হোম » ছবি » বিনোদন » 'ক্যান্সার জয় করে পর্দায় ফিরতে পারবেন তো?' মনের অনিশ্চয়তা ছেলেকে বলেছিলেন ঋষি!

Rishi Kapoor : 'ক্যান্সার জয় করে পর্দায় ফিরতে পারবেন তো?' মনের অনিশ্চয়তা ছেলেকে বলেছিলেন ঋষি!

  • Bangla Digital Desk

  • 15

    Rishi Kapoor : 'ক্যান্সার জয় করে পর্দায় ফিরতে পারবেন তো?' মনের অনিশ্চয়তা ছেলেকে বলেছিলেন ঋষি!

    সবসময় সিনেমার প্রসঙ্গে কথা বলতেন মানুষটা। কোথাও গিয়ে যেন রিল আর রিয়্যাল এক হয়ে গিয়েছিল মনের অলি গলিতে। এমনি এক কিংবদন্তি ছিলেন অভিনেতা ঋষি কাপুর। একসময় টিনসেল টাউনকে বুঁদ করে রেখেছিল তাঁর চকোলেট বয় ইমেজ।

    MORE
    GALLERIES

  • 25

    Rishi Kapoor : 'ক্যান্সার জয় করে পর্দায় ফিরতে পারবেন তো?' মনের অনিশ্চয়তা ছেলেকে বলেছিলেন ঋষি!

    জীবনের সায়াহ্নে এসেও, অসুস্থ শরীরে সেই আরব সাগরের তীরেই ফিরে আসতে চেয়েছিলেন ঋষি কাপুর। ফিরতে পারবেন তো অভিনয় জগতে? এই সংশয় ও কাজ করছিল মনের আনাচে কানাচে। সেকথা শেয়ার করেছিলেন পুত্র রণবীর কাপুরের সঙ্গে।

    MORE
    GALLERIES

  • 35

    Rishi Kapoor : 'ক্যান্সার জয় করে পর্দায় ফিরতে পারবেন তো?' মনের অনিশ্চয়তা ছেলেকে বলেছিলেন ঋষি!

    ২০১৯ সালে এক অ্যাওয়ার্ড শো-তে রণবীর কাপুর প্রয়াত অভিনেতা ঋষি কাপুরকে নিয়ে এমনি সব কাহিনী বলেছিলেন। তিনি বলেন, মার্কিন মুলুকে ক্যানসারের চিকিৎসা চলাকালীন অত্যন্ত চিন্তায় ছিলেন ঋষি কাপুর। শরীর সুস্থ হওয়ার পর, ভারতে ফিরে আসার পর কোনও কাজ পাবেন কি না সেই নিয়ে মনের কোণে দানা বেঁধেছিল দ্বন্দ্ব।'

    MORE
    GALLERIES

  • 45

    Rishi Kapoor : 'ক্যান্সার জয় করে পর্দায় ফিরতে পারবেন তো?' মনের অনিশ্চয়তা ছেলেকে বলেছিলেন ঋষি!

    রণবীর বলেন, ‘আমি যখনই তাঁর সঙ্গে কথা বলি, তিনি শুধু সিনেমা নিয়ে কথা বলেন। তিনি কেবল ‘এই ছবিটা কী নিয়ে?’, ‘ওই ছবিটা কেমন চলছে?’, ‘এই অভিনয়টা কেমন?’, এই দৃশ্যে তুমি কী করছ তা নিয়েই কথা বলতেন বার বার।" রণবীর এও বলেন, ঋষি তাঁর নিরাপত্তাহীনতা সম্পর্কে কথা বলেছেন তাঁর সঙ্গে।" যখন তিনি ফিরে আসবেন, তখন তিনি ছবিতে কাজ পাবেন? লোকেরা তাঁকে ছবির জন্য প্রস্তাব দেবে কিনা? তিনি কি ছবিতে অভিনয় করতে পারবেন?’ এসব নিয়েই দ্বিধা কী তবে তাড়া করে বেড়াত তাঁকে?

    MORE
    GALLERIES

  • 55

    Rishi Kapoor : 'ক্যান্সার জয় করে পর্দায় ফিরতে পারবেন তো?' মনের অনিশ্চয়তা ছেলেকে বলেছিলেন ঋষি!

    রণবীর সেরা অভিনেতা হিসেবে তাঁর সিনেমার জন্য পুরস্কার পেয়েছিলেন। সেই পুরস্কার তাঁর বাবাকে উৎসর্গ করেছিলেন। জি সিনেমা অ্যাওয়ার্ডে রণবীর বলেছিলেন, "আমি এই পুরস্কারটি আমার জীবনের খুব বিশেষ ব্যক্তি আমার বাবাকে উৎসর্গ করতে চাই।" গত বছর ৩০ এপ্রিল জীবনাবসান হয় বর্ষীয়ান অভিনেতা ঋষি কাপুরের। শুক্রবার অভিনেতার প্রথম মৃত্যুবার্ষিকী। দু’বছর ক্যানসারের বিরুদ্ধে টানা লড়াই শেষে অনুরাগী ও পরিবারকে চির বিদায় জানান অভিনেতা ঋষি কাপুর।

    MORE
    GALLERIES