Rhea Kapoor Wedding: সাদা বিছানায় আলতা পরা দু’টো পা, বিয়ের পর রিয়ার অন্তঃরঙ্গ ছবি প্রকাশ্যে

Last Updated:
নববধূ রিয়া (Rhea Kapoor) আউভরি রঙা লেহেঙ্গা আর গয়নায় সেজেছেন । করণ (Karan Boolani)-ও একই রঙের শেরওয়ানির সঙ্গে নিয়েছেন লাল টুকটুকে দোপাট্টা । ভারি সুন্দর দেখাচ্ছে তাঁদের ।
1/9
• কাপুর পরিবারে বেজেছে বিয়ের সানাই । গত ১৪ অগাস্ট বিবাহ-বন্ধনে আবদ্ধ হয়েছেন অনিল কাপুর (Anil Kapoor) ও সুনিতা কাপুরের (Sunita Kapoor) ছোট মেয়ে রিয়া কাপুর (Rhea Kapoor) । সোনম কাপুরের (Sonam Kapoor) ছোট বোন রিয়া, তাঁর দীর্ঘদিনের বয়ফ্রেন্ড করণ বুলানির (Karan Boolani) সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন (Rhea kapoor wedding) ।
• কাপুর পরিবারে বেজেছে বিয়ের সানাই । গত ১৪ অগাস্ট বিবাহ-বন্ধনে আবদ্ধ হয়েছেন অনিল কাপুর (Anil Kapoor) ও সুনিতা কাপুরের (Sunita Kapoor) ছোট মেয়ে রিয়া কাপুর (Rhea Kapoor) । সোনম কাপুরের (Sonam Kapoor) ছোট বোন রিয়া, তাঁর দীর্ঘদিনের বয়ফ্রেন্ড করণ বুলানির (Karan Boolani) সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন (Rhea kapoor wedding) ।
advertisement
2/9
• অনিল কাপুরের জুহু’র বাংলোতে খুব ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে ছিমছাম ভাবেই বিয়ে সারলেন প্রযোজক, শিল্পপতি, ডিজাইনার রিয়া আর পেশায় একজন চলচ্চিত্র নির্মাতা করণ । কাপুর পরিবারের সদস্যরা আর ঘনিষ্ঠ বন্ধুবান্ধবরাই শুধুমাত্র উপস্থিত ছিলেন এই বিয়েতে ।
• অনিল কাপুরের জুহু’র বাংলোতে খুব ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে ছিমছাম ভাবেই বিয়ে সারলেন প্রযোজক, শিল্পপতি, ডিজাইনার রিয়া আর পেশায় একজন চলচ্চিত্র নির্মাতা করণ । কাপুর পরিবারের সদস্যরা আর ঘনিষ্ঠ বন্ধুবান্ধবরাই শুধুমাত্র উপস্থিত ছিলেন এই বিয়েতে ।
advertisement
3/9
• বিবাহ-বন্ধনে আবদ্ধ হওয়ার পর ডিজাইনার মাসাবা গুপ্ত রিয়ার দু’টি পায়ের ছবি সম্প্রতি শেয়ার করেন তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে । সেখানে দেখা যায় সাদা ধবধবে বিছানায় তাঁর আলতা-রাঙা দু’টি পা । অবাঙালি হলেও বিয়ের সাজ হিসাবে পায়ে আলতা পরেছেন রিয়া । যাতে তাঁর পা দু’টি আরও আকর্ষণীয় লাগছে ।
• বিবাহ-বন্ধনে আবদ্ধ হওয়ার পর ডিজাইনার মাসাবা গুপ্ত রিয়ার দু’টি পায়ের ছবি সম্প্রতি শেয়ার করেন তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে । সেখানে দেখা যায় সাদা ধবধবে বিছানায় তাঁর আলতা-রাঙা দু’টি পা । অবাঙালি হলেও বিয়ের সাজ হিসাবে পায়ে আলতা পরেছেন রিয়া । যাতে তাঁর পা দু’টি আরও আকর্ষণীয় লাগছে ।
advertisement
4/9
• বিয়ের দু’দিন পর আংটি বদলের একটি ছবি প্রকাশ্যে এনেছেন রিয়া কাপুর । তাতে দেখা যাচ্ছে, নববধূ রিয়া আউভরি রঙা লেহেঙ্গা আর গয়নায় সেজেছেন । করণও একই রঙের শেরওয়ানির সঙ্গে নিয়েছেন লাল টুকটুকে দোপাট্টা । ভারি সুন্দর দেখাচ্ছে তাঁদের ।
• বিয়ের দু’দিন পর আংটি বদলের একটি ছবি প্রকাশ্যে এনেছেন রিয়া কাপুর । তাতে দেখা যাচ্ছে, নববধূ রিয়া আউভরি রঙা লেহেঙ্গা আর গয়নায় সেজেছেন । করণও একই রঙের শেরওয়ানির সঙ্গে নিয়েছেন লাল টুকটুকে দোপাট্টা । ভারি সুন্দর দেখাচ্ছে তাঁদের ।
advertisement
5/9
• বোনের বিয়ে উপলক্ষে সোনমও ফিরেছেন মুম্বইতে। প্রায় এক বছর স্বামী আনন্দ আহুজার সঙ্গে লন্ডনে ছিলেন তিনি। বিয়ের দিন পাউডার ব্লু রঙের লং আনারকলি আর তার সঙ্গে মানানসই ভারী গহনা পরেছিলেন বলিউডের ফ্যাশনিস্তা সোনম ।
• বোনের বিয়ে উপলক্ষে সোনমও ফিরেছেন মুম্বইতে। প্রায় এক বছর স্বামী আনন্দ আহুজার সঙ্গে লন্ডনে ছিলেন তিনি। বিয়ের দিন পাউডার ব্লু রঙের লং আনারকলি আর তার সঙ্গে মানানসই ভারী গহনা পরেছিলেন বলিউডের ফ্যাশনিস্তা সোনম ।
advertisement
6/9
• অংশুলা কাপুর, অর্জুন কাপুর, সানায়া, খুশি ও জাহ্নবী কাপুর...সকলেই উপস্থিত ছিলেন রিয়ার বিয়েতে । বিয়ের পর সমস্ত সাংবাদিকদের মধ্যে মিষ্টি বিতরণ করেন অনিল কাপুর ।
• অংশুলা কাপুর, অর্জুন কাপুর, সানায়া, খুশি ও জাহ্নবী কাপুর...সকলেই উপস্থিত ছিলেন রিয়ার বিয়েতে । বিয়ের পর সমস্ত সাংবাদিকদের মধ্যে মিষ্টি বিতরণ করেন অনিল কাপুর ।
advertisement
7/9
•  গত ১২ বছর ধরে করণের সঙ্গে সম্পর্কে রয়েছেন রিয়া। প্রায় ৫০০-র বেশি বিজ্ঞাপনী চিত্র তৈরি করেছেন করণ।
• গত ১২ বছর ধরে করণের সঙ্গে সম্পর্কে রয়েছেন রিয়া। প্রায় ৫০০-র বেশি বিজ্ঞাপনী চিত্র তৈরি করেছেন করণ।
advertisement
8/9
• রিয়া কাপুর প্রযোজিত ও সোনম কাপুর অভিনীত আইশা ছবিতে সহকারী পরিচালকের কাজ করেছেন তিনি। এছাড়া করণ জোহর প্রযোজিত ওয়েক আপ সিড-এও সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন তিনি। অনিল কাপুরের ওয়েব সিরিজ ২৪-এ পরিচালনার কাজ করেছেন করণ বুলানি।
• রিয়া কাপুর প্রযোজিত ও সোনম কাপুর অভিনীত আইশা ছবিতে সহকারী পরিচালকের কাজ করেছেন তিনি। এছাড়া করণ জোহর প্রযোজিত ওয়েক আপ সিড-এও সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন তিনি। অনিল কাপুরের ওয়েব সিরিজ ২৪-এ পরিচালনার কাজ করেছেন করণ বুলানি।
advertisement
9/9
• করণ তথ্যচিত্রও বানিয়েছেন। তাঁর তথ্যচিত্র দ্যাট হিলিং ফিলিং তাঁকে তথ্যচিত্র পরিচালক হিসেবে পরিচিতি দিয়েছেন। ইন্ডিয়ান ডকুমেন্টারি প্রোডিউসারস অ্যাসোসিয়েশন থেকে স্বীকৃতিও পেয়েছেন তিনি। নেটফ্লিক্সের স্পোর্টস ড্রামা সিরিজ সিলেকশন ডে-র পরিচালনাও করেছেন করণ। আসন্ন দিনে একটি কাজের জন্য এ আর রহমানের সঙ্গে জোট বাঁধছেন তিনি।
• করণ তথ্যচিত্রও বানিয়েছেন। তাঁর তথ্যচিত্র দ্যাট হিলিং ফিলিং তাঁকে তথ্যচিত্র পরিচালক হিসেবে পরিচিতি দিয়েছেন। ইন্ডিয়ান ডকুমেন্টারি প্রোডিউসারস অ্যাসোসিয়েশন থেকে স্বীকৃতিও পেয়েছেন তিনি। নেটফ্লিক্সের স্পোর্টস ড্রামা সিরিজ সিলেকশন ডে-র পরিচালনাও করেছেন করণ। আসন্ন দিনে একটি কাজের জন্য এ আর রহমানের সঙ্গে জোট বাঁধছেন তিনি।
advertisement
advertisement
advertisement