Rishi Kapoor : 'ক্যান্সার জয় করে পর্দায় ফিরতে পারবেন তো?' মনের অনিশ্চয়তা ছেলেকে বলেছিলেন ঋষি!
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
জীবনের সায়াহ্নে এসেও, অসুস্থ শরীরে সেই আরব সাগরের তীরেই ফিরে আসতে চেয়েছিলেন ঋষি কাপুর (Rishi Kapoor)।
advertisement
advertisement
advertisement
রণবীর বলেন, ‘আমি যখনই তাঁর সঙ্গে কথা বলি, তিনি শুধু সিনেমা নিয়ে কথা বলেন। তিনি কেবল ‘এই ছবিটা কী নিয়ে?’, ‘ওই ছবিটা কেমন চলছে?’, ‘এই অভিনয়টা কেমন?’, এই দৃশ্যে তুমি কী করছ তা নিয়েই কথা বলতেন বার বার।" রণবীর এও বলেন, ঋষি তাঁর নিরাপত্তাহীনতা সম্পর্কে কথা বলেছেন তাঁর সঙ্গে।" যখন তিনি ফিরে আসবেন, তখন তিনি ছবিতে কাজ পাবেন? লোকেরা তাঁকে ছবির জন্য প্রস্তাব দেবে কিনা? তিনি কি ছবিতে অভিনয় করতে পারবেন?’ এসব নিয়েই দ্বিধা কী তবে তাড়া করে বেড়াত তাঁকে?
advertisement
রণবীর সেরা অভিনেতা হিসেবে তাঁর সিনেমার জন্য পুরস্কার পেয়েছিলেন। সেই পুরস্কার তাঁর বাবাকে উৎসর্গ করেছিলেন। জি সিনেমা অ্যাওয়ার্ডে রণবীর বলেছিলেন, "আমি এই পুরস্কারটি আমার জীবনের খুব বিশেষ ব্যক্তি আমার বাবাকে উৎসর্গ করতে চাই।" গত বছর ৩০ এপ্রিল জীবনাবসান হয় বর্ষীয়ান অভিনেতা ঋষি কাপুরের। শুক্রবার অভিনেতার প্রথম মৃত্যুবার্ষিকী। দু’বছর ক্যানসারের বিরুদ্ধে টানা লড়াই শেষে অনুরাগী ও পরিবারকে চির বিদায় জানান অভিনেতা ঋষি কাপুর।






