কৃষ্ণসার হরিণ শিকার প্রথম নয় এর আগেও অনেক বিতর্কে জড়িয়েছেন সলমন খান, দেখে নিন

Last Updated:
1/9
১৯৯৮ সালে সুরজ বরজাতিয়ার ছবি 'হাম সাথ সাথ হ্যায়'-এর শুটিং চলাকালীন তব্বু, সইফ, নীলম, সোনালীর সঙ্গে রাজস্থানের কোঙ্কনী অঞ্চলে শিকারে গিয়েছিলেন সলমন। আলাদা আলাদা দুটি জায়গায় দু’টি বিরল প্রজাতির কৃষ্ণসার হরিণকে গুলি করেন সলমন (Photo: Yogen Shah)
১৯৯৮ সালে সুরজ বরজাতিয়ার ছবি 'হাম সাথ সাথ হ্যায়'-এর শুটিং চলাকালীন তব্বু, সইফ, নীলম, সোনালীর সঙ্গে রাজস্থানের কোঙ্কনী অঞ্চলে শিকারে গিয়েছিলেন সলমন। আলাদা আলাদা দুটি জায়গায় দু’টি বিরল প্রজাতির কৃষ্ণসার হরিণকে গুলি করেন সলমন (Photo: Yogen Shah)
advertisement
2/9
ভাওয়াদ চিংকারা শিকার: অভিযোগ, ২8 শে সেপ্টেম্বর ১৯৯৮, যোধপুরের সীমান্তে ভাওয়াদ গ্রামে চিংকারা শিকার করেন সলমন খান ৷ (Photo: Yogen Shah)
ভাওয়াদ চিংকারা শিকার: অভিযোগ, ২8 শে সেপ্টেম্বর ১৯৯৮, যোধপুরের সীমান্তে ভাওয়াদ গ্রামে চিংকারা শিকার করেন সলমন খান ৷ (Photo: Yogen Shah)
advertisement
3/9
অভিযোগ, ২8 শে সেপ্টেম্বর ১৯৯৮, যোধপুরের সীমান্তে ভাওয়াদ গ্রামে ২টি চিংকারা শিকার করেন সালমান খান ৷ (Photo: Yogen Shah)
অভিযোগ, ২8 শে সেপ্টেম্বর ১৯৯৮, যোধপুরের সীমান্তে ভাওয়াদ গ্রামে ২টি চিংকারা শিকার করেন সালমান খান ৷ (Photo: Yogen Shah)
advertisement
4/9
১ ও ২ অক্টোবর ১৯৯৮ সালে, 'হাম সাথ সাথ হ্যায়'-এর শুটিং চলাকালীন তব্বু, সইফ, নীলম, সোনালীর সঙ্গে রাজস্থানের কোঙ্কনী অঞ্চলে দু’টি বিরল প্রজাতির কৃষ্ণসার হরিণকে গুলি করেন সলমন । (Photo: PTI)
১ ও ২ অক্টোবর ১৯৯৮ সালে, 'হাম সাথ সাথ হ্যায়'-এর শুটিং চলাকালীন তব্বু, সইফ, নীলম, সোনালীর সঙ্গে রাজস্থানের কোঙ্কনী অঞ্চলে দু’টি বিরল প্রজাতির কৃষ্ণসার হরিণকে গুলি করেন সলমন । (Photo: PTI)
advertisement
5/9
২৬/১১ মুম্বই সন্ত্রাসী হামলা নিয়ে সলমন খানের একটি বক্তব্য সকলকে অবাক করে দিয়েছিল। পাকিস্তানি চ্যানেলের একটি সাক্ষাত্কারে তিনি বলেন ২৬/১১ মুম্বই সন্ত্রাসী হামলা তুলে ধরা হয়েছে কারণ তারা মুম্বইয়ের সমৃদ্ধ ও অভিজাতদের নিশানা করেছিল। পরে তিনি এ বক্তব্যের জন্য ক্ষমা চান। (Photo: Reuters)
২৬/১১ মুম্বই সন্ত্রাসী হামলা নিয়ে সলমন খানের একটি বক্তব্য সকলকে অবাক করে দিয়েছিল। পাকিস্তানি চ্যানেলের একটি সাক্ষাত্কারে তিনি বলেন ২৬/১১ মুম্বই সন্ত্রাসী হামলা তুলে ধরা হয়েছে কারণ তারা মুম্বইয়ের সমৃদ্ধ ও অভিজাতদের নিশানা করেছিল। পরে তিনি এ বক্তব্যের জন্য ক্ষমা চান। (Photo: Reuters)
advertisement
6/9
সলমন খান ওই ছবিটির প্রচারের জন্য আয়োজিত এক অনুষ্ঠানেই 'যুদ্ধবাজ'দের নিয়ে মন্তব্য করে বিতর্ক সৃষ্টি করেন ৷  তিনি বলেছিলেন "যারা যুদ্ধের আদেশ দেন তাঁদেরই আগে লড়াইয়ের ময়দানে পাঠানো উচিত। হাতে বন্দুক ধরিয়ে দিয়ে তাঁদের বলা উচিত, যুদ্ধ করো"। (Photo: Reuters)
সলমন খান ওই ছবিটির প্রচারের জন্য আয়োজিত এক অনুষ্ঠানেই 'যুদ্ধবাজ'দের নিয়ে মন্তব্য করে বিতর্ক সৃষ্টি করেন ৷ তিনি বলেছিলেন "যারা যুদ্ধের আদেশ দেন তাঁদেরই আগে লড়াইয়ের ময়দানে পাঠানো উচিত। হাতে বন্দুক ধরিয়ে দিয়ে তাঁদের বলা উচিত, যুদ্ধ করো"। (Photo: Reuters)
advertisement
7/9
সলমন খান মুম্বইয়ের রাস্তার ওপর একটি বেকাররি সামনে শুয়ে থাকা লোকেদের ওপর গাড়ি চালিয়ে দেন। একজনের মৃত্যু হয় এবং চারজন আহত হয়। হিট অ্যান্ড রান কেসে বোম্বে হাইকোর্ট একটি ট্রায়াল কোর্টে দোষী সাব্যস্ত করা হয়। (Photo: Reuters)
সলমন খান মুম্বইয়ের রাস্তার ওপর একটি বেকাররি সামনে শুয়ে থাকা লোকেদের ওপর গাড়ি চালিয়ে দেন। একজনের মৃত্যু হয় এবং চারজন আহত হয়। হিট অ্যান্ড রান কেসে বোম্বে হাইকোর্ট একটি ট্রায়াল কোর্টে দোষী সাব্যস্ত করা হয়। (Photo: Reuters)
advertisement
8/9
২০১৬ সালে সুলতানের শুটিং - এর সময় সলমন খান বলেছিলেন "শুটিংয়ে শট দেওয়ার পর আমি যখন বক্সিং রিং থেকে নেমে আসতাম নিজেকে ধর্ষিতা মহিলার মতো মনে হত। আমি সোজা হয়ে হাঁটতেও পারতাম না।" এতে তৈরি হয়েছিল  প্রবল বিতর্ক ৷ (Photo: Reuters)
২০১৬ সালে সুলতানের শুটিং - এর সময় সলমন খান বলেছিলেন "শুটিংয়ে শট দেওয়ার পর আমি যখন বক্সিং রিং থেকে নেমে আসতাম নিজেকে ধর্ষিতা মহিলার মতো মনে হত। আমি সোজা হয়ে হাঁটতেও পারতাম না।" এতে তৈরি হয়েছিল প্রবল বিতর্ক ৷ (Photo: Reuters)
advertisement
9/9
জেলেদের পরিবারকে হুমকি: সলমন খানের বডিগার্ডরা জেলেদের হুমকি দিয়েছিল ৷ জেলেদের বলেছিল তাদের নৌকা ও জাল সরিয়ে নিতে ৷ তিনবার সুপারস্টারের বিরুদ্ধে অভিজোগ করা হেয়েছিল বান্দ্রা পুলিশ স্টেশানে ৷ (Photo: Reuters)
জেলেদের পরিবারকে হুমকি: সলমন খানের বডিগার্ডরা জেলেদের হুমকি দিয়েছিল ৷ জেলেদের বলেছিল তাদের নৌকা ও জাল সরিয়ে নিতে ৷ তিনবার সুপারস্টারের বিরুদ্ধে অভিজোগ করা হেয়েছিল বান্দ্রা পুলিশ স্টেশানে ৷ (Photo: Reuters)
advertisement
advertisement
advertisement