In Pics: উত্তেজনার পারদ চড়ছে সঞ্জয়কে নিয়ে

Last Updated:
1/6
রাজকুমার হিরানির ছবি সঞ্জু নিয়ে আগ্রহ বাড়ছে দিনদিন৷ আগামিকাল মুক্তি পেতে চলেছে ছবির ট্রেলার৷ তার আগে এক এক করে প্রকাশ পেয়েছে ছবির পোস্টার৷ সঞ্জয়ের জীবনে কী হবে অনুষ্কার ভূমিকা, সেটা জানতে অধীর আগ্রহে অপেক্ষা দর্শকদের৷ Photo Courtesy: Twitter
রাজকুমার হিরানির ছবি সঞ্জু নিয়ে আগ্রহ বাড়ছে দিনদিন৷ আগামিকাল মুক্তি পেতে চলেছে ছবির ট্রেলার৷ তার আগে এক এক করে প্রকাশ পেয়েছে ছবির পোস্টার৷ সঞ্জয়ের জীবনে কী হবে অনুষ্কার ভূমিকা, সেটা জানতে অধীর আগ্রহে অপেক্ষা দর্শকদের৷ Photo Courtesy: Twitter
advertisement
2/6
সঞ্জু ছবিতে রয়েছেন ভিকি কৌশল৷ তিনি সঞ্জুর জামাইবাবু, কুমার গৌরবের চরিত্র৷ ছবিতে ভিকির চরিত্রটি ছোট, তবে সেই চরিত্রে নিজেকে মানানসই করতে প্রচুর খেটেছেন ভিকি৷ জানিয়েছেন পরিচালক স্বয়ং৷ Photo Courtesy: Twitter
সঞ্জু ছবিতে রয়েছেন ভিকি কৌশল৷ তিনি সঞ্জুর জামাইবাবু, কুমার গৌরবের চরিত্র৷ ছবিতে ভিকির চরিত্রটি ছোট, তবে সেই চরিত্রে নিজেকে মানানসই করতে প্রচুর খেটেছেন ভিকি৷ জানিয়েছেন পরিচালক স্বয়ং৷ Photo Courtesy: Twitter
advertisement
3/6
ছবিতে এক গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকছেন সোনম কাপুর৷ তিনি সঞ্জয় দত্তের প্রথম জীবনের এক নায়িকা৷ মনে করা হচ্ছে টিনা মুনিমের চরিত্রেই থাকবেন সোনম৷ রাজকুমার হিরানির সঙ্গে কাজের অভিজ্ঞতা দারুণ, জানিয়েছেন সোনম৷ Photo Courtesy: Twitter
ছবিতে এক গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকছেন সোনম কাপুর৷ তিনি সঞ্জয় দত্তের প্রথম জীবনের এক নায়িকা৷ মনে করা হচ্ছে টিনা মুনিমের চরিত্রেই থাকবেন সোনম৷ রাজকুমার হিরানির সঙ্গে কাজের অভিজ্ঞতা দারুণ, জানিয়েছেন সোনম৷ Photo Courtesy: Twitter
advertisement
4/6
সঞ্জু ছবিতে সঞ্জয়ের বাবার চরিত্রে পরেশ রাওয়াল৷ তিনি ছবিতে সুনীল দত্ত৷ একেবারে ছেলেকে আগলে রাখা এক বাবার চরিত্রে পরেশ৷ পোস্টারও সেকথাই বলছে৷ Photo Courtesy: Twitter
সঞ্জু ছবিতে সঞ্জয়ের বাবার চরিত্রে পরেশ রাওয়াল৷ তিনি ছবিতে সুনীল দত্ত৷ একেবারে ছেলেকে আগলে রাখা এক বাবার চরিত্রে পরেশ৷ পোস্টারও সেকথাই বলছে৷ Photo Courtesy: Twitter
advertisement
5/6
টিজার প্রকাশ করে চমকে দিয়েছিলেন রাজকুমার হিরানি৷ রণবীর কাপুর নাকি সঞ্জয় দত্ত, কাকে দেখছেন দর্শক, সেটাই বোঝা দায় হয়েছিল৷ রণবীর কাপুর যেন সত্যিই সঞ্জয় দত্ত হয়ে উঠেছেন৷ রাজকুমার হিরানি এবং বিধু বিনোধ চোপড়া  আবার তাঁদের ম্যাজিকে ভোলাতে তৈরি এই ছবির মাধ্যমে৷ Photo Courtesy: Twitter
টিজার প্রকাশ করে চমকে দিয়েছিলেন রাজকুমার হিরানি৷ রণবীর কাপুর নাকি সঞ্জয় দত্ত, কাকে দেখছেন দর্শক, সেটাই বোঝা দায় হয়েছিল৷ রণবীর কাপুর যেন সত্যিই সঞ্জয় দত্ত হয়ে উঠেছেন৷ রাজকুমার হিরানি এবং বিধু বিনোধ চোপড়া আবার তাঁদের ম্যাজিকে ভোলাতে তৈরি এই ছবির মাধ্যমে৷ Photo Courtesy: Twitter
advertisement
6/6
দেখে নিন সঞ্জয় দত্তের প্রথম ছবি রকি-র পোস্টার৷ তবে একটু মন দিয়ে দেখবেন, কারণ সঞ্জয় নয়, এই পোস্টারে সঞ্জয় রূপে রণবীর! Photo Courtesy: Twitter
দেখে নিন সঞ্জয় দত্তের প্রথম ছবি রকি-র পোস্টার৷ তবে একটু মন দিয়ে দেখবেন, কারণ সঞ্জয় নয়, এই পোস্টারে সঞ্জয় রূপে রণবীর! Photo Courtesy: Twitter
advertisement
advertisement
advertisement