bollywood story: সঞ্জীব কুমার নয়, ‘ঠাকুর’ চরিত্রে কে প্রথম পছন্দ ছিলেন জানেন? ‘গব্বর’ চরিত্রেও দেখা যেতে পারত অন্য মুখ, জানুন ‘শোলে’র অন্য কাস্ট
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
সত্তরের দশকে মুক্তি পাওয়া এই সিনেমা সে বছরের অন্য সব সিনেমার রেকর্ড ভেঙে চুরমার করে দিয়েছিল। আপনি নিশ্চয়ই ‘শোলে’ সিনেমার পিছনের একাধিক গল্প শুনে থাকবেন, আজ এই সিনেমারই অন্য একটা গল্প শোনাচ্ছি আমরা৷
advertisement
advertisement
আপনি কি জানেন যে, সঞ্জীব কুমার এই সিনেমার জন্য নির্মাতাদের প্রথম পছন্দ ছিলেন না। শুধু তাই নয়, তিনি নিজেও 'ঠাকুর' চরিত্রে অভিনয় করতে চাননি। বরং তাঁর পছন্দ ছিল ‘শোলে’ সিনেমার অন্য এক চরিত্র৷ এই সিনেমায় ‘ঠাকুরে’র চরিত্রে সঞ্জীব কুমারের পরিবর্তে, নির্মাতারা অন্য এক অভিজ্ঞ অভিনেতাকে কাস্ট করতে চেয়েছিলেন।
advertisement
গব্বর, জয়-বীরু, বসন্তী থেকে শুরু করে 'শোলে'র ঠাকুর৷ ‘শোলে’ সিনেমার এমন অনেক চরিত্র আছে যাদের মানুষ কখনও ভুলতে পারবে না। মাল্টিস্টারার ফিল্মে ধর্মেন্দ্র, অমিতাভ বচ্চন, আমজাদ খান, হেমা মালিনী, জয়া বচ্চন এবং সঞ্জীব কুমার নিজের নিজের চরিত্রে চিরস্মরণীয় অভিনয় করেছিলেন৷ যা দেখে কেউ কোনও দিন ভাবতেও পারবেন না, যে ওই চরিত্রে অন্য কারও অভিনয় করার কথা ছিল৷
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement