৯ মাসের অন্তঃসত্ত্বা, বিকিনি পরে জলের তলায় স্যুট করলেন সমীরা রেড্ডি

Last Updated:
1/10
• তিনি ৯ মাসের অন্তঃসত্ত্বা ৷ শেষ পর্যায়ের বেবি বাম্প নিয়েই বিকিনি পরে জলের তলায় ফোটোশ্যুট করলেন ‘রেস’-র নায়িকা সমীরা রেড্ডি ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
• তিনি ৯ মাসের অন্তঃসত্ত্বা ৷ শেষ পর্যায়ের বেবি বাম্প নিয়েই বিকিনি পরে জলের তলায় ফোটোশ্যুট করলেন ‘রেস’-র নায়িকা সমীরা রেড্ডি ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
2/10
• দ্বিতীয়বারের জন্য মা হতে চলেছেন সমীরা ৷ ৪ বছরের ছেলে রয়েছে সমীরার ৷ তাঁর ছেলের নাম হংস ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
• দ্বিতীয়বারের জন্য মা হতে চলেছেন সমীরা ৷ ৪ বছরের ছেলে রয়েছে সমীরার ৷ তাঁর ছেলের নাম হংস ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
3/10
• আজকাল আর খুব বেশি পর্দায় দেখা যায় না তাঁকে ৷ ২০১৩-র পর থেকে টানা ছুটিতে আছেন ‘রেস’-এর নায়িকা সমীরা রেড্ডি ৷ কারণ এখন মন দিয়ে সংসার করছেন তিনি ৷ ২০১৪-র ২১ জানুয়ারি উদ্যোগপতি অক্ষয় ভদ্রের সঙ্গে বিয়ে হয়েছিল সমীরার ৷ ১ বছরের মধ্যেই মা হয়েছিলেন তিনি ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
• আজকাল আর খুব বেশি পর্দায় দেখা যায় না তাঁকে ৷ ২০১৩-র পর থেকে টানা ছুটিতে আছেন ‘রেস’-এর নায়িকা সমীরা রেড্ডি ৷ কারণ এখন মন দিয়ে সংসার করছেন তিনি ৷ ২০১৪-র ২১ জানুয়ারি উদ্যোগপতি অক্ষয় ভদ্রের সঙ্গে বিয়ে হয়েছিল সমীরার ৷ ১ বছরের মধ্যেই মা হয়েছিলেন তিনি ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
4/10
• ফেব্রুয়ারি মাসে দ্বিতীয় প্রেগন্যান্সির কথা প্রথম সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন নায়িকা ৷ বলেছিলেন, ‘‘হ্যাঁ, আমি দ্বিতীয়বারের জন্য ক্যারি করছি ৷ এখন ৪ মাসের অন্তঃসত্ত্বা আমি ৷ আর এটা আমাদের প্ল্যানড বেবি ৷ আর এটাই একমাত্র কারণ, যে জন্য আমি বেশ কয়েকটা কাজের অফার ফিরিয়ে দিয়েছি ৷ অক্ষয় আর আমি ২০১৯-এ দ্বিতীয় সন্তানের পরিকল্পনা করেছিলাম আগে থেকেই ৷ জুলাইয়ে আমার ডিউ ডেট ৷’’ ছবি: ইনস্টাগ্রাম ৷
• ফেব্রুয়ারি মাসে দ্বিতীয় প্রেগন্যান্সির কথা প্রথম সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন নায়িকা ৷ বলেছিলেন, ‘‘হ্যাঁ, আমি দ্বিতীয়বারের জন্য ক্যারি করছি ৷ এখন ৪ মাসের অন্তঃসত্ত্বা আমি ৷ আর এটা আমাদের প্ল্যানড বেবি ৷ আর এটাই একমাত্র কারণ, যে জন্য আমি বেশ কয়েকটা কাজের অফার ফিরিয়ে দিয়েছি ৷ অক্ষয় আর আমি ২০১৯-এ দ্বিতীয় সন্তানের পরিকল্পনা করেছিলাম আগে থেকেই ৷ জুলাইয়ে আমার ডিউ ডেট ৷’’ ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
5/10
• এখন সময় এগিয়ে এসেছে খুবই কাছে ৷ কিছুদিন আগেই মহা সমারোহে পালিত হয়েছে সমীরার সাধের অনুষ্ঠান ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
• এখন সময় এগিয়ে এসেছে খুবই কাছে ৷ কিছুদিন আগেই মহা সমারোহে পালিত হয়েছে সমীরার সাধের অনুষ্ঠান ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
6/10
• 'পিকচার পারফেক্ট মোমেন্ট'... বেবি শাওয়ারে ফ্রেমবন্দি অক্ষয়, হংস আর সমীরা। ছবি: ইনস্টাগ্রাম ৷
• 'পিকচার পারফেক্ট মোমেন্ট'... বেবি শাওয়ারে ফ্রেমবন্দি অক্ষয়, হংস আর সমীরা। ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
7/10
• প্রথম সন্তান হওয়ার পর বডি শেমিংয়ের শিকার হতে হয়েছিল সমীরাকে ৷ মুখ খুলেছিলেন বোল্ড সমীরা ৷ ট্রোলারদের মুখ বন্ধ করতে যোগ্য জবাব দিয়ে সমীরা লিখেছিলেন-‘করিনা কাপুরের মতো কিছু মানুষ আছেন যাঁরা আপাদমস্তক হট, আবার আমার মতো কেউ কেউ আছে যাঁরা শেপে আসতে সময় নেন ৷’’ ছবি: ইনস্টাগ্রাম ৷
• প্রথম সন্তান হওয়ার পর বডি শেমিংয়ের শিকার হতে হয়েছিল সমীরাকে ৷ মুখ খুলেছিলেন বোল্ড সমীরা ৷ ট্রোলারদের মুখ বন্ধ করতে যোগ্য জবাব দিয়ে সমীরা লিখেছিলেন-‘করিনা কাপুরের মতো কিছু মানুষ আছেন যাঁরা আপাদমস্তক হট, আবার আমার মতো কেউ কেউ আছে যাঁরা শেপে আসতে সময় নেন ৷’’ ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
8/10
• এখানেই থেমে থাকেননি সমীরা ৷ বলেন, ‘‘মহিলাদের বডি শেমিং করা মারাত্মক লজ্জাজনক বিষয় ৷ প্রেগন্যান্সি একটা সাধারণ প্রক্রিয়া ৷ আর এটা দারুণ ৷ আমার প্রথম বেবির পর ওজন কমাতে আমার সময় লেগেছে ৷ দ্বিতীয় বেবির পরও হয়তো নেবে ৷ কিন্তু সবচেয়ে বড় কথা হল এ সময় নিজেকে ভাল রাখা ৷’’ ছবি: ইনস্টাগ্রাম ৷
• এখানেই থেমে থাকেননি সমীরা ৷ বলেন, ‘‘মহিলাদের বডি শেমিং করা মারাত্মক লজ্জাজনক বিষয় ৷ প্রেগন্যান্সি একটা সাধারণ প্রক্রিয়া ৷ আর এটা দারুণ ৷ আমার প্রথম বেবির পর ওজন কমাতে আমার সময় লেগেছে ৷ দ্বিতীয় বেবির পরও হয়তো নেবে ৷ কিন্তু সবচেয়ে বড় কথা হল এ সময় নিজেকে ভাল রাখা ৷’’ ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
9/10
• এরপর নেটিজেনদের কাছে সরাসরি প্রশ্ন ছুড়ে দিয়ে সমীরা বলেছিলেন, ‘‘ট্রোলারদের আমি একটা কথা জিজ্ঞাসা করতে চাই, আপনার মম কি হট ছিলেন, যখন আপনার জন্ম হয়েছিল? আপনারা বলুন তো, ঠিক কী চান আপনারা ? আমার মনে হয়, আমার সুপারপাওয়ার আছে, সে জন্যই বেবির জন্ম দিতে পারি আমরা ৷’’ ছবি: ইনস্টাগ্রাম ৷
• এরপর নেটিজেনদের কাছে সরাসরি প্রশ্ন ছুড়ে দিয়ে সমীরা বলেছিলেন, ‘‘ট্রোলারদের আমি একটা কথা জিজ্ঞাসা করতে চাই, আপনার মম কি হট ছিলেন, যখন আপনার জন্ম হয়েছিল? আপনারা বলুন তো, ঠিক কী চান আপনারা ? আমার মনে হয়, আমার সুপারপাওয়ার আছে, সে জন্যই বেবির জন্ম দিতে পারি আমরা ৷’’ ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
10/10
• সম্প্রতি বেবি বাম্প নিয়ে জলের তলায় ফোটোসেশন করে সমীরা বললেন, ‘‘সব সময় প্রেগন্যান্ট মহিলারা কেন গাউনের নীচে নিজেদের ঢেকে রাখবেন? এই ধারনার সঙ্গে আমি নিজেকে মেলাতে পারি না ৷ এই ফোটোশ্যুট নিজেকে আর এই সময় নিজের শরীরকে বুঝতে সাহায্য করবে ৷ আমি এটাকে সেলিব্রেট করতে চাই ৷ আর কে কী বলল আমি তাতে ভয় পাই না ৷’’ ছবি: ইনস্টাগ্রাম ৷
• সম্প্রতি বেবি বাম্প নিয়ে জলের তলায় ফোটোসেশন করে সমীরা বললেন, ‘‘সব সময় প্রেগন্যান্ট মহিলারা কেন গাউনের নীচে নিজেদের ঢেকে রাখবেন? এই ধারনার সঙ্গে আমি নিজেকে মেলাতে পারি না ৷ এই ফোটোশ্যুট নিজেকে আর এই সময় নিজের শরীরকে বুঝতে সাহায্য করবে ৷ আমি এটাকে সেলিব্রেট করতে চাই ৷ আর কে কী বলল আমি তাতে ভয় পাই না ৷’’ ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
advertisement
advertisement