• ফেব্রুয়ারি মাসে দ্বিতীয় প্রেগন্যান্সির কথা প্রথম সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন নায়িকা ৷ বলেছিলেন, ‘‘হ্যাঁ, আমি দ্বিতীয়বারের জন্য ক্যারি করছি ৷ এখন ৪ মাসের অন্তঃসত্ত্বা আমি ৷ আর এটা আমাদের প্ল্যানড বেবি ৷ আর এটাই একমাত্র কারণ, যে জন্য আমি বেশ কয়েকটা কাজের অফার ফিরিয়ে দিয়েছি ৷ অক্ষয় আর আমি ২০১৯-এ দ্বিতীয় সন্তানের পরিকল্পনা করেছিলাম আগে থেকেই ৷ জুলাইয়ে আমার ডিউ ডেট ৷’’ ছবি: ইনস্টাগ্রাম ৷
• সম্প্রতি বেবি বাম্প নিয়ে জলের তলায় ফোটোসেশন করে সমীরা বললেন, ‘‘সব সময় প্রেগন্যান্ট মহিলারা কেন গাউনের নীচে নিজেদের ঢেকে রাখবেন? এই ধারনার সঙ্গে আমি নিজেকে মেলাতে পারি না ৷ এই ফোটোশ্যুট নিজেকে আর এই সময় নিজের শরীরকে বুঝতে সাহায্য করবে ৷ আমি এটাকে সেলিব্রেট করতে চাই ৷ আর কে কী বলল আমি তাতে ভয় পাই না ৷’’ ছবি: ইনস্টাগ্রাম ৷