

• ক্যান্সারে আক্রান্ত সঞ্জয় দত্ত। ফুসফুস-এর ক্যান্সার হয়েছে তাঁর। স্টেজ থ্রি-তে ধরা পড়েছে সঞ্জয়ের ক্যান্সার। সর্বভারতীয় বেশ কয়েকটি সংবাদমাধ্যমে আবার লেখা হয়, সঞ্জু বাবা স্টেজ ৪ ক্যান্সারে আক্রান্ত । ছবি: ইনস্টাগ্রাম ।


• সঞ্জয়ের ক্যান্সার ধরা পড়ার মুহূর্তে দুই যমজ বাচ্চাকে নিয়ে দুবাইতে ছিলেন সঞ্জয়ের দ্বিতীয় ও বর্তমান স্ত্রী মান্যতা দত্ত । মান্যতা সঞ্জয়ের থেকে ১৯ বছরের ছোট । তাঁদের দুই যমজ ছেলে-মেয়ের নাম ইকরা আর শাহরান । ছবি: ইনস্টাগ্রাম ।


• তবে ক্যান্সার ধরা পড়ার পরপরই তড়িঘড়ি মুম্বই ফিরে আসেন মান্যতা । তবে এই টানাপোড়েনের মধ্যে বাচ্চাদের নিয়ে আসেননি তিনি । তারা রয়েছে দুবাইতেই । ছবি: ইনস্টাগ্রাম ।


• মঙ্গলবার সঞ্জয় ও মান্যতা’কে মুম্বইয়ের ব্যক্তিগত বিমানবন্দরে দেখা যায় । ব্যক্তিগত বিমানে দেশ ছাড়েন তাঁরা । স্ত্রী’কে নিয়ে দুবাইতে উড়ে গিয়েছেন অভিনেতা । সেখানে বাচ্চাদের সঙ্গে দেখা করতে গিয়েছেন তিনি । ছবি: ইনস্টাগ্রাম ।


• বহুদিন পর বাচ্চাদের সঙ্গে দেখা হল সঞ্জয়ের । লকডাউনের পর থেকেই ইকরা আর শাহরান তাদের মায়ের সঙ্গে ছিল দুবাইতে । তাই ৫-৬ মাস সন্তানদের সঙ্গে দেখা হয়নি অভিনেতার । ছবি: ইনস্টাগ্রাম ।


• এরপর হঠাৎই জীবনের রং অনেকটা বদলে গিয়েছে । মুম্বইয়ের হাসপাতালেই প্রথম কেমোথেরাপি নিয়েছেন সঞ্জয় । একটু একটু করে ফিরছিলেন কাজেও । তারমধ্যেও বাচ্চাদের সঙ্গে দেখা করার জন্য মনটা আকুল হচ্ছিল । ছবি: ইনস্টাগ্রাম ।