কথা NCB-র গোয়েন্দাদের জানান। সেখান থেকেই ধীরে ধীরে ড্রাগের তথ্য সামনে আসে। সংগৃহীত ছবি।