Guess The Celebrity: পরদেস ছবির সুপারহিট ‘মেরি মেহবুবা’ গানে শাহরুখের পিছনে নীল পোশাকে যিনি নাচছেন, তাঁকে চিনতে পারছেন?
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Remo D'souza Untold Story: ‘মেরি মেহবুবা’ গানে শাহরুখের পিছনে নীল পোশাকে যিনি নাচছেন, আজ বলিউডে প্রচুর নামডাক তাঁর; ভাল করে দেখুন তো চিনতে পারেন কি না?
advertisement
advertisement
ওই ছবির অত্যন্ত জনপ্রিয় গান ‘মেরি মেহবুবা’। আর মজার বিষয় হল এই গানের সঙ্গে যোগ রয়েছে রেমো ডি’সুজারও। কিন্তু কীভাবে? আসলে সেই সময় স্ট্রাগল করছিলেন রেমো ডি’সুজা। আসলে ওই গানে শাহরুখের সঙ্গে নাচতে দেখা গিয়েছিল রেমোকে। খুব ভাল করে দেখলে বোঝা যাবে সেটা। তবে রেমোর এখনকার চেহারার সঙ্গে আগেকার সেই সময়কার চেহারার আকাশ-পাতাল তফাত। ফলে না-ও চেনা যেতে পারে তাঁকে। তাই আমরাই বলে দিচ্ছি বি-টাউনের খ্যাতনামা কোরিওগ্রাফারকে চেনার উপায়।
advertisement
আসলে ‘মেরি মেহবুবা’ গানে শাহরুখের পাশে লক্ষ্য করলে দেখা যাবে নীল পোশাকে নাচছেন একজন। আর ওই ব্যক্তিটিই রেমো। ওই গানে রেমোকে চেনা যাবে না, কারণ সেই সময় বেশ রোগা-পাতলাই ছিলেন তিনি। একবার রেমোর নাচের শোয়ে এসেছিলেন শাহরুখ। আর সেই ঘটনার কথা প্রকাশ্যে এনেছিলেন স্বয়ং বলিউড বাদশা। তিনি বলেছিলেন যে, “জামনগর থেকে মাত্র ২৫০০ টাকা হাতে নিয়ে মুম্বই পাড়ি দিয়েছিলেন রেমো। আমি এসব কিছুই জানতাম না। এমনকী, সেটে ওঁর নামটা পর্যন্ত জানতাম না।”
advertisement
শাহরুখ আরও বলে চলেন, “ছবির সেটে হয়তো সকলে একই কথা বলছিলেন যে, এই যে নীল রঙা স্যুট এদিকে এসো… খান সাহেবের পাশে আরও একটু সরে দাঁড়াও… তুমি কীভাবে নিজের স্টেপগুলো করছো? প্রত্যেকেই ওঁকে এটাই বলছিলেন। আমি চেয়েছিলাম, যে ছেলেটার সামনে দাঁড়িয়ে আমি লিড ডান্স করছি, তাঁর যেন প্রচুর নামডাক হয়। কারণ উনি একজন হিরো। আর আজ আমি ব্যাকগ্রাউন্ডে ওঁর পিছনে নাচতে চাই।”
advertisement
এরপর ওই টিভি শোয়ে দেখা যায়, ‘মেরি মেহবুবা’ গানে রেমোর ব্যাকগ্রাউন্ডেই নাচছেন শাহরুখ। আসলে রেমোর নাচের শোয়ে নিজের ছবি ‘জব তক হ্যায় জান’-এর প্রচারে এসেছিলেন বলিউড বাদশা। যাইহোক, আলাদা করে বলে দিতে হয় না যে, আজ বলিউডের অন্যতম বড় তারকা রেমো ডি’সুজা। আর তিনিই আজ বি-টাউনকে ধর্মেশ এবং রাঘব জুয়ালের মতো তারকাদের উপহার দিয়েছেন। এমনকী বলিউডের খ্যাতনামা কোরিওগ্রাফারদের তালিকায় জ্বলজ্বল করে রেমোর নাম।